বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. পাঁচ খ. সাত গ. নয় ঘ. এগারটি
উ:খ
বাংলা সাহিত্যের প্রথম
1. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার -
মাইকেল মধুসূদন দত্ত।
2. বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা - মাইকেল
মধুসূদন দত্ত।
3. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার -
মীর মোশাররফ হোসেন।
4. বাংলা সাহিত্যের প্রথম গীত কবি -
বিহারীলাল চক্রবর্তী।
5. বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন
ব্যবহারকারী - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
6. বাংলা সাহিত্যে প্রথম চলিত
রীতি ব্যবহারকারী -
প্রমথ চৌধুরী।
7. প্রথম বাংলা অক্ষর খোদাইকারী - পঞ্চানন
কর্মকার।
8. সম্পূর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী -
চালর্স উইলকিনস।
9. প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক - শামসুদ্দিন
মুহম্মদ সিদ্দিকী।
10. প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা -
বিবি তাহেরন নেছা।
11. বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক -
লায়লা সামাদ।
12. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি - শাহ
মুহম্মদ সগীর।
13. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম
মহিলা কবি - মাহমুদা খাতুন সিদ্দিকা।
14. ছাপার অক্ষরে প্রথম বাংলা বই - কৃপার
শাস্ত্রের অর্থভেদ।
রচয়িতা - ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও।
15. বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ –
কথোপকথন
রচয়িতা - উইলিয়াম কেরী উইলিয়াম কেরী
প্রকাশকাল - ১৮০১ সাল।
16. বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস - আলালের
ঘরের দুলাল
রচয়িতা - প্যারীচাঁদ মিত্র
প্রকাশকাল - ১৮৫৭ সাল।
17. বাংলা ভাষার রচিত প্রথম প্রণোয়পখ্যান -
ইউসুফ জোলেখা
রচয়িতা - শাহ মুহম্মদ সগীর
প্রকাশকাল - ১৪-১৫ শতকের মধ্যে।
18. বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস
- কপালকুণ্ডলা
রচয়িতা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রকাশকাল - ১৮৬৬ সাল।
19. বাংলা ভাষায় প্রথম ব্যকরণ - পর্তুগীজ
বাংলা ব্যকরণ
রচয়িতা - ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও
প্রকাশকাল - ১৭৩৪ সাল।
20. বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ -
বেদান্ত
রচয়িতা - রাজা রামমোহন রায়
প্রকাশকাল - ১৮১৫ সাল।
21. বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক -
কুলীনকুল সর্বস্ব
রচয়িতা - রাম নারায়ন তর্করত্ন
প্রকাশকাল - ১৮৫৪ সাল।
22. বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক -
একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত
প্রকাশকাল - ১৮৫৯ সাল।
23. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক - ভদ্রাজুন
রচয়িতা - তারাপদ সিকদার
প্রকাশকাল - ১৮৫২ সাল।
24. বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক -
কৃষ্ণকুমারী
রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত
প্রকাশকাল - ১৮৬১ সাল।
25. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি -
কীর্তি বিলাস
রচয়িতা - যোগেন্দ্র নাথ গুপ্ত
প্রকাশকাল - ১৮৫২ সাল।
26. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য -
পদ্মিনী উপাখ্যান
রচয়িতা - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
প্রকাশকাল - ১৮৫৮ সাল।
27. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য -
মেঘনাদবধ
রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত
প্রকাশকাল - ১৮৬১ সাল।
28. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক
- স্বর্ণকুমারী দেবী
উপন্যাস - মেবার রাজ
প্রকাশকাল - ১৮৭৭ সাল।
29. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী -
দিকদর্শন
প্রকাশক - শ্রীরামপুর মিশনারী জন ক্লার্ক
মার্শম্যান
প্রকাশকাল - ১৮১৮ সাল।
30. মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা -
সমাচার সভারাজেন্দ্র
সম্পাদক - শেখ আলীমুল্লাহ
প্রকাশকাল - ১৮৩০ সাল ।
31. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ -
নীলদর্পন
রচয়িতা - দীনবন্ধু মিত্র
প্রকাশকাল - ১৮৬০ সাল।
32. ঢাকার প্রথম বাংলা ছাপাখানা - বাংলা প্রেস
(আজিমপুর)
প্রতিষ্ঠাতা - সুন্দর মিত্র
প্রতিষ্ঠাকাল - ১৮৬০ সাল।
33. প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয় -
কাশিম বাজার
সম্মেলনকাল - ১৯০৬ সাল।
34. বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক - ভাই
গিরিশচন্দ্র সেন
অনুবাদকাল - ১৮৮১-১৮৮৬ স্াল ►
বিশ্বের শতকরা ২৫ ভাগ ফার্মাসিটিক্যাল ঔষধের
গাছ আসে আমাজন অরন্য থেকে।।
► আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়।।
কেনো বলা হয় জানেন?? কারন, এটি পৃথিবীতে মোট
উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।।
► গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination
মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
► সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ দুটি হচ্ছে চীন ও
রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-
বেষ্টিত)।
► বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল
থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
► আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্খের নাম –
কিলিমাঞ্জারো।
► ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির
মসজিদ।
► এশিয়ার বৃহত্তম অরন্য – তৈগা।
► এশিয়ার বৃহত্তম দ্বীপ – বোর্নিও।
► মহামুনি বৌদ্ধবিহার অবস্থিত – রাউজান
(চট্রগ্রাম)।
… ► রকস মিউজিয়াম অবস্থিত – পঞ্চগড়ে।
► ওয়াটার লু অবস্থিত – বেলজিয়ামে।
শুধুমাত্র একটি মাত্র খাবার
রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন
তো সেটি কী? উ:মধু++“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে”—এ
প্রার্থনাটি করেছে কে?
উত্তর - ঈশ্বরী পাটনী, (অন্নদামঙ্গল)
++“সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই”
কে বলেছেন?
উত্তর -- চণ্ডীদাস
++“জ্ঞান যেখানে সীমাবন্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব”—এ উক্তিটি কোন পত্রিকার
প্রতি সংখ্যায় লেখা থাকতো? উত্তর --শিখা
++“জাতির পতাকা আজ খামছে ধরেছে,
সেই পুরনো শুকুন” এ পঙক্তিটি কার? উত্তর --রুদ্র
মুহম্মদ শহীদুল্লাহ
++“গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়”—উদ্ধৃত
বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’
উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য?
উত্তর --লাবণ্য
++“কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উত্সব
উজ্জ্বল হইয়া উঠিল” উদ্ধৃত অংশ রবি ঠাকুরের কোন
গল্প থেকে নেয়া হয়েছে?
উত্তর -- কাবুলিওয়ালা
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’
গানটির রচয়িতা কে? -আব্দুল গাফ্ফার চৌধুরী
++“মধুর চেয়েও আছে মধুর
সে আমার এই দেশের মাটি
আমার দেশের পথের ধুলা
খাঁটি সোনার চেয়ে খাঁটি।” কবিতার এই অংশ বিশেষের
রচয়িতা কে?
উত্তর - -সত্যেন্দ্রনাথ দত্ত
++“কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই”-
উক্তিটি কোন গল্পের? -জীবিত ও মৃত(রবীন্দ্রনাথ
ঠাকুর)
++“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূুর্ণিমার চাঁদ যেন
ঝলসানো রুটি”- উক্তিটি কার?
উত্তর --সুকান্ত ভট্টাচার্য
•আন্তর্জাতিক নদী বলা হয়-
দানিয়ুবনদীকে (ইউরোপের
১০টি দেশকে অতিক্রম করেছে এটি)।
•দ. এশিয়ার প্রধান ৩টি নদী- সিন্ধু
(পাকিস্তান),গঙ্গা (ভারত) ও বহ্মপুত্র
(বাংলাদেশ ও ভারত)