Tuesday, April 09, 2013

¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤ আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন--


আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন--

আমার ব্যথার পূজা হয় নি সমাপন ॥

যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,

সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,

তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন--

আমার ব্যথার পূজা হবে সমাপন ॥

অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে,

মনের মাঝে উঠেছে আজ ভ'রে।

যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,

আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা,

অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন--

আমার ব্যথার পূজা হবে সমাপন ॥

রাগ: মিশ্র ভীমপলশ্রী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Sunday, April 07, 2013

"মিথ্যাবাদী মা"


এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি
... কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী।
বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা
সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা।

মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি
আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি।

পাড়া পড়শী বলল এসে এই বয়সেই রাঢ়ি !
একা একা এতটা পথ কেমনে দিবে পাড়ি।
ভাল একটা ছেলে দেখে বিয়ে কর আবার
মা বলল, ওসব শুনে ঘেন্না লাগে আমার।
একা কোথায় খোকন আছে, বিয়ের কী দরকার?

•আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুবনদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)। •দ. এশিয়ার প্রধান ৩টি নদী- সিন্ধু (পাকিস্তান),গঙ্গা (ভারত) ও বহ্মপুত্র (বাংলাদেশ ও ভারত)

বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. পাঁচ খ. সাত গ. নয় ঘ. এগারটি

উ:খ

বাং
লা সাহিত্যের প্রথম
1. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার -
মাইকেল মধুসূদন দত্ত।
2. বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা - মাইকেল
মধুসূদন দত্ত।
3. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার -
মীর মোশাররফ হোসেন।
4. বাংলা সাহিত্যের প্রথম গীত কবি -
বিহারীলাল চক্রবর্তী।
5. বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন
ব্যবহারকারী - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
6. বাংলা সাহিত্যে প্রথম চলিত
রীতি ব্যবহারকারী -
প্রমথ চৌধুরী।
7. প্রথম বাংলা অক্ষর খোদাইকারী - পঞ্চানন
কর্মকার।
8. সম্পূর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী -
চালর্স উইলকিনস।
9. প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক - শামসুদ্দিন
মুহম্মদ সিদ্দিকী।
10. প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা -
বিবি তাহেরন নেছা।
11. বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক -
লায়লা সামাদ।
12. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি - শাহ
মুহম্মদ সগীর।
13. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম
মহিলা কবি - মাহমুদা খাতুন সিদ্দিকা।
14. ছাপার অক্ষরে প্রথম বাংলা বই - কৃপার
শাস্ত্রের অর্থভেদ।
রচয়িতা - ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও।
15. বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ –
কথোপকথন
রচয়িতা - উইলিয়াম কেরী উইলিয়াম কেরী
প্রকাশকাল - ১৮০১ সাল।
16. বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস - আলালের
ঘরের দুলাল
রচয়িতা - প্যারীচাঁদ মিত্র
প্রকাশকাল - ১৮৫৭ সাল।
17. বাংলা ভাষার রচিত প্রথম প্রণোয়পখ্যান -
ইউসুফ জোলেখা
রচয়িতা - শাহ মুহম্মদ সগীর
প্রকাশকাল - ১৪-১৫ শতকের মধ্যে।
18. বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস
- কপালকুণ্ডলা
রচয়িতা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রকাশকাল - ১৮৬৬ সাল।
19. বাংলা ভাষায় প্রথম ব্যকরণ - পর্তুগীজ
বাংলা ব্যকরণ
রচয়িতা - ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও
প্রকাশকাল - ১৭৩৪ সাল।
20. বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ -
বেদান্ত
রচয়িতা - রাজা রামমোহন রায়
প্রকাশকাল - ১৮১৫ সাল।
21. বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক -
কুলীনকুল সর্বস্ব
রচয়িতা - রাম নারায়ন তর্করত্ন
প্রকাশকাল - ১৮৫৪ সাল।
22. বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক -
একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত
প্রকাশকাল - ১৮৫৯ সাল।
23. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক - ভদ্রাজুন
রচয়িতা - তারাপদ সিকদার
প্রকাশকাল - ১৮৫২ সাল।
24. বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক -
কৃষ্ণকুমারী
রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত
প্রকাশকাল - ১৮৬১ সাল।
25. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি -
কীর্তি বিলাস
রচয়িতা - যোগেন্দ্র নাথ গুপ্ত
প্রকাশকাল - ১৮৫২ সাল।
26. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য -
পদ্মিনী উপাখ্যান
রচয়িতা - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
প্রকাশকাল - ১৮৫৮ সাল।
27. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য -
মেঘনাদবধ
রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত
প্রকাশকাল - ১৮৬১ সাল।
28. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক
- স্বর্ণকুমারী দেবী
উপন্যাস - মেবার রাজ
প্রকাশকাল - ১৮৭৭ সাল।
29. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী -
দিকদর্শন
প্রকাশক - শ্রীরামপুর মিশনারী জন ক্লার্ক
মার্শম্যান
প্রকাশকাল - ১৮১৮ সাল।
30. মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা -
সমাচার সভারাজেন্দ্র
সম্পাদক - শেখ আলীমুল্লাহ
প্রকাশকাল - ১৮৩০ সাল ।
31. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ -
নীলদর্পন
রচয়িতা - দীনবন্ধু মিত্র
প্রকাশকাল - ১৮৬০ সাল।
32. ঢাকার প্রথম বাংলা ছাপাখানা - বাংলা প্রেস
(আজিমপুর)
প্রতিষ্ঠাতা - সুন্দর মিত্র
প্রতিষ্ঠাকাল - ১৮৬০ সাল।
33. প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয় -
কাশিম বাজার
সম্মেলনকাল - ১৯০৬ সাল।
34. বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক - ভাই
গিরিশচন্দ্র সেন
অনুবাদকাল - ১৮৮১-১৮৮৬ স
্‌াল ►

