Sunday, May 15, 2016

অ্যা 'বাউঃদা ' ক্করেক্ট্ প্রনানসিয়েইশানাভ 'ইংলিশ অ্যা'লফাবেটস্।

 www.fb.com/jrliton77
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে  ইংরেজীর সঠিক প্রনানসিয়েইশান  নিয়ে সচেতন-বিজ্ঞ সমাজের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

প্রিয় সূধী,
We just know there are 26 letters in English Languages.That's call Alphabets. But do we know how it should be pronunced?

জ্বি, আমরা সবাই কিন্তু শুধু এই ইংরেজী বর্ণ গুলো নীজেদের মত করে বলতে শিখেছি। কিন্তু এগুলোর Correct ('ক্কারেক্ট) Pronunciation (প্রনানসিয়েইশান্ / উচ্চারণ) / ধ্বনি বা Sound কেমন হবে তা কিন্তু শিখি নাই। বলতে চাচ্ছি

আমাদের এতটা গুরুত্ব সহকারে শিখানো হয় নাই। আমাদের ধারণা, অামাদের দেশে প্রায় বিশ লক্ষ মানুষের মধ্যে একজন লোক ও পাওয়া যায়না যিনি ইংরেজী বর্ণের সঠিক উচ্চারণ/Sound/ ধ্বনি বা  Phonemes  সম্পর্কে ধারণা রাখেন। আর আমি তো আদৌ জানিনা। তাই জানার এই প্রাণপণ প্রচেষ্টা।

আর আমি মনে করি, এর জন্য অামাদের শিক্ষকদের কে দায়ী করাটা পুরোপুরি ঠিক হবেনা। কারণ আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি তখন দেখতাম আমার বাবা অাই মীন মাই ফেইভারিট্ টিচা(র) ইংরেজী বর্ণের সঠিক উচ্চারণের উপর কতই না জোরালো চাপ দিতেন।বন্ধনীর ভেতরকার লেখাটি তাদের উদ্দেশ্যে যারা বলেন অামাদের সময়ে Phonemes /(Sound)শিখানো হয় নাই। এটা কি সত্য? কারণ প্রাইমারী লেভলের বইগুলোতে Sound Symbol / Phonemes তখনও ছিল এখনও আছে। শুধু এগুলোর বিষদ ব্যাখ্যা ছিলনা। নীজেই তার প্রমান নিন। Academic Year 2012, অথবা তার পূর্বের Class One এর English For Today ( ইংলিশ ফ টাডেই) বইটি দেখেন)
এ্যানিউয়েই, যা বলছিলাম এর জন্য আমাদের  শিক্ষকদের দোষারোপ করব না। কারণ, আমার দৃষ্টিতে এর দায় বর্তাবে আমাদের দেশের তথাকথিত শিক্ষাক্রম,শিক্ষা ব্যবস্থা; এক কথায় অামাদের শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত সকল উপদেষ্টা,পণ্ডিত ও গবেষকদের উপর।
সর্বোপরি, তখনকার সময়ে হয়ত: শিক্ষকদেরকে এ ব্যাপারে প্রশিক্ষণ ও দেওয়া হতো না। তাই উপযুক্ত প্রশিক্ষণের অভাব ই এর জন্য মুলত: দায়ী বলে অামি মনে করি।
আর এখন পর্যন্ত বাংলাদেশের কোন শিক্ষক Phonemes/Sound Symbol এর উপর কোন পূর্ণাঙ্গ প্রশিক্ষণ পেয়েছেন কি?

ইট্সান ঔল্ড্ প্যৌস্ট ফ্রাম্ :
Sunday, April 01, 2012
http://jrliton77.blogspot.com/2012/04/blog-post_1.html


( ২০১৪ তে ইংরেজী বিষয়ের উপর দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে আমরা ৬দিনের যে প্রশিক্ষণ পেয়েছিলাম তাতে শেষ দিনে শেষ মুহুর্তে Phonetices  এর উপর অালোচনা হয়েছিল মেইবি ২০মিনিট। (?) ব্যাপারটি হাস্যকর নয়কি? ধন্যবাদ ঐ বিজ্ঞ ট্রেইনারকে । এ ব্যাপারে কিছু বলার ছিল কিন্তু নেগেটিভিটি এড়াতে আর বলা হলো না ।   জানিনা অবশিষ্ট ট্রেইনা:দের অবস্থা। তবে যদ্দুর মনে হয়  এ ব্যাপারে তেমন আলোচনা হয় না। কারণ, এখানে  ম্যানুয়েল অনুযায়ী প্রশিক্ষণ কার্য়ত্রম পরিচালনা করতে হয়। পাঠ দান কৌশল শিখানো ই যেখানে মূখ্য বিষয়।    জানিনা পৃথিবীর কোন  দেশে  প্রাইমারী বা এ্যালিমেন্ট্রি স্কুলের শিক্ষক দিয়েই  প্রাইমারী বা এ্যালিমেন্ট্রি স্কুলের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হয় কি না?


