Tuesday, May 08, 2018

স্মৃতিচারণ জাহেদুর রহিম লিটন



স্মৃতিচারণ
জাহেদুর রহিম লিটন

জানি তুমি চলে যাবে, ফিরিবে না আর,
তবুও কেন মন তুমাকেই;
ডাকে শুধু বারে বার

বলেছিলে তুমি প্রিয়ে থাকিবে,
চিরকাল বন্ধু হয়ে,
আজ যে চলে যাচ্ছ নিজেকে নিয়ে

চলে যাবে তুমি,ফিরাব না তুমাকে,
যদি স্মরণে কভু আসে মোরে প্রাতে;
দেখে নিও তুমি মোরে, দিবা-স্বপনেতে

ফিরাতে চাইনি তোমায়,এই ভাবনায়,
যবে আসে আসিবে না নিদ নিশীতে;
তখনই ভাবিবে মন শুধুই তোমাকে

জীবন খাতার হিসাব কষিতে,
যবে বসিবে মোর মন;
তখনিই করিব আমি তুমারই স্মৃতিচারণ।