Saturday, May 19, 2012
First Bangladeshi woman scales Everest / এভারেস্টে প্রথম বাংলাদেশি নারী
প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এভারেস্ট চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।
এ সময় তার সঙ্গে ছিলেন আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিত, যিনি এর আগেও একবার এভারেস্ট জয় করেছিলেন। তারা দুই জনই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য।
বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম আল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেরপার কাছ থেকে জানতে পেরেছি, সকাল সাড়ে ৯টায় নিশাত মজুমদার এম এ মুহিতের সঙ্গে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।”
ভাইয়ের দ্বিতীয় দফা এভারেস্ট জয়ের খবরে উল্লসিত মুহিতের বোন সাংবাদিক রাবেয়া বেবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের সঙ্গে এখনো ভাইয়ার যোগাযোগ না হলেও বিএমটিসি’র পক্ষ থেকে সকালে তাদের এভারেস্ট জয়ের খবর দেওয়া হয়েছে। আমাদের পরিবারের প্রত্যেকেই খুবই খুশি, আমরা ভাইয়ার জন্য গর্বিত।”
সুস্থ দেহে মুহিত দেশে ফিরে আসবেন এমনটি প্রত্যাশা করছেন ইত্তেফাকের এই স্টাফ রিপোর্টার রাবেয়া।
প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের এভারেস্ট চূড়ায় আরোহণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছেন।
ব্যবসায়ী বাবা আবদুল মান্নান মজুমদার ও গৃহিণী মা আশুরা মজুমদারের চার সন্তানের মধ্যে নিশাত দ্বিতীয়। তার জন্ম ১৯৮১ সালে লক্ষ্মীপুরে। থাকেন ঢাকার পান্থপথে ভাড়া বাসায়।
নিশাত মজুমদার ফার্মগেটের বটমূলী হোম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
বর্তমানে নিশাত ঢাকা ওয়াসায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত।
Nishat Mazumder has climbed to the fearsome and unforgiving peak of Mount Everest, the world's tallest mountain at more than five miles high, as the first Bangladeshi woman.
She ascended to Everest's 8,850-meter-high (29,035-foot-high) summit from the northern side of the mountain in Nepal on Saturday morning with M A Mohit, the second Bangladeshi to have conquered the Everest.
An accountant by profession, Mazumder was accompanied by Mohit, a veteran climber who made it to the top of Everest, Manaslu and Cho-Oyu-3 summits higher than 8,000 metres.
"We found out from her Sherpa that Nishat and M A Mohit have made it to the top around 9:30am," Bangla Mountaineering and Trekking Club founder Inam Al Haque told bdnews24.com on Saturday.
Both Mazumder and Mohit are members of the club.
Prime Minister Sheikh Hasina has congratulated Mazumder on her success.
Mazumder, the second child of her parents, was also the first Bangladeshi woman to have conquered three Himalayan peaks higher than 6,000 metres. She conquered Himalaya's Mera Peak (6,653.78 metres) in 2007, Singchuli Peak (6,501 metres) in 2008 and Makalu Peak (8,493.3 metres) in 2009.
Born in Laxmipur, Mazumder completed her secondary education at Bottomley Home Girls High School and higher secondary education at Shahid Anwar Girls College. She did her bachelors and masters in accounting from Dhaka City College and currently works for Dhaka WASA.
Mazumder dedicated her ascent to Plan International's 'Because I am a Girl' campaign. NGO Plan Bangladesh co-sponsored her expedition that began on Apr 9.
Musa Ibrahim, member of Bangladesh's North Alpine Club, was the first Bangladeshi to have conquered the Everest on May 22, 2010.
Weather conditions on the mountain have been challenging this year, prompting several expeditions to cancel their plans to try to reach the summit.
May is considered the best month to climb Everest, when climbers get about two windows of good weather for their bid for the summit.
'Because I am a girl'
When Plan Bangladesh launches its 'Because I am a Girl' campaign this October they plan to urge everyone to raise their hands, 'Hands Up!' they call it, in support of women's empowerment.
Nishat Mazumder, their champion, will have already raised her hand on top of the Everest. "Now that has got to be the highest raised hand in the world, right? You couldn't get any higher than the Everest," said Nova Shams, Plan's spokesperson in Dhaka.
Given her unprecedented feat as a Bangladeshi woman, Mazumder will naturally feature prominently in the campaign that will be launched on the global Girl Child Day on Oct 11 globally.
