Sunday, September 16, 2018

বাল্যবন্ধু


বাল্যবন্ধু
জাহেদুর রহিম লিটন


যাইতাম যখন আমার বন্ধুর ছোট্ট কুঁড়েঘরে,
বসতে দিত বেতের পিঁড়ায় কত আদর করে।

খোঁপায় দিত বেলীর মালা, হাতে রেশমী চুরি,
গলায় পরতো বকুল মালা, পরনে নীল শাড়ী।