Friday, August 16, 2019

হবিগঞ্জ জেলা - Habiganj District

হবিগঞ্জ জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হবিগঞ্জ
জেলা
বাংলাদেশে হবিগঞ্জ জেলার অবস্থান
বাংলাদেশে হবিগঞ্জ জেলার অবস্থান
হবিগঞ্জ সিলেট বিভাগ-এ অবস্থিত
হবিগঞ্জ
হবিগঞ্জ
বাংলাদেশে হবিগঞ্জ জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২২′৩০″ উত্তর ৯১°২৫′০″ পূর্বস্থানাঙ্ক২৪°২২′৩০″ উত্তর ৯১°২৫′০″ পূর্ব | OSM মানচিত্র উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
আয়তন
 • মোট২৬৩৬.৫৮ কিমি(১০১৭.৯৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১৮,৩০,৫৫৮
 • জনঘনত্ব৬৯০/কিমি (১৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৩৩০–৩৩৭৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট Edit this at Wikidata
হবিগঞ্জ জেলা (সিলেটী:ꠢꠛꠤꠉꠘ꠆ꠎ) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৯৮৪ সালে হবিগঞ্জকে জেলায় রূপান্তর করা হয়। এর আগে ১৮৭৪ সাল থেকে
হবিগঞ্জ মহকুমা সিলেট জেলার
 অন্তর্ভুক্ত
ছিল।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

হবিগঞ্জ জেলা ২৩˚৫৭” হতে ২৪˚৪২” উত্তর অক্ষাংশ ও ৯১˚১০” হতে ৯১˚৪০” পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এবং আয়তনে ২,৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার।[২] হবিগঞ্জ জেলার উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার জেলা এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা

প্রশাসনিক এলাকাসমূহ[সম্পাদনা]

হবিগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত রয়েছে ৯টি উপজেলা, ৯টি থানা, ৬টি পৌরসভা, ৬৯৩টি ওয়ার্ড, ৭৭টি ইউনিয়ন পরিষদ, ১২৪১টি মৌজা এবং ২০৯৩টি গ্রাম।
হবিগঞ্জ জেলার উপজেলাসমূহ হলো-

ইতিহাস[সম্পাদনা]

চাকলাপুঞ্জী[সম্পাদনা]

প্রাগৈতিহাসিক প্রতিবেদনসমূহ হতে জানা যায় বাংলাদেশের অন্যান্য এলাকার সাথে লালমাই পাহাড় এবং সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম এবং মধুপুরের উচ্চতর এলাকাসমূহের সাথে যুক্ত ছিল। চাকলাপুঞ্জী চা বাগানের কাছে চান্দির মাজার নামক এলাকায় বালু নদী নামে পরিচিত একটি নদী পাড়ে প্রাপ্ত ঐতিহাসিক সরঞ্জাম যেমন জীবাশ্ম কাঠ, হস্তনির্মিত যুদ্ধাস্ত্র ইত্যাদি দৃষ্টে এখানে প্রাচিন মানবের বসবাস ছিল প্রমানিত হয়।

মুগলদের সাথে বারো ভূইয়াদের যুদ্ধ[সম্পাদনা]

১৫ শতকে সিলেটের জমিদার আনোয়ার খান এবং বানিয়াচংয়ের জমিদার হোসেন খান (বারো ভূইয়াদের দলভূক্ত) এর সাথে যুদ্ধ হয় মুঘল সেনাবাহিনীর, যা বাহরাস্থান-ই-গায়েবী গ্রন্থে উল্লেখ পাওয়া যায়।

পুটিজুরী দুর্গ[সম্পাদনা]

খাজা ওসমান (আফগান রাজা) বাকাই নগর দুর্গ ছেড়ে এসে গিরিপালের কাছে পুটিজুরী নামক আশ্রয় নেন। সেখানে তিনি গড়ে তোলেন একটি দুর্গ। যে প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে ছিল খুবই গুরুত্বপূর্ণ। খাজা ওসমানের ভাই দুর্গ ত্যাগ করলে মুগল সেনারা সে সুযোগ গ্রহণ করে খাজা ওসমানের সেনাদলকে বর্তমান মৌলভীবাজার জেলার দালাম্বপুর নামক স্থানে পরাজিত করে।