"And this ties in really well with our theme," Shams told bdnews24.com She has shown that woman too can overcome daunting odds with the family support and mental resolve. /
বাংলাদেশের এই প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত ২০০৩ সালে এভারেস্ট বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া (৩,১৭২ ফুট) কেওক্রাডং জয় করেন।
২০০৬ সালের মার্চে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিএমটিসি আয়োজিত বাংলাদেশের নারী অভিযাত্রী দলের সঙ্গে ফের কেওক্রাডং চূড়ায় ওঠেন তিনি। একই বছরের সেপ্টেম্বরে বিএমটিসি আয়োজিত নারী অভিযাত্রী দলের সঙ্গে তিনি এভারেস্ট বেস ক্যাম্প (১৭ হাজার ৫০০ ফুট উচ্চতা) ট্র্যাকিংয়ে অংশ নেন।
এরপর ২০০৭ সালের মে মাসে বিএমটিসির অর্থায়নে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়ে ২০০৭ সালের সেপ্টেম্বরে হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (২১ হাজার ৮৩০ ফুট) জয় করেন নিশাত মজুমদার।
এভারেস্ট অভিযানের প্রস্তুতি হিসেবে পরের বছরের মে মাসে হিমালয়ের সিঙ্গুচুলি পর্বতশৃঙ্গে (২১ হাজার ৩২৮ ফুট) ওঠেন। একই বছরের সেপ্টেম্বরে তিনি ভারতের উত্তর কাশীর গঙ্গোত্রী হিমালয়ের গঙ্গোত্রী-১ পর্বতশৃঙ্গে (২১ হাজার ফুট) বাংলাদেশ-ভারত যৌথ অভিযানে অংশ নেন। নিশাত ২০০৯ সালের এপ্রিলে পৃথিবীর ৫ম উচ্চতম শৃঙ্গ মাকালুতে (২৭ হাজার ৮৬৫ ফুট) ভারত-বাংলাদেশ যৌথ অভিযানে অংশ নেন। গতবছরের অক্টোবরে বিএমটিসি আয়োজিত হিমালয়ের চেকিগো নামের একটি শৃঙ্গেও সফল অভিযানে যান নিশাত।
এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন এম এ মুহিত।
Friday, May 18, 2012
যদি আমি ঝরে যাইএকদিন - জীবনানন্দ দাশ
যদি আমি ঝরে যাইএকদিন
জীবনানন্দ দাশ
যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়; যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে-ক্ষেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালীচাপাঁর নীড়ে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে-
Saturday, May 12, 2012
A mother is a person who seeing there are only four pieces of pie for five people, promptly announces she never did care for pie. ~ Tenneva Jordan
Being a full-time mother is one of the highest salaried jobs in my field, since the payment is pure love. ~ Mildred B. Vermont
A suburban mother’s role is to deliver children obstetrically once, and by car forever after. ~ Peter De Vries
The phrase "working mother" is redundant. ~ Jane Sellman
The moment a child is born, the mother is also born. She never existed before. The woman existed, but the mother, never. A mother is something absolutely new. ~ Rajneesh
If the whole world were put into one scale, and my mother in the other, the whole world would kick the beam. ~ Lord Langdale (Henry Bickersteth)
I remember my mother’s prayers and they have always followed me. They have clung to me all my life. ~ Abraham Lincoln
Some mothers are kissing mothers and some are scolding mothers, but it is love just the same, and most mothers kiss and scold together. ~ Pearl S. Buck
If you have a mom, there is nowhere you are likely to go where a prayer has not already been. ~ Robert Brault
A Freudian slip is when you say one thing but mean your mother. ~ Author Unknown
Team Tigers
Sweater, n.: garment worn by child when its mother is feeling chilly. ~ Ambrose Bierce
Women’s Liberation is just a lot of foolishness. It’s the men who are discriminated against. They can’t bear children. And no one’s likely to do anything about that. ~ Golda Meir
The real religion of the world comes from women much more than from men – from mothers most of all, who carry the key of our souls in their bosoms. ~ Oliver Wendell Holmes
The heart of a mother is a deep abyss at the bottom of which you will always find forgiveness. ~ Honoré de Balzac
All women become like their mothers. That is their tragedy. No man does. That’s his. ~ Oscar Wilde,
He is a poor son whose sonship does not make him desire to serve all men’s mothers. ~ Harry Emerson Fosdick
Thou art thy mother’s glass, and she in thee
Calls back the lovely April of her prime.
