Thursday, April 04, 2013

::বিসিএস সাধারন জ্ঞান পর্ব-1


► সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে।
► পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি।
► সাত পাহাড়ের শহর বলা হয় :

রোমকে।
► পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল : ক্যাথে।
► ইরাকের পূর্ব নাম : মেসোপটেমিয়া।
► ফরাসি বিপ্লবের শিশু বলা হয় : নেপোলিয়নকে।
► বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকনোটটির দৈর্ঘ্য ছিল
২২×৩০সেন্টিমিটার, যা একটি বইয়ের পাতার চেয়েও
বড়!! ১৪ শতকে চীনে এই ব্যাংকনোট ব্যবহৃত হতো।
► ১৬৪৪ সালে সুইডেনে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের
মুদ্রার প্রচলন করা হয়। ১০ ক্রোনারের এই
মুদ্রাটির ওজন ১৯ দশমিক ৭১ কেজি।
► পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও কম ওজনের
মুদ্রাটি হলো ‘জাওয়া’, রুপা দিয়ে তৈরি এই
মুদ্রাটি ১৭৪০সালে নেপালে প্রচলন করা হয়। এর
ওজন ছিল মাত্র ০.০০২ গ্রাম।

► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন
ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫
সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু
হয়।
► ভূতাত্ত্বিক কারণে প্রতিবছর প্রায় দুই ফুট
করে বাড়ে এভারেস্টের উচ্চতা।
::::অপরাজেয় বাংলা::::
অপরাজেয় বাংলা ভাস্কর্যটিতে যে তিনজন
মানুষকে দেখা যায়, তারা হলেন – ফার্স্টএইড বাক্স
হাতে একজন সেবিকা, সময়ের প্রয়োজনে রাইফেল
কাঁধে তুলে নেয়া গ্রীবা উঁচু করে ঋজু ভঙ্গিমায়
গ্রামের টগবগে তরুন এবং দু’হাতে রাইফেল
ধরা আরেক শহুরে মুক্তিযোদ্ধা।
ফার্স্ট এইড বাক্স হাতে সেবিকার ভূমিকায়
যিনি মডেল হয়েছিলেন, তিনি হলেন
হাসিনা আহমেদ।

বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের
সংখ্যা ২৮টি... এগুলো হলো-
১. বিসিএস (প্রশাসন)
২. বিসিএস (খাদ্য)
৩. বিসিএস (কৃষি)
৪. বিসিএস (বন)
৫. বিসিএস (মৎস্য)
৬. বিসিএস (পশুপালন)
৭. বিসিএস (সাধারণ শিক্ষা)
৮. বিসিএস (কারিগরি শিক্ষা)
৯. বিসিএস (অর্থনীতি)
১০. বিসিএস (বাণিজ্য)
১১. বিসিএস (পরিসংখ্যান)
১২. বিসিএস (গণপূর্ত)
১৩. বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
১৪. বিসিএস (সড়ক ও জনপথ)
১৫. বিসিএস (টেলিযোগাযোগ)
১৬. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
১৭. বিসিএস (শুল্ক ও আবগারী)
১৮. বিসিএস (কর)
১৯. বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
২০. বিসিএস (স্বাস্থ্য)
২১. বিসিএস (পরিবার পরিকল্পনা)
২২. বিসিএস (তথ্য)
২৩. বিসিএস (ডাক)
২৪. বিসিএস (পুলিশ)
২৫. বিসিএস (আনসার)
২৬. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২৭. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
২৮. বিসিএস (সমবায়)

প্রশ্নঃ কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উঃ ভারতের।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন
দেশের?
উঃ আমেরিকার।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের
প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ ২৩ মার্চ, ১৯৭২।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ ১২ অক্টোবর, ১৯৭২।
প্রশ্নঃ গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ ৪ নভেম্বর, ১৯৭২।
প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ
হয়?
উঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।
প্রশ্নঃ বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন
কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭২।
প্রশ্ন : উড পেন্সিলের সিস তৈরি হয় কী দিয়ে?
উত্তর : গ্রাফাইট।
প্রশ্ন : etc.-এর পূর্ণশব্দটি কী? উত্তর : et
cetera.
প্রশ্ন : বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
উত্তর : ৮টি।
ইন্টারনেট নিয়ে :
প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়:
ভিটামিন এ—রাতকানা
ভিটামিন বি১—বেরিবেরি
ভিটামিন বি২—মুখে ঘা
ভিটামিন বি৩—পেলেগ্রা
ভিটামিন বি৬—নিউরোপ্যাথি
ভিটামিন বি১২—রক্ত শূণ্যতা
ভিটামিন সি—স্কার্ভি
ভিটামিন ডি—রিকেট,অস্টিওমেলাসিয়া
ভিটামিন ই—হিমোলাইটিক অ্যানিমিয়া
ভিটামিন কে—রক্ত জমাট বঁাধা বিলম্বিত হয
· মুকুন্দ দাস - চারণ কবি
· মীর মশাররফ হোসেন - গাজী মিয়া
· মধুসূদন মজুমদার - দৃষ্টিহীন
· মোহিত লাল মজুমদার - সত্য সুন্দর দাস
· মোজাম্মেল হক - শান্তিপুরের কবি
· যতীন্দ্রনাথ বাগচী - দুঃখবাদের কবি
‘মাছের আঁশ’ এর সমার্থক শব্দ হলো— A)
শকল B) বানি C) আপন D) খোল  Ans:A
|


No comments:

Post a Comment