তেলিয়াপাড়ার যুদ্ধ[সম্পাদনা]

৪ এপ্রিল, ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উধ্বতন সেনা কর্মকর্তারা তেলিয়াপাড়ায় ২য় ইষ্ট বেঙ্গলের সদরদপ্তরে সমবেত হন। চা বাগান পরিবেষ্টিত পাহাড়ী এ অঞ্চলে জেনারেল এম এ জি ওসমানীলে: কর্ণেল আব্দুর রবলে: কর্ণেল সালাউদ্দিন মোহাম্মদ রেজামেজর কাজী নুরুজ্জামানমেজর খালেদ মোশাররফমেজর নুরুল ইসলামমেজর শাফায়াত জামিলমেজর মইনুল হোসাইন চৌধুরীসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন সেদিন। সেদিনের সভায় চারজন সিনিয়র অফিসারকে যুদ্ধকালীন কর্মক্ষেত্র ভাগ করে দেয়া হয়; সিলেট-বাহ্মণবাড়ীয়া এলাকায় মেজর শফিউল্লা, কুমিল্লা-নোয়াখালী এলাকায় মেজর খালেদ মোশাররফ, চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম এলাকায় মেজর জিয়াউর রহমান এবং কুষ্টিয়া-যশোর এলাকায় মেজর আবু ওসমান চৌধুরীকে যুদ্ধ পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়। এই সভাতেই মুক্তিবাহিনী সাংগঠনিক ভাবে পরিপুষ্ট হয়ে উঠে এবং জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্ব গ্রহণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠককে স্মরণ করে এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

হবিগঞ্জ এর সাক্ষরতার গড় হার ৪৫%। এখানে রয়েছে:
  • কলেজ - ১৬টি (১টি অনার্স কলেজ, ৩টি সরকারি কলেজ, ১১টি বেসরকারি কলেজ, ১টি পলিটেকনিক ইনস্টিটিউট,একটি মেডিকেল কলেজ),
  • বিদ্যালয় - ১১৯টি (৬টি সরকারী উচ্চ বিদ্যালয়, ৯৯টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, ১৪টি জুনিয়র বিদ্যালয়),
  • প্রাথমিক বিদ্যালয় - ১,৪৪৩টি প্রাথমিক বিদ্যালয় (৭৩২টি সরকারি, ৭১১টি বেসরকারি),
  • মাদ্রাসা - ৯৬টি
  • অস্থায়ী বিদ্যালয় - ৬টি।

কৃষি[সম্পাদনা]

  • প্রধান ফসলঃ ধান, চা, গম, আলু, পাট, চীনাবাদাম, তাম্বুল এবং তৈল বীজ।
  • চা বাগানঃ ২৪টি চা বাগান; মোট আয়তন ১৫,৭০৩.২৪ হেক্টর।
  • রবার বাগানঃ ৩টি - রুপাইছড়া-বাহুবল রাবার বাগান (১৯৮১); মোট ২,০০০ একর (৮.১ বর্গমাইল) আয়তনের এই বাগানের অর্ধেক হবিগঞ্জ জেলায় ও অবশিষ্ট অংশ পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার শ্রীমংগল উপজেলায় অবস্থিত। শাহজীবাজার-চুনারুঘাট রাবার বাগান (১৯৭৮); মোট আয়তন ২,০০৪ একর (৮.১১ বর্গ কিলোমিটার), সাতগাঁও রবার বাগান (১৯৭১), মোট আয়তন ২০০ একর (০.৮১ বর্গমিটার)।
  • প্রধান ফলঃ আম, কাঁঠাল, কলা, লিচু, নারকেল, পাতি লেবু, আনারস এবং কালোজাম।
  • মৎস্যচাষ এবং খামারঃ গরুর খামার ১৪৮টি, পোল্ট্রি ৭৩৯টি এবং ফিশারি ৬৩৮টি।

অর্থনীতি[সম্পাদনা]