~ William Shakespeare
An ounce of mother is worth a pound of clergy. ~ Spanish Proverb
She never quite leaves her children at home, even when she doesn’t take them along. ~ Margaret Culkin Banning
When you are a mother, you are never really alone in your thoughts. A mother always has to think twice, once for herself and once for her child. ~ Sophia Loren,
If evolution really works, how come mothers only have two hands? ~ Milton Berle
Motherhood is priced
Of God, at price no man may dare
To lessen or misunderstand.
~ Helen Hunt Jackson
Mothers are fonder than fathers of their children because they are more certain they are their own. ~ Aristotle
Women are aristocrats, and it is always the mother who makes us feel that we belong to the better sort. ~ John Lancaster Spalding
Motherhood has a very humanizing effect. Everything gets reduced to essentials. ~ Meryl Streep
The sweetest sounds to mortals given
Are heard in Mother, Home, and Heaven.
~ William Goldsmith Brown
What are Raphael’s Madonnas but the shadow of a mother’s love, fixed in permanent outline forever? ~ Thomas Wentworth Higginson
My mom is a neverending song in my heart of comfort, happiness, and being. I may sometimes forget the words but I always remember the tune. ~ Graycie Harmon
The formative period for building character for eternity is in the nursery. The mother is queen of that realm and sways a scepter more potent than that of kings or priests. ~ Author Unknown
Mother love is the fuel that enables a normal human being to do the impossible. ~ Marion C. Garretty, quoted in
পুরাতন ভৃত্য - রবীন্দ্রনাথ ঠাকুর
পুরাতন ভৃত্য
রবীন্দ্রনাথ ঠাকুর
যা-কিছু হারায়, গিন্নি বলেন, ‘কেষ্টা বেটাই চোর’।
উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে।
যত পায় বেত না পায় বেতন, তবু না চেতনমানে।
বড়ো প্রয়োজন, ডাকি প্রাণপণ চীত্কার করি কেষ্টা-
Monday, May 07, 2012
স্বপ্নের হাত - জীবনানন্দ দাশ
স্বপ্নের হাত
জীবনানন্দ দাশ
পৃথিবীর বাধা — এই দেহের ব্যাঘাতে হৃদয়ে বেদনা জমে — স্বপনের হাতে আমি তাই আমারে তুলিয়া দিতে চাই। যেই সব ছায়া এসে পড়ে দিনের রাতের ঢেউয়ে — তাহাদের তরে
দুর্মর - সুকান্ত ভট্টাচার্য
দুর্মর
সুকান্ত ভট্টাচার্য
হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে।হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার দান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ।
“হয় দান নয় প্রাণ” এ শব্দে সারা দেশ দিশাহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা।
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়ঃ জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।
এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো, রক্তে রঙিন দান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ।।
www.fb.com/jrliton77
Sunday, May 06, 2012
তাহারেই পড়ে মনে - বেগম সুফিয়া কামাল
তাহারেই পড়ে মনে
বেগম সুফিয়া কামাল
“হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়,বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-
“দখিন দুয়ার গেছে খুলি?
বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”
“এখনো দেখনি তুমি?” কহিলাম “কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?” কহিল সে সুদূরে চাহিয়া-
Saturday, May 05, 2012
বন্ধুর অভাব নাই এই ফেসবুক দুনিয়ায়…!!
Collected
বন্ধুর অভাব নাই এই ফেসবুক দুনিয়ায়…!!
কিন্তু অধিকাংশই অপরিচিত বন্ধু থাকে। এদের একেক জনের আচরণ একেক রকম। এই বন্ধুদের প্রকারভেদ নিম্নরূপ :~ পরিচিত বন্ধুঃ যেসব বন্ধুদের সাথে ফেসবুকের বাইরেও যোগাযোগ থাকে তারাই পরিচিত বন্ধু। বন্ধু হিসেবে এরা অগ্রাধিকার প্রাপ্ত। এদের স্ট্যাটাসে লাইক কমেন্ট করার প্রবণতাও বেশী থাকে (যদি নিজেদের মধ্যে ভাব নেয়ার প্রতিযোগীতা না থাকে) !! কিঞ্চিত পরিচিত বন্ধুঃ এদের সাথে কোন জনমে হয়তো পথে ঘাটে দেখা হয়ে থাকে। হয়তো বাসে বসে ফেসবুক চালাচ্ছেন অথবা কোন অপরিচিত আড্ডায় আপনার পাশে বসা মানুষটির সাথে আইডি শেয়ার
বন্ধুর অভাব নাই এই ফেসবুক দুনিয়ায়…!!