বিশ্বের শতকরা ২৫ ভাগ ফার্মাসিটিক্যাল ঔষধের
গাছ আসে  আমাজন অরন্য থেকে।।
► আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়।।
কেনো বলা হয় জানেন?? কারন, এটি পৃথিবীতে মোট
উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।।
► গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination
মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
► সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ দুটি হচ্ছে চীন ও
রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-
বেষ্টিত)।
► বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল
থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
► আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্খের নাম –
কিলিমাঞ্জারো।
► ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির
মসজিদ।
► এশিয়ার বৃহত্তম অরন্য – তৈগা।
► এশিয়ার বৃহত্তম দ্বীপ – বোর্নিও।
► মহামুনি বৌদ্ধবিহার অবস্থিত – রাউজান
(চট্রগ্রাম)।
… ► রকস মিউজিয়াম অবস্থিত – পঞ্চগড়ে।
► ওয়াটার লু অবস্থিত – বেলজিয়ামে।


শুধুমাত্র একটি মাত্র খাবার
রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন
তো সেটি কী? উ:মধু
++“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে”—এ
প্রার্থনাটি করেছে কে?
উত্তর - ঈশ্বরী পাটনী, (অন্নদামঙ্গল)
++“সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই”
কে বলেছেন?
উত্তর -- চণ্ডীদাস
++“জ্ঞান যেখানে সীমাবন্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব”—এ উক্তিটি কোন পত্রিকার
প্রতি সংখ্যায় লেখা থাকতো? উত্তর --শিখা
++“জাতির পতাকা আজ খামছে ধরেছে,
সেই পুরনো শুকুন” এ পঙক্তিটি কার? উত্তর --রুদ্র
মুহম্মদ শহীদুল্লাহ
++“গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়”—উদ্ধৃত
বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’
উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য?
উত্তর --লাবণ্য
++“কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উত্সব
উজ্জ্বল হইয়া উঠিল” উদ্ধৃত অংশ রবি ঠাকুরের কোন
গল্প থেকে নেয়া হয়েছে?
উত্তর -- কাবুলিওয়ালা
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’
গানটির রচয়িতা কে? -আব্দুল গাফ্ফার চৌধুরী
++“মধুর চেয়েও আছে মধুর
সে আমার এই দেশের মাটি
আমার দেশের পথের ধুলা
খাঁটি সোনার চেয়ে খাঁটি।” কবিতার এই অংশ বিশেষের
রচয়িতা কে?
উত্তর - -সত্যেন্দ্রনাথ দত্ত
++“কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই”-
উক্তিটি কোন গল্পের? -জীবিত ও মৃত(রবীন্দ্রনাথ
ঠাকুর)
++“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূুর্ণিমার চাঁদ যেন
ঝলসানো রুটি”- উক্তিটি কার?
উত্তর --সুকান্ত ভট্টাচার্য


•আন্তর্জাতিক নদী বলা হয়-
দানিয়ুবনদীকে (ইউরোপের
১০টি দেশকে অতিক্রম করেছে এটি)।
•দ. এশিয়ার প্রধান ৩টি নদী- সিন্ধু
(পাকিস্তান),গঙ্গা (ভারত) ও বহ্মপুত্র
(বাংলাদেশ ও ভারত)

আল্লাহর অস্তিত্ব নিয়ে বিতর্ক - সংগৃহীত


একবার বাগদাদ শহরে আল্লাহর
অস্তিত্ব নিয়ে এক বিরাট বিতর্ক

Thursday, April 04, 2013

"স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তা-ই হলো শিক্ষা।" ~ অ্যালবার্ট আইনস্টাইন। :::বিসিএস সাধারন জ্ঞান পর্ব-২:::

বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. পাঁচ খ. সাত গ. নয় ঘ. এগারটি

উ:খ

বাং
লা সাহিত্যের প্রথম
1. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার -
মাইকেল মধুসূদন দত্ত।
2. বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা - মাইকেল
মধুসূদন দত্ত।
3. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার -
মীর মোশাররফ হোসেন।
4. বাংলা সাহিত্যের প্রথম গীত কবি -

::বিসিএস সাধারন জ্ঞান পর্ব-1


► সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে।
► পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি।
► সাত পাহাড়ের শহর বলা হয় :