Sunday, March 15, 2015

Lets Know The Correct Pronunciation Of English Alphabet

 www.fb.com/jrliton77
ভুল জানার চেয়ে ভুলের মধ্যে বাস করাটা কী বড়
অপরাধ নয়?

ইংরেজী Alphabet এর সঠিক উচ্চারণ নিয়ে অামার
এই ক্ষুদ্র প্রয়াস। চলেন দেখি অামরা কে কিভাবে ইংরেজী বর্ণগুলো উচ্চারণ করি।
এ্যানিওয়েই,তার অাগে একটা প্রশ্ন রইল,  বলেনতো দেখি,
যে ইংরেজি আমরা নিজে জানি, নিজের মত
করে বলতে ও পারি,সেই ইংরেজি ই যখন কোন
ইংরেজের মুখ থেকে বের হয়,তখন
অামরা বুিঝনা কেন? ইভন্,অামাদের কথাও
ইংরেজরা বুঝেননা কেন?
সমস্যাটা হল অামাদের Listening Skill এর
দুর্বলতা। তাই,ইহাকে গুড়ায় গলদ
বললে ও অত্যুক্তি হবেনা অাশা করি।
নিম্নে প্রদত্ত কয়েকটি বর্ণের উচচারণের সাথে
মিলিয়ে নিন অাপনারটাও।
Lets Match.......  লেস ম্যাছ ......

A  - এই,

B  - বিই/বী

J  - 'জ্বেই,

K  - 'ক্বেই,

O - অ্যৌ/ঔ, 

Q  -  'ক্বিউ,

R - আ(র)

W -  ডাবল্ইউ।


                        In Facebook


  Etc :

            বাবা

ছেলেটি তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বাড়ির পথ ধরেছে
অর্ধেক পথ যেতেই বউয়ের ফোন - ' এই শোনো আবার তুমি
বৃদ্ধাশ্রমে যাও জন্মদিনবিয়েবার্ষিকীনববর্ষ কিংবা
পুজোতেও যেন তোমার বাবা বাড়ি না আসেসে জন্য
বৃদ্ধাশ্রমের মালিককে কড়া ভাবে বলে আসো'
স্ত্রীর নির্দেশ শিরোধার্য মেনে ছেলেটি আবার
বৃদ্ধাশ্রমের পথ ধরলো বৃদ্ধাশ্রমের গেটে পৌছাতেই
ছেলেটির চক্ষু চড়কগাছ
দেখল - তার বাবা বেশ হাসিখুশিতে বৃদ্ধাশ্রমের মালিকের
সাথে আড্ডায় মশগুল
ছেলেটি অাড়ালে অপেক্ষা করলো এক পর্যায়ে বাবা তার
কক্ষে গেল ছেলেটি ধীরপায়ে বৃদ্ধাশ্রমের মালিকের
কাছে গেল মালিককে জিজ্ঞেস করলো, ' আপনি কি আমার
বাবাকে আগে থেকে চিনতেন'
মালিক বললেন, ' তোমার বাবাকে চল্লিশ বছর ধরে চিনি '
ছেলেটি জিজ্ঞেস করলো - কি করে
বৃদ্ধাশ্রমের মালিক জানালেন, ' তোমার বাবা খুব ভালো
মানুষ তার মন খুব উদার আজ থেকে চল্লিশ বছর আগে এই
অনাথ আশ্রম থেকে এক অনাথ শিশুকে ' মানুষ ' করার জন্য
নিয়ে গিয়েছিলেন আমার যদি ভুল না হয়ে থাকেতবে সেই
অনাথ শিশুটি আজকের তুমি

টাইটানিক ও অবতার নির্মাতা জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। পৃথিবীর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে রোববার তিনি এ রেকর্ড গড়েন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

জানা গেছে, প্রশান্ত মহাসাগরের গুয়ামের দক্ষিণ পশ্চিমের ৩৫ হাজার ৭৫৬ ফিট গভীরে ‘দ্যা চ্যালেঞ্জার ডিপ’-এ অনুসন্ধান চালান ক্যামেরন।

তিনি সন্ধ্যা ৭টার দিকে মহাসাগরের ভূতল স্পর্শ করেন বলে সিনহুয়া নিশ্চিত করে।

পৃথিবীর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে ক্যামেরন বলেন, ‘অল সিস্টেমস ওকে।’

মহাসাগরের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছানোর এক ঘণ্টা পর তিনি বলেন, ‘তলানিতে ঠেকে কখনো এতো ভালো লাগেনি। আমি কী দেখি তা জানার জন্য আপনারা কী অপেক্ষা করতে পারেন?’


সাত বছরের প্রস্তুতির পর টর্পেডো আকৃতির বাহন ‘ডিপ সি চ্যালেঞ্জার’-এ করে মহাসাগরের গভীরতম বিন্দুতে পৌঁছালেন ৫৭ বছর বয়সী ক্যামেরন। সেখানে ছয় ঘণ্টা অবস্থান করেন তিনি।
01/04/2012

                                   Internet ও Digital যুগের কিছু আবিস্কার:

 ১। Internet কবে আবিষ্কৃত হয় 1969 সালে। 
২। Email কবে আবিষ্কৃত হয়1971 সালে।
 ৩। Hotmail কত সালে আবিষ্কৃত হয়1996 সালে। 
৪। Google কত সালে আবিষ্কৃত হয়1998 সালে। 
৫। Facebook কবে আবিষ্কৃত হয় 2004 সালে। 
৬। Youtube কত সালে আবিষ্কৃত হয়2005 সালে। 
৭। Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে। 
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় . ১৯৬৯সালে 
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।
 ১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে। 
১১। বাংলাদেশে 3g চালু হয় 14 OCTOBER, 2012 
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে 
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়। 
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন মহিষের 
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম
 ১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম অসবর্ন-১
 ১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায় 
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় ::২৮ফে:২০১৩ 
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ এর নাম দোয়েল
 ২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে২১ ফ্রেব্রু:২০১৩
 ২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল, ২০১৩ 
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009, Banglalion
 ২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
 ২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল। 
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী, ১৯৯০। 
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় ১৯৯২ সালে। 
২৭। প্রথম ডিজিটাল জেলা যশোর 
২৮। প্রথম ওয়াই ফাই নগরী সিলেট 
২৯। সাইবার সিটি সিলেট 
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর,রংপুর।

No comments:

Post a Comment