Saturday, May 25, 2019

নামাজ পড়ার নিয়মসমূহ... Rules Of Praying Salah...


                                      নামাজ পড়ার নিয়মসমূহ

প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাযের দোয়া পড়তে হবে। এর পর নিয়ত করতে হবে।

জায়নামাযের দোয়া :   اِنِّئْ وَجَّهْتُ وَجْهِئَ لِلَّذِئْ فَطَرَالسَّمَوَاتِ وَالْاَرْضَ حَنِيْفًا وَّمَا اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ

উচ্চারণ : ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাসসামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফাও ওয়ামা আনা মিনালমুশরিকীন।

অর্থ : নিশ্চয়ই আমি তাঁর দিকে মুখ করলাম। যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, বস্তুত আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
Surely I turned to him. Who created the heavens and the earth, and I am not of the idolaters.    

             

নিয়্যত : কোন নামায পড়ার ইচ্ছা করার নাম হলো নিয়্যত। আমরা যে নামায পড়বো সে সম্পর্কে মনে মনে স্থির করার পরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামায শুরু করতে হবে। যেমন-আমি ফযরের দুই রাকাত সুন্নাত নামায কেবলামুখী হয়ে পড়ছি। কেউ কেউ ইচ্ছা করলে আরবীতেও নিয়্যত করতে পারেন।

দুই রাকা’আত নামায হলে رَكْعَتَئ “রাকা’আতাই”, তিন রাকা’আত নামায হলে رَكْعَتَئ ‘রাকা’আতাই’-এর স্থলে ثلَاثَ رَكْعَاتِ‘‘ছালাছা রাক’আতি’’ এবং ৪ রাকাত হলে اَرْبَعْئَ رَكْعَاتِ “আরবা রাক‘আতি” বলতে হবে।


ফজর اَلْفَجْرِ – এর স্থলে যে ওয়াক্ত বা যে নামায পড়বে সে নাম বলতে হবে। যেমন-যোহর হলে যোহর, আছর হলে আছর, মাগরেব হলে মাগরেব, এশা হলে এশা বলতে হবে। আর নামায ফরয হলে সুন্নাতি রাসূলিল্লাহি (رَسُوْل ِاللهِ سُنَّةِ) এর স্থলে ফারদুল্লাহি (فَرْضُ اللهِ) ওয়াজিব হলে ওয়াজিবুল্লাহি (وَاجٍبُ اللهِ) বলতে হবে।



(১) ফজরের নামাজ

ক) ফজরের ২ রাকাত সুন্নত নামাজের নিয়ত

বাংলায় : নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্ বার।

খ)ফজরের ২ রাকাত ফরজ নামাজের নিয়ত (বাংলায়) :

নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্ বার।

**২. ইমামের পিছনে নামায পড়িতে হলে : / নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা এক্তাদাইতু বিহা-যাল ইমামি মুতা ওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্ বার। /

Tuesday, May 07, 2019

Subir Nandi! Renowned and stellar musician in the music world is no more :-( :-( :-(

সুবীর নন্দী!

প্রখ্যাত সুর সম্রাট এবং সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ৬৬ বছর বয়সে খসে পড়লেন সিংগাপুর জেনারেল হাসপাতালে। চলে গেলেন না ফেরার দেশে।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদ প্রাপ্ত ও পাঁচ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত এই কন্ঠশিল্পি ১৯ নভেম্বর ১৯৫৩ সালে জন্ম গ্রহন করেছিলেন হবিগঞ্জ জেলার অন্তর্গত এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং এ। উনার অকাল মৃত্যুতে আমরা বানিয়াচংবাসী সমগ্র দেশবাসীর সাথে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। উনার বিদেহী আত্নার শান্তি কামনা করছি, সমবেদনা জ্ঞাপন করছি উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি।


Let’s have a look

Subir Nandi!

Renowned and stellar musician in the music world. Breathed his last at the age of 66, at the General Hospital in Singapore. He is no more. He has got second the highest civilian award of Bangladesh, the Ekushey Padak, as well as got five times the National Film Award. This renowned singer was born on November 19, 1953, at Baniachang, Habigonj, which is the largest village in Asia. We, the inhabitants of Baniyachong along with the people all over the country   are deeply mourn and shocked at his sudden death. We pray for his departed soul, and conveyed condolences to his grief-stricken family.