কিন্তু অধিকাংশই অপরিচিত বন্ধু থাকে। এদের একেক জনের আচরণ একেক রকম। এই বন্ধুদের প্রকারভেদ নিম্নরূপ :~ পরিচিত বন্ধুঃ যেসব বন্ধুদের সাথে ফেসবুকের বাইরেও যোগাযোগ থাকে তারাই পরিচিত বন্ধু। বন্ধু হিসেবে এরা অগ্রাধিকার প্রাপ্ত। এদের স্ট্যাটাসে লাইক কমেন্ট করার প্রবণতাও বেশী থাকে (যদি নিজেদের মধ্যে ভাব নেয়ার প্রতিযোগীতা না থাকে) !! কিঞ্চিত পরিচিত বন্ধুঃ এদের সাথে কোন জনমে হয়তো পথে ঘাটে দেখা হয়ে থাকে। হয়তো বাসে বসে ফেসবুক চালাচ্ছেন অথবা কোন অপরিচিত আড্ডায় আপনার পাশে বসা মানুষটির সাথে আইডি শেয়ার
All great feminists are atheists/ No Country for Women. Realy Taslima,u r a Devil :D
‘The church is a terrible engine of oppression, especially as concerns women.’–Elizabeth Cady Stanton
‘I have endeavored to dissipate these religious superstitions from the minds of women, and base their faith on science and reason, where I found for myself at last that peace and comfort I could never find in the Bible and the church…The less they believe, the better for their own happiness and development…
For fifty years the women of this nation have tried to dam up this deadly stream that poisons all their lives, but thus far they have lacked the insight or courage to follow it back to its source and there strike the blow at the fountain of all tyranny, religious superstition, priestly power, and the cannon law.’ –Elizabeth Cady Stanton
”We would be 1,500 years ahead if it hadn’t been for the church dragging science back by its coattails and burning our best mids at the stake.”–Catherine Fahringer
”The tragedy is that every brain cell devoted to belief in the supernatural is a brain cell one cannot use to make life richer or easier or happier.” –Kay Nolte Smith
”It is impossible to exaggerate the evil work theology has done in the world.”–Lydia Maria Child
”There is yet another consideration which is fatal to the Christian religion, and that is its persecuting spirit. It calls in the aid of Ecclesiastical and civil laws, and the iron hand of custom to condemn, and if possible to punish those who may express different opinions to its own…Perish the cause which has no more rational argument in its favour than that which the stake or prison can supply.” — Emma Martin
”Christianity is an insult to the wisdom of the nineteenth century. To place before its progress and development a leader, ruler, king, saviour, god, whose knowledge was less than a modern five year old school girl, is an outrage upon humanity.”–Ella E. Gibson
”Possessing no proof of its (God’s) existence, the church has ever fostered unintelligent belief. To doubt her “unverified” assertion has even been declared an unpardonable sin.”–Matilda Joslyn Gage
”There is no book which tells of a more infamous monster than the Old Testament, with its Jehovah of murder and cruelty and revenge, unless it be the New Testament, which arms its God with hell, and extends his outrages throughout all eternity.” –Helen H. Gardener
”Less power to religion, the greater power to knowledge.”–Hypatia Bradlaugh Bonner
The great feminist Robin Morgan is talking about the importance of separation of church and state.
Mary Wollstonecraft, Simone de Beauvoir, Anne Royall, Harriet Martineau, Lydia Maria Child, Ernestine L. Rose, Margaret Fuller, Emma Martin, Elizabeth Cady Stanton, Lucy N. Colman, George Eliot, Susan B. Anthony, Ella E. Gibson, Matilda Joslyn Gage, Lucretia Mott, Frances Wright, Betty Friedan, kate millett, Germaine Greer, Gloria Steinem, Robin Morgan, Andrea Dworkin, Nawal El Saadawi, Catherine MacKinnon, Antoinette Fouque, Eve Ensler, Meredith Tax, Lois Waisbrooker, Elmina D. Slenker, Lillie Devereux Blake, Marilla Ricker, Annie Besant, Susan H. Wixon, Ella Wheeler Wilcox, Helen Gardener, Ellen Battelle Dietrick, Josephine K. Henry, Etta Semple, Hypatia Bradlaugh Bonner, Charlotte Perkins Gilman, Voltairine de Cleyre, Emma Goldman, Zona Gale, Margaret Sanger, Marian Sherman, Dora Russell, Meridel Le Sueur, Margaret Knight, Barbara Smoker, Queen Silver, Vashti McCollum, Ruth Hurmence Green, Catherine Fahringer, Anne Nicol Gaylor, Meg Bowman, Barbara G. Walker, Sherry Matulis, Kay Nolte Smith, Sonia Johnson, Barbara Ehrenreich, Katha Pollitt, Ayn Rand, George Sand, Lucy Parsons, Florence Nightingale,Jane Addams, Begum Rokeya are among tens of thousands of atheist feminists and female atheist writers/philosophers/playwrights/actresses/artists/scholars and so on.
