“ভৈঁরো-কাওয়ালী "
পিও শারাব পিও !
তোরে দীর্ঘ সে কাল গোরে হবে ঘুমাতে।
সে তিমির-পুরে
তোর বন্ধু স্বজন প্রিয়া রবেনা সাথে ।।
পিও নিমেষ-মধু !
পুনঃ গাহিবনা কা’ল আজি যে গীত গাহি।
শোনো শোনো মোর গান ―
‘রাতে শুকাল যে গুল হাসিবেনা সে প্রাতে’ ।।
ওরা ‘কহিছে সদাই ―
‘পাবি মোহিনী হুরী’, শোনো আমার বাণী ―
ওরে মধুরতর
এই আঙুর-পানি এই পানশালাতে ।।
ধর নগদা যা পাস,
মিছে র’সনে ব’সে বাকী পাওনা-আশায়,
দূরে ম্রিদং বাজে
শুধু ফাঁকা আওয়াজে তোর মন ভোলাতে’।
No comments:
Post a Comment