খোদার প্রেমের শারাব পিয়ে
কাজী নজরুল ইসলাম
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ, এল যে এই পথ ধরে।।
দুনিয়াদারীর শেষে আমার,নামাজ রোজার বদলাতে।
চাইনা বেহেশত খোদার কাছে, নিত্য মোনাজাত করে।।
কায়েছ যেমন লায়লী লাগি,লভিল মজনু খেতাব।
ফরহাদ যেমন শিরীর প্রেমে,হল দেওয়ানা বেতাব।
বে-খোদিতে মশগুল আমি,তেমনি মোর খোদার তরে।।
পুড়ে মরার ভয় না রাখে,পতঙ্গ আগুনে ধায়।
সিন্ধুতে মেটেনা তৃষ্ঞা,চাতক বারি বিন্দু চায়।
চকোর চাতে চাঁদের সূধা,চাঁদ সে আসমানেকোথায়।
সুরুজ থাকে কোন সুদূরে,সূর্যমুখী তারেই চায়।
তেমনি আমি চাহি খোদায়,চাহিনা হিসাব করে।।
ফেইসবুকে আমি
No comments:
Post a Comment