Fact of The
When we do pronounce “The” as / ðiː - Di: - দি / and when as / ðə - Da - দ্য /?
We pronounce ‘the’ as / ðiː - Di: - দি /if 'the' is used before a vowel sound.
For example: Mr. Ahmadi will call us in the / ðiː - Di: - দি / evening.
And,
We pronounce ‘the’ as / ðə - Da - দ্য / if 'the' is used before a consonant sound.
For example: Mr. Ahmadi will call us in the / ðə - Da - দ্য / moring.
Mnemonic:
the the দ্য দি ðə ðiː Da Di: C V Consonant - Vowel দাদির C V Or: ðiː ðə Di: Da দি দ্য V C Vowel - Consonant দিদার V C wiː seɪ ðiː / ðaɪː - di: - দি /ɪf ði ɪz juːzd bɪˈfɔːr ə ˈvaʊəl saʊnd.
fɔːr ɪgˈzɑːmpl: Mr. Ahmadi wɪl kɔːl ʌs ɪn ðiː / ðaɪː - di: - দি / ˈiːvnɪŋ. ænd, wiː seɪ ðiː / ðə - dɑː
- দ্য / ɪf ði ɪz juːzd bɪˈfɔːr ə ˈkɒnsənənt
saʊnd. fɔːr ɪgˈzɑːmpl: Mr. Ahmadi wɪl kɔːl ʌs ɪn ðiː / ðə - dɑː - দ্য / ˈmɔːrɪŋ. niˈmɒnɪk: ðə ðiː দ্য দি ðə ðɪː dɑː di: V C Consonant - Vowel
ˈkɒnsənənt - ˈvaʊəl দা দির C V ɔː ðaɪː ðə di: dɑː দি দ্য V C Vowel - Consonant ˈvaʊəl - ˈkɒnsənənt
দি দার V C
www.fb.com/jrliton77
”It’s a girl!” ”Kill her”.
We fought against patriarchy and religion for our sexual freedom. We now fight against multi-billion dollar sex industries to stop sexual exploitation of women. We fought against religion for our abortion rights. We now fight against misogynistic patriarchal societies to stop sex-selective abortion. It seems it is a never-ending fight.
”The emotional, sexual, and psychological stereotyping of females begins when the doctor says, ‘It’s a girl’ ”– Shirley Chisholm
Amartya Sen, the Nobel Prize winning economist said in 1990, that more than 100 million women are missing. ‘In India, China and some other countries in the world , girls are killed, aborted & abandoned because they are girls. The United Nations estimates as many as 200 million girls are missing in the world today because of gendercide. 50 million missing campaign fighting gendercide in India. Gendercide is war on women.
We know at birth boys outnumber girls, there are 105 or 106 male children for every 100 female children. But later women outnumber men because women are more resistant to disease, and tend to live longer than men even if men and women receive similar nutritional and medical attention and general health care. India and China are having skewed sex ratio at birth. In some places of India there are even less than 700 girls for 1000 boys.
Abortion is legal, but sex-selective abortion is not legal in India. Some people have tried to talk about law. Those women who have killed their own female fetuses, cried out, ‘law, what is law? Will the law come to my aid when my husband throws me out of the house or kills me for giving birth to yet another girl! Will the law help me when my husband marries again in the hope of a son? Can the law change the way society looks at me because I have no son! ‘
If the woman cannot provide a son, her life is torn asunder by strife. To put it bluntly, the message flashed by society – and this is what people really think, no matter what they say – is that, if you have two sons, you have two eyes. If you have one son, you are blind in one eye. And if you have two daughters, you are completely blind.
The women who support female feticide also say, ‘why should we let them live? We do not want any girl. Should we let girls be born so that they suffer the way we are suffering? They say, what good does being alive do to us? It is better that an insufferable life ends before it can begin. It is better to go straight to heaven than stay alive and endure the kicks and blows of the world.’ Are they wrong in saying this?
Once upon a time, people in patriarchal society would run temple to temple and pray to god for a son, they would spend extravagantly on saints and hermits, but now there is no need of magic charms and spells, a medium even stronger than god has come to India – science. Scan machines, amniocentesis and other scientific tests reveal the sex of the embryo in the womb – if the sex is not right then it is got rid of. The right sex is masculine, the wrong sex feminine. The healthy sex is masculine, the disabled sex feminine.
