Friday, September 30, 2016

The Poem Never Miss To Read

To Daffodils

Fair Daffodils, we weep to see

You haste away so soon;
As yet the early-rising sun
Has not attain'd his noon.
Stay, stay,

For brainyquotes



The most beautiful things in the world cannot be seen or even touched, they must be felt with the heart. Helen Keller
Read more at: http://www.brainyquote.com/quotes/authors/h/helen_keller.html
The most beautiful things in the world cannot be seen or even touched, they must be felt with the heart. Helen Keller
Read more at: http://www.brainyquote.com/quotes/authors/h/helen_keller.html
he most beautiful things in the world cannot be seen or even touched, they must be felt with the heart. Helen Keller
Read more at: http://www.brainyquote.com/quotes/authors

Click For Brainy Quotes

Thursday, September 15, 2016

কসাই নির্মলেন্দু গুণ

    


একদিন এক বিজ্ঞ কসাই
ডেকে বললোঃ এই যে মশাই,
বলুন দেখি, পাঁঠা কেন
হিন্দুরা খায়,
গরু কেন মুসলিমে?
আমি বললামঃ  সে অনেক কথা,
ফ্রেশ করে তা লিখতে হবে
কর্ণফুলীর এক রীমে
কসাই শুনে মুচকি হাসেঃ
বেশ বলেছেন খাঁটি,
আমি কিন্তু একি ছোরায়
এই দুটোকেই কাটি
                    ফেইসবুকে আমি

Monday, May 23, 2016

ঠিক আছে - সুকুমার বড়ুয়া

          ঠিক আছে

     সুকুমার বড়ুয়া

 

 ঠিক আছে


অসময়ে মেহমান 

ঘরে ঢুকে বসে যান 

Friday, May 20, 2016

বিদ্রোহের গান - সুকান্ত ভট্টাচার্য


www.fb.com/jrliton77
   বিদ্রোহের গান

     সুকান্ত ভট্টাচার্য

বেজে উঠল কি সময়ের ঘড়ি?
এসো তবে আজ বিদ্রোহ করি,

প্রভাতী - কাজী নজরুল ইসলাম




Kazi Nazrul Islam 

        প্রভাতী

কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোলো 
খুকুমণি ওঠ রে!
ঐ ডাকে যুঁই-শাখে
ফুল-খুকি ছোটরে!

রবি মামা দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান
শোন ঐ, রামা হৈ!’
ত্যাজি নীড় করে ভিড়

ধূমকেতু - কাজী নজরুল ইসলাম


   Nazrul.jpg

       ধূমকেতু

  কাজী নজরুল ইসলাম

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
সাত— সাত শ’ নরক-জ্বালা জ্বলে মম ললাটে,
মম ধূম-কুণ্ডলী ক’রেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে!
আমি অশিব তিক্ত অভিশাপ,

পাপ - কাজী নজরুল ইসলাম


www.fb.com/jrliton77

          পাপ

  কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই!-
যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।
এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’ কে আছে পুরুষ-নারী?
আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!
তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল,
দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!

খুকি ও কাঠবিড়ালি - কাজী নজরুল ইসলাম




  www.fb.com/jrliton77

খুকি ও কাঠবিড়ালি

    কাজী নজরুল ইসলাম

কাঠবিড়ালি! কাঠবিড়ালি! পেয়ারা তুমি খাও?
গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও?

 বাতাবি-নেবু? লাউ?
বেড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও-
ডাইনি তুমি হোঁৎকা পেটুক,
খাও একা পাও যেথায় যেটুক!
বাতাবি-নেবু সকলগুলো
একলা খেলে ডুবিয়ে নুলো!
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও?


সাম্যবাদী - কাজী নজরুল ইসলাম


  www.fb.com/jrliton77

     সাম্যবাদী

  কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান।
গাহি সাম্যের গান!

খেয়া-পাড়ের তরণী - কাজী নজরুল ইসলাম


  www.fb.com/jrliton77

খেয়া-পাড়ের তরণী

    কাজী নজরুল ইসলাম

যাত্রীরা রাত্তিরে হ’তে এল খেয়া পার,
বজ্রেরি তুর্য্যে এ গর্জ্জেছে কে আবার ?
প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে
ঝঞ্ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে!

নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!