এক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা;
আমারা তোমাদের ভুলব না।
বাংলার স্বাধীনতা আনলে যারা;
আমারা তোমাদের ভুলব না।
এ কথা সত্যি যে বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছিল এক
সাগর রক্তের বিনিময়ে। আমরা জানি বাংলার স্বাধীনতার ইতিহাস কত করুণ, কত বৈচিত্রময়, কত
ঘটনাবহুল। স্বাধীনতার সেই রক্তঝরা দিনগুলো ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। প্রত্যেক
দেশের মানুষ যথাযোগ্য মর্যাদার সাথে নিজেদের দেশের স্বাধীনতা দিবস পালন করে থাকে। আর
দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার মাধ্যমেই স্বাধীনতার গুরুত্ব উপলব্দি হয়ে
থাকে। তাই দেশের দিন পঞ্জিকাতে স্বাধীনতা দিবসটি সবচেইতে গুরুত্বপূর্ণ।
সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করে এ দেশের জনগনের কাছে। ভারতবর্ষ দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাকিস্তান ও ভারত সৃষ্টি হয়। কিন্তু যে লক্ষ্যে পাকিস্তান শাসন কায়েম হয়েছিল পাকিস্তানি শাসক-গোষ্টির দুরভিসন্ধিমূলক আচরণে তা ব্যার্থ হয়ে যায়। পাকিস্তানের সংখ্যাগরিষ্ট অধিবাসী- বাঙ্গালীদের ভাগ্যে জুটে লাঞ্চনা, বঞ্চনা, আর নির্যাতন। পাকিস্তানের সেই স্বার্থপর শাসকচক্রের একচোখা নীতির প্রতি বাঙালিদের কোনদিনই সমর্থন ছিল না।