Girls are quickly disappearing. Anti-women traditions have been carefully preserved over the ages. There are quite a few communities, which regard sons as only offspring, and not daughters. Till 1980, infant girls used to be killed after they were born. Feticide had not caught on. Despite being banned, the incidence of feticide is on the rise. It makes one afraid that as long as the status of girls in society does not improve, there is no way these murders, this bloodshed, can be prevented.
We say, if women are educated and self-reliant, then female infanticide and female feticide will stop. Most people believe that these occur among the poor and the uneducated. But, in fact, the opposite is true. The study shows in India the ratio of girls to boys is the most skewed in South Delhi, a place where the rich and the educated live. It is here that the maximum number of girls go missing. Down from 904 to 845 in just 10 years. 24,000 girls disappear from South Delhi every year. The Patels of Gujarat are a wonder. Traditionally rich peasants, there is no trace of girls in their villages. It’s femicide, the systematic killing of women. A holocaust going on against girls across the country. A pogrom.
Sometimes I think ‘educated’ people can plan the murder of their fetuses with much more skill than uneducated people. ‘Educated’ girls can learn patriarchal system much better than uneducated girls. They sure have better learning ability. They even practice it better. Misogyny can not be wiped out through conventional education that does not teach gender equality.
Girls are fast becoming disappearing. Anti-women traditions have been carefully preserved over the ages. There are quite a few communities, which regard only sons as offspring, and not daughters. Till 1980, infant girls used to be killed after they were born. Feticide had not caught on. Despite being banned, the incidence of feticide is on the rise. It makes one afraid that as long as the status of girls in society does not improve, there is no way these murders can be prevented.
Since infant girls have been murdered over the ages, female feticide today does not go against anti-women tradition. It is like weeding – plucking off girls from the soil of the womb reserved for the production of sons. There is nothing surprising about murdering daughters in a race that has always been thirsty for sons. Killing of girl children was probably in vogue from the ancient Vedic age. The Atharva Veda says, Let girls be born elsewhere, let boys take birth here. Son is wealth. Son is a blessing. The son will be the father’s strength in old age. The father will go to heaven if the son lights his funeral pyre. It is the son who will rescue the father from hell.
Female feticide is causing social imbalance. Now brothers share a wife. The murder of girls has led to such an acute shortage of girls that an exchange system has been initiated. According to this system, parents agree to give their daughter in marriage on the condition that the groom’s sister marries the bride’s brother. “Bride Trafficking” has started. Men are now ‘recycling’ the use of women for sex and reproduction. .
Now a days men want educated wives. So girls are getting educated so that they can sell well in the marriage mart. An educated wife can do the shopping, pay the bills, look after the children’s studies, and solve problems at school, all on her own. A man said, my wife has a postgraduate degree in Maths, all the better since she can help the kids with the homework. So I don’t need to engage a tutor for them. And why should my wife work outside the home? We don’t need any extra money in the family. She has a lot to do at home.
The money women earn is known as extra money. University degrees are meant to help the kids with their homework, nothing else. The norm is that middle class girls will not work after marriage.Only those girls, who badly need money for survival or those girls whose money husbands want, get permission to work outside the house.
Alas! So much for education! Educated girls have to pay more dowry. The more educated a girl is, the more educated husband she demands. And thus the amount of dowry required also escalates. Many people think that a handsome dowry enhances the dignity of the girl. However, dowry never improves the status of a girl in her in-laws’ house, rather it results in loss of dignity. The more dowry is paid, the more the girl’s status at her in-laws will deteriorate. The husband is not supposed to pay dowry, no matter how educated the girl is, no matter how grand the job she holds. The ‘Brides Wanted’ column is clear testimony to the value of girls in this society. Wanted: A fair complexion, beautiful, educated, homely girl from a respectable family. ‘Homely girl’ means a girl who will spend all 24 hours of the day on domestic chores, one who will not hold a job. ‘Respectable family’ means a family that will pay a handsome dowry. If the groom comes from an affluent family, it does not mean that a poor dowry will do, rather the dowry must be all the more generous. When this is the condition, why will people not believe that the birth of a girl means entails huge expenses! Girls are an inferior race – this belief is ingrained in both men and women across India. And since a girl belongs to an inferior race, dowry is needed to get rid of her.
The abortion clinics display an advertisement. Spend Rs 500, you’ll save Rs. 50,000. In other words, kill this one. If this one lives, you’ll lose Rs. 50,000 in dowry. For those yearning for a son, the sex determination clinics are modern temples.