শ্রমশক্তি
  • পেশা ভিত্তিক জনগোষ্ঠী - কৃষি ৪২.২৬%, কৃষি শ্রমিক ২০.৫৫%, অকৃষি শ্রমিক ৬.৪৫%, ব্যবসা ৮.২%, চাকরি ৪.৬৯%, শিল্প ১.৭%, মত্সজীবী ২.৭৩%, অন্যান্য ১৩.৪২%।
শিল্প
  • শিল্প-কারখানাঃ টেক্সটাইল মিল, সিরামিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত করন কারখানা, ছাতা কারখানা, আটা কল, চাল কল, আইস ফ্যাক্টরী, সাবান কারখানা, শুকনো মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, বিস্কুট ফ্যাক্টরী।
  • কুটির শিল্পঃ ওয়েভিং, বাঁশের কাজ, স্বর্ণকার, কর্মকার, কুমার, সেলাই এবং ওয়েল্ডিং।
খনিজ
  • প্রাপ্ত সম্পদঃ প্রাকৃতিক গ্যাস, সিলিকা বালি, খনিজ বালি।
  • গ্যাস ক্ষেত্রঃ ৩টি; রশিদপুর গ্যাস ক্ষেত্র (১৯৬০), বিবিয়ানা গ্যাস ক্ষেত্র (১৯৯৮) এবং হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র (১৯৬৩)। এই গ্যাস ক্ষেত্রগুলির আনুমানিক সর্বমোট মজুদ ৫.৫ ট্রিলিয়ন কিউবিক ফুট।
বাণিজ্য
  • রপ্তানী পন্যঃ ধান, মাছ, চিংড়ি, ব্যাঙ-এর পা, শুকনো মাছ, চা, পান পাতা, গুড়, রবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, তেল এবং টেক্সটাইল।
জেলার মাথাপিছু আয় ৩৪৯০ ডলার।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। এই অঞ্চলে বেশ কিছু শিল্প কারখানা গড়ে উঠেছে। এদের মধ্যে স্টার সিরামিকস, প্রাণ আর এফ এল ইত্যাদি উল্লেখযোগ্য।

কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]

চিত্তাকর্ষক স্থান[সম্পাদনা]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

পথ
  • পাকা রাস্তা - ৩২১ কিলোমিটার;
  • আধা-পাকা - ২০৫ কিলোমিটার এবং
  • কাচা রাস্তা - ১,৫৯২ কিলোমিটার;
  • রেলওয়ে - ১৭০ কিলোমিটার।
বাহন
  • ঐতিহ্যবাহী পরিবহনঃ পালকি, গয়না নৌকা এবং গরুর গাড়ী।

বিবিধ[সম্পাদনা]

হাট-বাজার এবং মেলা
  • হাট এবং বাজার - ১২৬টি;
  • মেলা - ২৩টি।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1.  বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে হবিগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2.  বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "ভৌগলিক-পরিচিতি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৩ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3.  বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "প্রখ্যাত ব্যক্তিত্ব"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. বহিঃসংযোগ[সম্পাদনা]







Habiganj District

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Habiganj

হবিগঞ্জ
ꠢꠛꠤꠉꠂꠘ꠆ꠎ
Location of Habiganj in Bangladesh
Location of Habiganj in Bangladesh
Country Bangladesh
DivisionSylhet Division
Area
 • Total2,636.59 km2 (1,017.99 sq mi)
Demonym(s)Habiganji, Hobigonji, Hobigoinji
Time zoneUTC+06:00 (BST)
Postal code
3330-3374
Websitewww.habiganj.gov.bd

Map of Taraf
Habiganj (Bengaliহবিগঞ্জSylhetiꠢꠛꠤꠉꠂꠘ꠆ꠎ), formerly known as Habibganj, which was named after its founder Syed Habib Ullah of Taraf kingdom, is a district of the Sylhet Division in the north-eastern part of Bangladesh. Between and thirteenth and early seventeenth centuries, Habiganj was part of the state of Nasirabad. At present, it is a district of Sylhet Division.[1][2]
With the passage of time, Habibganj turned into Habiganj. During the British Raj, Habiganj was established as a Thana (police precinct) in 1790, under Dhaka district (1779–1793). Until 1896, Habiganj's administrative centre was in Court Andar, Laskarpur. On 12 September 1874 it came under Sylhet district (part of Assam). Habiganj was declared as subdivision in 1867. On 7 April 1893, according to Notification #273 of Assam Provincial Government, Habiganj Thana (Administrative unit) was established. Habiganj was rejoined with East-Bengal (now Bangladesh) in 1911. Then the Office of the Circle Officer (Development) was established in 1960. On 1 March 1984 Habiganj was established as a District.[3] Sabina Alam is the Deputy Commissioner.[4]
At present Habiganj consists of 8 upazilas, 6 municipalities, 36 wards, 77 union parishads, 124 mahallas, 1241 mouzas and 2076 villages.[5]