 ২০১০ এ ফ্যৌনিম্ স্ সম্পর্কে অন্য একটি আইডি থেকে কয়েকটি ‘প্যৌষ্ট দিয়েছিলাম। সময় পেলে ফেইসবুকের এ নতুন আইডিতে আরও কয়েকটি প্যৌস্ট দিব। :-(     )


অ্যানিউয়েই,
পূর্বের পৌস্টেই বলেছিলাম যে ইংরেজী আমরা নীজে জানি,নীজের মত করে বলতে পারি সেই ইংরেজী ই যখন কোন নেইটিভ্ স্পীকা:দের  মুখ থেকে বের হয় তখন আমরা বুঝিনা কেন? ইভ্‌ন্ আমাদের কথা ও ইংরেজরা বুঝেন না কেন? তা ই না?
আর এটা অসম্ভবের কিছুনা।   IPA  British English   এ মাত্র ৪৪ টা ধ্বনি বা Sound আছে।  এই পৌস্টটি মন দিয়ে পড়লে আপনি মাত্র একদিনে উল্লেখিত এই ধ্বনি বা Sound গুলো আয়ত্বে নিতে পারবেন বলে আমার বিশ্বাস।

পরবর্তি ’প্যৌস্টে এই ৪৪টি   Sound   SYMBOL    এই লিংকে    প্রকাশিত হবে আশাকরি।

এই ৪৪টা ধ্বনি বা Sound গুলোকে বলে Phonetics  বা   Phonemes .

সজ্ঞায়িত করলে:
Phonemes are the smallest functional,contrastive,linguistic unit which can bring about a change of meaning.
এই ৪৪টা ধ্বনি আই মীন এই Phonemes শিখলে আপনি যেমন শুদ্ধ উচ্চারণে নীজে ইংরেজী বলতে পারবেন, বিদেশীদের সাথে সঠিক উচ্চারণে,সাচ্ছ্যন্দে কথা বলতে পারবেন তেমনি অাপানার পরিবারের সদস্য, ভাই-বোন,নিজের ছেলে মেয়ে এক কথায় পরবর্তী প্রজন্মকে ও সঠিক উচ্চারনে ও জন্ম সুত্রে ইংরেজ বাচ্চাদের মত ইংরেজীতে কথা বলতে অভ্যস্থ করাতে সক্ষম হবেন।
সর্বোপরি, একজন সচেতন মানুষ হিসাবে অাপনার মাধ্যমে এটা শুরু হলে গোটা জাতি উপকৃত হবে তাতে কোন সন্দেহ নাই।

করণীয়:
First we should know there are two types of Phonemes. i.e:

★★★(A) Vowel  Sounds.   ( Vowel Sounds২০টি )

★★★(B) Consonant  Sounds.  ( Consonant Sounds ২৪টি )

★(A) Vowel Sounds are divided into two. i.e:

*(i) Monophthongs .  (এক স্বর বিশিষ্ট ১২টি)

 
*(ii) Dipthongs  .   (দ্বিস্বর বিশিষ্ট ৮টি)

Monophthongs are divided into two. i.e:

*(i) Long Vowel Sounds (৫টি)।
Long Vowel Sounds গুলোর সাথে : (কোলন) চিহ্ন থাকে,যাদের উচ্চারণ / প্রনানসিয়েইশন লম্বা হয়।
*(ii) Short Vowel Sounds (৭টি)।
                         ★★★......................★★★

★(B) Consonant Sounds are divided into two.i.e:
(i) Voiced
(ii) Voicedless.

নাউ ইউ নীডটু বাইয়া ডিকশনরী।
Now you need to buy a dictionary.

 
পশ্চিমবঙ্গ বাংলা অাকাডেমির 9th/
10th(Latest) Addition, Oxford English to English অথবা Oxford English to Bangla ডিকশনারিটি কিনতে পারেন।
(তবে এটাতেও যথেষ্ট ভুল অাছে)

(অামাদের উপজেলার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে Phonetics সংবলিত দুটি (বাংলা  অ্যাকাডেমীর কর্তৃক পরীক্ষীত) English to Bangla (  )  ও বাংলা টু ইংলিশ ডিকশনরী অাছে।
বাট ইট্সা ম্যাটারাভ্ রিগরেট্ দ্যাট দেয়া(র)জ ম্যানি রং ইন্ক্লুডিং ইন ব্যৌথ্ ডিকশনরীজ।)

এজা বাঙ্গালী English to Bangla ডিকশনারি টি কিনলে উপকৃত হবেন বলে অামার ধারনা।
Phonetics এর চার্ট টি পরবর্তী পৌস্টে পাবেন অাশাকরি।
যাদের IQ ভাল অামার বিশ্বাস মাত্র একদিনে এব্যাপারে পুরো ধারণা নিতে পারবেন।

                                                                 (  বানান ভুলের জন্য ক্ষমাপ্রার্থী  )
                                                                                     চলমান...............



NB: Alphabet এর সঠিক উচ্চারণ এর উপর লিখা পূর্বের এই প্যৌষ্টগুলো পড়লে বুঝতে পারবেন। হিট অন ইন নীড। বাট নীডটু কপি এন্ পেইস্ট্।

https://mobile.facebook.com/
story.php?story_
fbid=7790418321
83654&id=100002
335330654&ref=p
lugin&_ft_=top_level_post_id.7
79041832183654%
3Atl_objid.779041832183654


&

https://mobile.facebook.com/
story.php?story_
fbid=7788972621
98111&id=100002
335330654&refid
=17&ref=plugin&
_ft_=top_level_post_id.7788972
62198111:tl_o
bjid.7788972621
98111:thid.10
0002335330654%3
A30606112949941
4:2:1420099
200:145163519
9:-2371363800730807476
 


জাস্ নেভা: ফগেদ্দি ইম্মোটল্ ’উয়াডাভ্ রবীন্দ্রনাথ টগর ( ঠাকুর )।
Just Never Forget The Immortal Word Of Rabindranath Tagore:  “ আগে চাই মাতৃভাষার গাঁথুনি তারপর বিদেশী  ভাষার পত্তন। ’’   

                                                      ফেইসবুকে আমি

No comments:

Post a Comment