Women have had to struggle for decades for the right of abortion. Acquiring the right of abortion was a huge event in the history of women’s emancipation. However, when in India, a foetus is aborted by virtue of belonging to a certain gender, and that gender is the feminine gender, then such abortion has no relation whatsoever with women’s liberty, but is inseparably related with the tragedy of women’s subjugation.
The law has not been able to eradicate the dowry system. It can never be eradicated as long as every member of the family continues to believe that a girl cannot be as economically powerful as a boy. Society needs a lot of change. Society must understand that girls are very important members of the society, not burdens for whom dowry must be paid, not machines for the production of sons. If women and men do not unite in the attempt to transform society, female feticide will continue unabated.
This society is not a fit place for girls, so it is better not to allow them to be born. This logic is something like this: there is too much shouting and screaming all around, the noise pollution is giving one a headache, so it is better to chop off the head. Many claim that if women themselves choose the gender of the child before giving birth, then they will be saved from many undesired pregnancies. How helpless she must be not to have the slightest control over the fetus growing inside her womb! Women are compelled to yield to societal as well as many kinds of family pressure and opt for abort a female fetus. An undesired pregnancy is not as terrible as this forsaken, helpless, undignified, disgraceful condition of women.
If the practice of female feticide continues as they are now, it will not be very many decades before there will be not a single girl in the country, only men. The good thing will be that men will find no more girls to torture, trample, rape and kill.
Friday, May 04, 2012
ভিক্ষা ও উপার্জন - রবীন্দ্রনাথ ঠাকুর
ভিক্ষা ও উপার্জন
রবীন্দ্রনাথ ঠাকুর
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস—
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস।
পথহারা – কাজী নজরুল ইসলাম
পথহারা
কাজী নজরুল ইসলাম
বেলা শেষে উদাস পথিক ভাবে,
সে যেন কোন অনেক দূরে যাবে –
উদাস পথিক ভাবে।
‘ঘরে এস’ সন্ধ্যা সবায় ডাকে,
‘নয় তোরে নয়’ বলে একা তাকে;
পথের পথিক পথেই বসে থাকে,
জানে না সে কে তাহারে চাবে।
উদাস পথিক ভাবে।
বনের ছায়া গভীর ভালোবেসে
আঁধার মাথায় দিগবধূদের কেশে,
ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে
শৈলমূলে শৈলবালা নাবে –
উদাস পথিক ভাবে।
বাতি আনি রাতি আনার প্রীতি,
বধূর বুকে গোপন সুখের ভীতি,
বিজন ঘরে এখন সে গায় গীতি,
একলা থাকার গানখানি সে গাবে
উদাস পথিক ভাব
হঠাৎ তাহার পথের রেখা হারায়
গহন বাঁধায় আঁধার-বাঁধা কারায়,
পথ-চাওয়া তার কাঁদে তারায় তারায়
আর কি পূবের পথের দেখা পাবে
উদাস পথিক ভাবে।
www.fb.com/jrliton77
Thursday, May 03, 2012
"মুনাজাত " কাজী নজরুল ইসলাম
মুনাজাত
কাজী নজরুল ইসলাম
আমারে সকল ক্ষুদ্রতা হতে
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও – নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।
যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ-যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-
ক্ষমা নাহি নীচতার।।
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও – নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।
যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ-যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-
ক্ষমা নাহি নীচতার।।
ক্ষুদ্র করো না হে প্রভু আমার
হৃদয়ের পরিসর,
যেন সম ঠাঁই পায়
শত্রু-মিত্র-পর।
হৃদয়ের পরিসর,
যেন সম ঠাঁই পায়
শত্রু-মিত্র-পর।
নিন্দা না করি ঈর্ষায় কারো
অন্যের সুখে সুখ পাই আরো,
কাঁদি তারি তরে অশেষ দুঃখী
ক্ষুদ্র আত্মা তার।।
অন্যের সুখে সুখ পাই আরো,
কাঁদি তারি তরে অশেষ দুঃখী
ক্ষুদ্র আত্মা তার।।
Light L Vs Dark L
The L sound can be difficult to learn for some English language learners. That's because there are actually two L sounds in English: the light L sound and the velar (or dark) L sound. In this lesson, you will learn how to make both L sounds and practice pronunciation with exercises.
Wednesday, May 02, 2012
Syllable Vs Syllabic Consonants
1. Definition
of Syllable:
A unit of pronunciation having one vowel sound, with or without surrounding
consonants, forming the whole or a part of a word;
For example, there are two syllables in the word “Heaven” and three in “Inferno”.
But without Vowel Sound if any word Syllabled/Formed then it called Syllabic
Consonant.