History[edit]

Chaklapunji[edit]

All the reported prehistoric records of Bangladesh are associated with the Lalmai hills and the higher areas of Sylhet, Habiganj, and Chittagong and Madhupur tract. The prehistoric site of Chaklapunji tea garden, near Chandirmazar of Chunarughat. Habiganj has also revealed a significant number of prehistoric tools from the bed of a small ephemeral stream (water remains here only for a few hours after rainfall) known as Balu nadi (river). Angularity and freshness of the fossil wood artifacts suggest that they did not come from a great distance and probably came from nearby hillocks. Typologically, technologically, and morphometrically, the artifacts are more or less the same as those found in the Lalmai area. The Fossil wood assemblages of Lalmai and Chaklapunji can be classified into two groups:
  1. Pre-neolithic assemblages without polished tools (hand axes, cleavers, scrapers, chopping tools, points etc.);
  2. Neolithic assemblages (hand adzes, polished Celts, awls etc.).

Battle of Jilkua 1581 A.D[edit]

From the time of the conquest of Sylhet and Taraf by Muslim s in 1302-22 A .D ., to the time o f the annexation of the territory of Sylhet to the Mughal Empire in 1612 A.D . little is known with any certainty about this ruling power in the district, excepting that Amar Manikya (1577–86) king of Tripura raj while digging a tank in his capital called upon Syed Musa, son o f Syed Shah Mikail to contribute laborers. Syed Musa refused to accept this subordination and Tripurah claim. Tripura King attacked Taraf and a battle took place at Jilkua village to the south of Chunarghat in which Syed Musa and his son Bairam were taken prisoner in 1581 A.D . Syed Musa suffered imprisonment in Tripura capital but Syed Bairam was set free. By the middle of the 15th century, when all the divisions of the Laur territory were united under the headship of Baniachung house (now of Muslim faith) it seems the Muslim area of Taraf passed under the control of Baniachung, which now became very powerful to include in its territory, the whole of present Sunamganj and Habiganj subdivisions.

Battle of Bara Bhuiyans and Mughal[edit]

In Baniachang a battle occurred between Anwar Khan (the Zamindar of Sylhet) and Hussain Khan (Baro-Bhuyans of Baniachang) with the Mughal army in the 17th century, which can be found in the Bahrastan-i-Gayebi.

Fort of Putijuri[edit]

Khwaja Osman (Afghan king) left Bukai Nagar Fort and established a shelter at Putijuri on the foot of the Giripal. He also established a fort at Putijuri, which was extremely important for defense. The Mughal army took the advantage when Khwaja Osman's brother was absent from the fort, and finally defeated the Khwaja Osman's army at the village called Dhalamvapur, Maulvi Bazar District.[citation needed]

Indian National Congress[edit]

In the second session of the Congress held in Calcutta in 1886, the Indian National Congress was able to attract representatives from Habiganj District.[citation needed]

Liberation War of 1971[edit]

Habiganj is the historical place where the Mukti Bahini started their first guerrilla movement against oppression of Pakistani Army.[citation needed]

War at Teliapara Tea Garden[edit]

On 4 April 1971, during Bangladesh Liberation War the senior army officers assembled at the headquarters of 2nd East Bengal at Teliapara, a semi hilly area covered by tea gardens where General MAG Osmani, Lieutenant Colonel Abdur Rob, Lieutenant Colonel Salahuddin Mohammad Reja, Major Kazi Nuruzzaman, Major Khaled Mosharraf, Major Nurul Islam, Major Shafat Jamil, Major Mainul Hossain Chowdhury, and others were present.[citation needed]
At this meeting four senior commanders were entrusted with the responsibility of operational areas. Sylhet-Brahmanbaria area was placed under the command of Major Shafiullah, Comilla-Noakhali area was given to Major Khaled Mosharraf while Chittagong-Chittagong Hill Tracts was given to Major Ziaur Rahman and Kushtia-Jessore area was placed under command of Major Abu Osman Chowdhury. In the meeting the organization concept of the freedom fighter forces and the command structure were chalked out under the command of General MAG Osmani.[6]

War at Ajmiriganj[edit]

During the War of Liberation in 1971 an 18 hours direct encounter between the freedom-fighters and the Pakistani-army was held on 16 November 1971, in which freedom-fighter Jagatyoti and 11 villagers were killed by the Pakistani-army.[7][self-published source?]

