Monday, May 23, 2016

ঠিক আছে - সুকুমার বড়ুয়া

          ঠিক আছে

     সুকুমার বড়ুয়া

 

 ঠিক আছে


অসময়ে মেহমান 

ঘরে ঢুকে বসে যান 

Friday, May 20, 2016

বিদ্রোহের গান - সুকান্ত ভট্টাচার্য


www.fb.com/jrliton77
   বিদ্রোহের গান

     সুকান্ত ভট্টাচার্য

বেজে উঠল কি সময়ের ঘড়ি?
এসো তবে আজ বিদ্রোহ করি,

প্রভাতী - কাজী নজরুল ইসলাম




Kazi Nazrul Islam 

        প্রভাতী

কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোলো 
খুকুমণি ওঠ রে!
ঐ ডাকে যুঁই-শাখে
ফুল-খুকি ছোটরে!

রবি মামা দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান
শোন ঐ, রামা হৈ!’
ত্যাজি নীড় করে ভিড়

ধূমকেতু - কাজী নজরুল ইসলাম


   Nazrul.jpg

       ধূমকেতু

  কাজী নজরুল ইসলাম

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
সাত— সাত শ’ নরক-জ্বালা জ্বলে মম ললাটে,
মম ধূম-কুণ্ডলী ক’রেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে!
আমি অশিব তিক্ত অভিশাপ,

পাপ - কাজী নজরুল ইসলাম


www.fb.com/jrliton77

          পাপ

  কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই!-
যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।
এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’ কে আছে পুরুষ-নারী?
আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!
তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল,
দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!

খুকি ও কাঠবিড়ালি - কাজী নজরুল ইসলাম




  www.fb.com/jrliton77

খুকি ও কাঠবিড়ালি

    কাজী নজরুল ইসলাম

কাঠবিড়ালি! কাঠবিড়ালি! পেয়ারা তুমি খাও?
গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও?

 বাতাবি-নেবু? লাউ?
বেড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও-
ডাইনি তুমি হোঁৎকা পেটুক,
খাও একা পাও যেথায় যেটুক!
বাতাবি-নেবু সকলগুলো
একলা খেলে ডুবিয়ে নুলো!
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও?


সাম্যবাদী - কাজী নজরুল ইসলাম


  www.fb.com/jrliton77

     সাম্যবাদী

  কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান।
গাহি সাম্যের গান!

খেয়া-পাড়ের তরণী - কাজী নজরুল ইসলাম


  www.fb.com/jrliton77

খেয়া-পাড়ের তরণী

    কাজী নজরুল ইসলাম

যাত্রীরা রাত্তিরে হ’তে এল খেয়া পার,
বজ্রেরি তুর্য্যে এ গর্জ্জেছে কে আবার ?
প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে
ঝঞ্ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে!

নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!

১৪০০ সাল - কাজী নজরুল ইসলাম

www.fb.com/jrliton77




     ১৪০০ সাল

কাজী নজরুল ইসলাম

আজি হ’তে শত বর্ষ আগে
কে কবি, স্মরণ তুমি ক’রেছিলে আমাদেরে
শত আনুরাগে,
আজি হ’তে শত বর্ষ আগে।
ধেয়ানী গো, রহস্য-দুলাল।
উতারি’ ঘোমটাখানি তোমার আঁখির আগে

১৪০০ সাল - রবীন্দ্রনাথ ঠাকুর

                        www.fb.com/jrliton77                                       

 

    ১৪০০ সাল

রবীন্দ্রনাথ ঠাকুর

আজি হতে শতবর্ষ-পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতুহলভরে-

সর্বহারা - কাজী নজরুল ইসলাম


     সর্বহারা

কাজী নজরুল ইসলাম

ব্যথার সাতার-পানি-ঘেরা
চোরাবালির চর,
ওরে পাগল! কে বেঁধেছিস
সেই চরে তোর ঘর?
শূন্যে তড়িৎ দেয় ইশারা,
হাট তুলে দে সর্বহারা,
মেঘ-জননীর অশ্রুধারা

জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতা ও তার ইতিহাস

          Jibanananda Das border reoved.jpg
     বনলতা সেন

     জীবনানন্দ দাস

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে

সবুজের অভিযান - রবীন্দ্রনাথ ঠাকুর

 www.fb.com/jrliton77

সবুজের অভিযান


        রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্ত আলোর মদে মাতাল ভোরে

দেশের বাণী - কায়কোবাদ

www.fb.com/jrliton77

দেশের বাণী

কায়কোবাদ

কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?

এ দেশের লোক যারা,

সকলইতো গেছে মারা,

আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!

সে কথা ভাবিতে হায়

Sunday, May 15, 2016

( IPA ) Long Vowel Sounds - 5

www.fb.com/jrliton77


                                     VOWEL SOUNDS - 20
                                          MONOPHTHONGS - 12
                                Long Vowel Sounds - 5
IPA Symbols/
Sounds
Symbols
Typical
Bangla
Equivalent
     
             Examples

Meaning
 /   i:   /
 ঈ:
Sheep  /   ʃi:p   -  kxc&    /
‡fov
 /  ɑ:  /
  আ:
Guard  /  'ɡɑ:d -   Mv:W& /
cvnviv`vi
 /  ɔ:  /
  ও:
Warm / wɔ:m-   ও:ম&   /
 /  ɜ:  /
  A¨v:
Bird    /  'bɜ:d -  ev:W& / 
cvLx
 /  u:  /
  ঊ:
Tooth  /  'tu:θ   -  টূ:থ্&  /
`vuZ
 Hit On For The Next Post:
                                                             www.fb.com/jrliton77
                                                             www.somewhereinblog.net/jrliton77
                                         www.jrliton77.blogspot.com

( IPA ) Short Vowel Sounds - 7

www.fb.com/jrliton77



               VOWEL SOUNDS - 20
                    MONOPHTHONGS - 12
       Short Vowel Sounds - 7


   IPA Symbols/
Sounds
Symbols
Typical        Bangla
Equivalent
     
                 Examples

Meaning



  /  ɪ   /
    
 Ship     /  ʃɪp    -    wkc&      /
RvnvR
  /  e  /
    
 Bed       /  ƅed   -    ‡eW&       /
weQvbv
  /  æ  /
    G¨v
 Bad      /  ƅæd  -   e¨vW&      /
Lvivc
  /  ɒ  /
   
 Pot       /  'pɒt   -   'পট্        /
cvÎ
  /  ʌ  /
   
 Hut      /  hʌt     -   nvU&        /
Kzu‡oNi
  /  ʊ  /
   
 Put      /  'pʊt    -  'পুট্      /
 ivLv
  /  ə  /
       A¨v
 Again  /ə'geɪn -  A¨v '‡MBb  /
Avevi
Hit on for the next post:
                                       www.fb.com/jrliton77
                                       www.somewhereinblog.net/jrliton77
                                       www.jrliton77.blogspot.com