For example, lentil -/ lentl/
মজায় মজায় Vocabulary শেখা:
মজায় মজায় Vocabulary শেখা:
1. why=কেন, cain=হত্যাকারি
2.fruit=ফল, fall=পড়ে যাওয়া
3.Egg=ডিম, Dim=ঝাপসা
4.Sister=বোন, Bone=হাঁড়
5.Green coconut= ডাব,Dove=ঘুঘু
6.Falcon=বাজ পাখি, Buzz=ভন ভন শব্দ
7.Fish=মাছ, Much=অনেক
8.Fist=কিল, Kill=হত্যা করা
9.Island=দ্বীপ, Dip=ডুব দিয়ে উঠা
10.What=কী, Key=চাবি
11.Trap=ফাঁদ, Fad=শখ
12.Four=চার, Char=পুঁড়িয়ে অঙ্গার করা
1. why=কেন, cain=হত্যাকারি
2.fruit=ফল, fall=পড়ে যাওয়া
3.Egg=ডিম, Dim=ঝাপসা
4.Sister=বোন, Bone=হাঁড়
5.Green coconut= ডাব,Dove=ঘুঘু
6.Falcon=বাজ পাখি, Buzz=ভন ভন শব্দ
7.Fish=মাছ, Much=অনেক
8.Fist=কিল, Kill=হত্যা করা
9.Island=দ্বীপ, Dip=ডুব দিয়ে উঠা
10.What=কী, Key=চাবি
11.Trap=ফাঁদ, Fad=শখ
12.Four=চার, Char=পুঁড়িয়ে অঙ্গার করা
Tuesday, May 01, 2012
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন--
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন--
আমার ব্যথার পূজা হয় নি সমাপন ॥
যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে
, সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে, ত
খন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন--
আমার ব্যথার পূজা হবে সমাপন ॥
অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা,
বাঁধা বেদন-ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভ'রে।
যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আকাশ-পানে ছুটবে বাঁধন- হারা,
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন--
আমার ব্যথার পূজা হবে সমাপন ॥
কিছুই আপনার উন্নতির পিছনে বাঁধা হতে পারে না। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়।
রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন।
নজরুল তো বেশি পড়তেই পারলো না।
লালন তো বুঝলই না স্কুল কি। আজ মানুষ
তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী
অর্জন করছে।
আন্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের
জন্যই পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে
উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন
বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জব শুধু মাত্র ১ দিন ভাল খাবারের
আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন
বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে
বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে
বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো
না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর
ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট
থেকে টাকা তুলে যোগার করেছিলেন তার চাচারা।
গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল
টেনেছেন এক সময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন?
শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা
মুংগেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর
লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন।
শচীন টেল্ডুল্কারের উচ্চতা তো জানাই আছে।
আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড়
ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন?
আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন
নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাঁধা হতে পারে
না। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা
আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা
শিখুন। সাফল্য ধরা দেবেই।
May Day is being observed /আজ মহান মে দিবস :
On May 1, 1886, ten workers were killed when police opened fine on a demonstration in the US city of Chicago near Hay Market demanding an 8-hour working day instead of a 12-hour shift. On the height of agitation, the authorities had to accept the workers' demand and the eight-hour day has been introduced universally.
On July 14, 1889 in Paris, an international workers' rally declared May 1 as the International Workers Solidarity Day in recognition of the Chicago workers' sacrifice and achievement and since 1890, the day has been observed globally as the International Workers Solidarity Day.
In Bangladesh, the day is a public holiday. All industries and factories remain closed. Red flags have been hoisted at the offices of the political organisations. আজ পহেলা মে— মহান মে দিবস। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতিবিজড়িত গৌরবময় দিন। ১৮৮৬ সালের এই দিনে শ্রমের সময়সীমা ৮ ঘণ্টা করাসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করে। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে অনেক শ্রমিক হতাহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। দেশে দেশে গড়ে ওঠে মেহনতি জনতার ঐক্য। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে স্বীকৃতি দিয়ে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বে পালিত হচ্ছে মে দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে আজ সরকারি-বেসরকারি সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। এ বছর মে দিবসের মূল প্রতিপাদ্য (সরকারি) হচ্ছে— ‘মালিক শ্রমিক একতা, শিল্প উন্নয়নের মূল কথা’। মে দিবস উপলক্ষে বাংলাদেশে আজ সাধারণ ছুটি। সব ধরনের শিল্পকারখানা থাকবে বন্ধ।
Subscribe to:
Posts (Atom)