Demography[edit]

As per district administration report[8] the total population is 2,089,001 of 926,531 male and 904,022 female (50.6% male and 49.4% female). Category by religion 80.23% Muslim, 19.12% Hindu, 0.05% Buddhist, 0.13% Christian and 0.47% others. Life Expectancy: 56 years both male and female. Age Breakdown: 42% (under 15); 26% (15-29); 16% (30-44); 9% (45-59); 5% (60 and 60+); and 2% (not known). Birth Rate: 33.0 per 1,000. Death Rate: 11.4 per 1,000. Population growth rate: 21.6 per 1,000. Infant Mortality Rate: 98.0 per 1,000 live births.
Over 98% of the population are Bengalis while the remainder are BiharisKhasiasMeiteis and Tripuris.
The Twipra or Tipperah are the original inhabitants of the state of Tripura. The Royal family of the Debbarma ruled the state of Tripura for more than 2,000 years till the kingdom was joined with the India in 1949.
The original Meitei homeland is Manipur, once a sovereign state and now the north-eastern state of India. In the early days, Manipur had different names such as Kangleipak, Kangkleipang, Kanglei, Meitrabak, and Mekhali. During the reign of Maharaj Garibniwaz (1709–1748), Meiteis arrived here. The Khasia is a Mongolite ethnic group. The Khasi descended to the Khasia hills and Jaintia hills from Cherrapunji and Shilong regions. They migrated to Habiganj from Assam where they arrived some 500 years ago.[citation needed]

Upazila[edit]


Upazilas of Habiganj
Habiganj District comprises nine Upazilas (sub-districts);

Geography[edit]

Habiganj is located at 24.3750°N 91.4167°E. Its area is 2,636.58 km² and bounded by Sunamganj District to the north, Tripura of India and Maulvibazar District to the east, Balaganj Upazila of Sylhet to the north-east, Brahmanbaria and Kishoreganj districts to the west.[5]
This part of Bangladesh is characterized by alluvial plains which are dissected by various connecting rivers as well as streams, lakes; and it is vulnerable to both flood and drought. The land is devoted mainly to agriculture due to its fertile alluvial soils.

Land[edit]

Cultivated agricultural land: 1,54,953 hectare (60.22% of the total agricultural land). Forestland 95 11,644 hectare (4.53% of the total land). For crops 51.6% single-crop, 38.7% double-crop and 9.7% triple-crop; fallow 521 hectares. Its rivers include Barak, Bheramahana, Gopala, Kalni, Kalishiri, Khowai, Korangi, Kushiara, Meghna River(lower), Ratna, Shwasanali, shutki, sonai, Korangi, Shutang, Tentulia, Jhingri, Bizna and Yojnal.

Economy[edit]

  • Tea Gardens: 24 covering total area 15,703.24 hectare.
  • Rubber gardens: 3 Rupaichhara-Bahubal (1981). Half of this garden is situated in Habiganj and the rests are in Shreemangal, total area 2,000 acres (8.1 km2). Shahjibazar-Chunarughat(1978) area 2,004 acres (8.11 km2), Shatgaon Rubber garden (1971) area 200 acres (0.81 km2).
Rashidpur gas field (1960), Bibiana gas field (1998) and Habiganj gas field (1963). The approximate stock of these gas fields is 5.5 Trillion Cubic Feet. Habiganj gas field lies in Madhabpur Upazila. This field was also discovered by Pakistan Shell Oil Company in 1963. The structure measures 12x5 square km with a vertical closure of 300 m which has a roughly sub-meridian axis tilted slightly eastward at the northern end. Total recoverable gas reserve of this field re-estimated by Hydrocarbon Unit is 3,852.30 billion cubic feet (1.09085×1011 m3). Commercial gas production from this field was commenced in 1968 and till 31 August 2006 total 1,364.474 billion cubic feet (3.86376×1010 m3) or 35.42 percent of reserves has been recovered.

Education[edit]

There are total 16 Colleges of which 1 (Honors) College, 3 Government colleges, 1 Polytechnic institute; 13 (further education) Colleges, 6 (government) and 99 (non-government) High Schools; 14 Junior Schools; 732 (government) and 711 (non-government) Primary Schools; 96 Madrasah; and 6 Satellite (temporary) Schools in this district. [8]

Literature and culture[edit]

Habigang is famous for folk Literature: Mahuya Sundari and Dhupar Path.
Local newspapers: Daily Habiganj Express, Daily Pravakar, Pratidener Bani, weekly Swadhikar, Swadeshbarta, Drishtikon, Daily Khowai, Habiganj Samachar, Janatar Dalil, Parikrama, fortnightly Prayas, The Daily Habiganjer Ayna and Mritika.
Defunct local newspapers: monthly Moitri (1909), weekly Projapati (1909), Sree Sree Sonar Gauranga (1329 BS), Palli Bani (1940), weekly Shahid (1948), weekly Jagaran (1955), monthly Avijatrik (1966).

Sports[edit]

The Habiganj Adhunik Stadium is the largest stadium in Habiganj. The 20,000-capacity venue is used for cricket and football.

Notable people[edit]

Archaeological heritage[edit]


Mazar Sharif of Syed Nasir Uddin, Murarband Darbar Sharif

Road Map of Murarband Darbar Sharif
  • Ancient Rajbari (1737–38) at Puranbagh, Baniachang
  • Bagala Matar Mandir, Habiganj
  • Baniachong village (the biggest village in Asia)
  • Bibir Dargah Mosque, Baniachang
  • Bithangal Akhra, Baniachang
  • Dorga-tila, Mira-tila and Tangee-tila, Nabiganj
  • Foltoli-tila and water fountain, Nabiganj
  • Jami Mosque, Bahubal
  • Kalibari, Habiganj Sadar
  • Kuri-tila, Black-stone and an Ancient Rajbari, Dinarpur, Nabiganj
  • Mashulia Akhra, Habiganj Sadar
  • Mosque of Uchail, built by Mojlishe Amin, habiganj by azaz
  • Murarbandar Dargah Sharif, Chunarughat
  • Hoojra Khana of Syed Nasir Uddin, Murarbandar Dargah Sharif, Chunarughat.[9]
  • Putijuri Jami Mosque, Bahubal
  • Ramakrishna Ashram, Habiganj Sadar
  • Rashidpur Tea Garden, Bahubal Upazila
  • Shagor Dighi, Baniachong
  • Shajeerbazar, Chunarughat
  • Sham-baoul Akhra and Doulotpur Akhra, Baniachang
  • War of Liberation Mass Grave, Nabiganj
  • War of Liberation Memorial Monument, Nabiganj

See also[edit]

References[edit]

  1. ^ "Archived copy". Archived from the original on 2016-09-13. Retrieved 2016-09-03.
  2. ^ Songbad, Daily Sylheter (17 November 2015). "প্রাচীন তরফ রাজ্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত" (in Bengali).
  3. ^ এক নজরে হবিগঞ্জ [Habiganj at a glance]. Habiganj District (in Bengali). Bangladesh National Portal.
  4. ^ জেলা প্রশাসকের প্রোফাইল [DC Profile]. Habiganj District (in Bengali). Bangladesh National Portal.
  5. Jump up to:a b Jayanta Sing Roy (2012). "Habiganj District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  6. ^ "Attack on Kalachara"Victory Day Special. The Daily Star. Archived from the original on 2009-11-16. Retrieved 2009-11-16.
  7. ^ "History of Habiganj"My Habiganj. Archived from the original on 2009-12-14. Retrieved 2009-11-15.
  8. Jump up to:a b [1][dead link]
  9. ^ "মুড়ারবন্দ তরফ রাজ্যের প্রথম রাজধানী ও সৈয়দ বংশের উৎসস্থল"Shaistaganj.com. Retrieved 2016-11-08.

1 comment: