Saturday, May 05, 2012

বন্ধুর অভাব নাই এই ফেসবুক দুনিয়ায়…!!

                                                                 Collected

                                           বন্ধুর অভাব নাই এই ফেসবুক দুনিয়ায়…!!
 কিন্তু অধিকাংশই অপরিচিত বন্ধু থাকে। এদের একেক জনের আচরণ একেক রকম। এই বন্ধুদের প্রকারভেদ নিম্নরূপ :~ পরিচিত বন্ধুঃ যেসব বন্ধুদের সাথে ফেসবুকের বাইরেও যোগাযোগ থাকে তারাই পরিচিত বন্ধু। বন্ধু হিসেবে এরা অগ্রাধিকার প্রাপ্ত। এদের স্ট্যাটাসে লাইক কমেন্ট করার প্রবণতাও বেশী থাকে (যদি নিজেদের মধ্যে ভাব নেয়ার প্রতিযোগীতা না থাকে) !! কিঞ্চিত পরিচিত বন্ধুঃ এদের সাথে কোন জনমে হয়তো পথে ঘাটে দেখা হয়ে থাকে। হয়তো বাসে বসে ফেসবুক চালাচ্ছেন অথবা কোন অপরিচিত আড্ডায় আপনার পাশে বসা মানুষটির সাথে আইডি শেয়ার
করলেন। সেখান থেকে বন্ধু হলেন। এর সাথে আর দেখা হবে না। প্রথম প্রথম এদের প্রায়োরিটি বেশী থাকলেও সময়ের সাথে সাথে তা কমতে থাকে !! অপরিচিতঃ ফেসবুকে শতকরা ৮০ ভাগ লোকই অপরিচিত। এদের সাথে কোন জীবনে দেখা হয় নি বা হবেও না। কোন সময় ফ্রেন্ড তালিকা বড় করতে এদের অহেতুক রিকুয়েস্ট পাঠানো হয়। এদের মধ্যে হাতে গোনা কয়েকজন মাঝে মধ্যে লাইক কমেন্ট করে!! এটা অনেকটা আজাইরা টাইপ বন্ধুত্ব !! তারকা বন্ধুঃ এরা হলো ভার্চুয়াল জগতে বিখ্যাত লোক। যেমন ধরেন কোন হিট ব্লগার। এরা যদিও আপনার বন্ধু তথাপি আপনাকে কখনও গুরুত্ব দিবে না। এদের ফ্রেন্ড লিস্টে কয়েক হাজার বন্ধু থাকে। তাই কোন স্ট্যাটাস দিলে মিনিটের মধ্যে ৮০ টি লাইক ও ৫০ টি কমেন্ট পায়। এনাদের আপনাকে নিয়ে ভাবার সময় কই?? :P হিজরা বন্ধুঃ ফেসবুকে এদের সংখ্যা কম নয়। এরা ছেলে হয়েও মেয়ে নাম দিয়ে ফেসবুক চালায়। এদের ফ্রেন্ড লিস্টে হাজারের উপরে বন্ধু থাকে। এরা রোমান হরফে বাংলায় স্ট্যাটাস দিবে “kemon aso bodura?? onek din por!!!!!!” কিন্তু কোন কমেন্ট বা রিপ্লাই দিবে না। ইদানিং এদের সংখ্যা ক্রমশই বাড়তেই আছে…!! কবি বন্ধুঃ এরা বেশ কবি কবি ভাব নিয়ে থাকে। এদের ইউজার নেম গুলো থাকে অদ্ভুত টাইপের। এই যেমনঃ “Antim Shojja”, “Pousher Kokil” , “Advut Shei Cheleti” ইত্যাদি। এরা বেশ ভালো। আপনি এদের স্ট্যাটাসে একটি লাইক দিবেন তো এরা আপনার স্ট্যাটাসে ৩টি লাইক ও বোনাস হিসেবে ৩টি কমেন্ট করবে। আর যদি একটু পাম্প দেন তবে আপনার দীর্ঘ দিনের ফ্যান হয়ে যাবে…! :P মফিজ বন্ধুঃ এরা হলো বোকা দ্য গ্রেট। কয়েকটা বন্ধু যখন ফেসবুকে পরস্পরকে পঁচাতে ব্যস্ত, তখন এরা মাঝখানে এসে নাক গলায় ও কিছু নিজের হীনবুদ্ধি সম্পন্ন কমেন্ট করে। এর পর সবাই মিলে তাকে পঁচাতে আরাম্ভ করে। এক পর্যায়ে আইডি ডিএকটিভ করতে বাধ্য হয়..! :P চাপাবাজ বন্ধুঃ এরা নিজেকে শাকিপ কান টাইপের কিছু একটা মনে করে। আপনি কখনও এদের সাথে কথায় পারবেন না। চাপা কাকে বলে ও কত প্রকার আপনাকে দেখিয়ে দেবে। এদের চাপাবাজির হেড অফিস হইলো ফেসবুক, তাই এসব বন্ধুত্ব বেশী দিন টেকে না!! আঁতেল বন্ধুঃ এরা সব বিষয়ে এক ডিগ্রী বেশী বুঝে। কখনই আপনার কোন মতামত এরা গ্রাহ্য করবে না। আপনি যা'ই স্ট্যাটাস দিন না কেন এরা তাতে নেগেটিভ কমেন্ট করবে এবং আপনাকে সব সময় পঁচানোর চেষ্টা করবে !! ভাবুক বন্ধুঃ এরা সব সময় গম্ভীর ও উপদেশাত্মক স্ট্যাটাস দেয়। এবং ফাইজলামি করা থেকে দূরে থাকে। এরা কোন স্ট্যাটাসে উপদেশ দিয়ে মজার আড্ডা ভেঙে দিতে ওস্তাদ!! এডমিন বন্ধুঃ এসব বন্ধুরা ফেসবুকে জনপ্রিয় অনেক ফ্যান পেজ পরিচালনা করেন। তবে বেশীর ভাগ ফ্যানস্ই এদেরকে শত্রু ভেবে থাকেন…!!?? :P :( শাসক বন্ধুঃ যেসব গুরুজন ও শ্রদ্ধেয় ব্যাক্তি আছেন তারা যখন ফেসবুকে বন্ধু হন তাকে শাসক বন্ধু বলা হয়। তাদের জ্বালায় অনেক সময় ফেসবুকে বাঁদরামি করা প্রায় বন্ধ হয়ে যায়। ফেসবুকে স্বাধীন মতো কোন স্ট্যাটাসও শেয়ার করা যায় না। অনলাইনে দেখলেই পড়তে বসার উপদেশ দেয়। এদের ব্লকও করা যায় না, তাহলে আবার বেয়াদবি হবে। শেষ পর্যন্ত গোপনে নতুন আইডি খুলতে হয়..! লাইলি/মজনু বন্ধুঃ এরা বেশ রোমান্টিক। এদের রিলেশনশিপ স্ট্যাটাস দিনে চোদ্দবার বদলায়!! এরা ফেসবুকে দিনে চৌদ্দবার বিয়ে করে, আবার চোদ্দবার ডিভোর্স করে!! ফেসবুকে এদের বিয়ে হইতেও টাইম লাগেনা আবার বিধবা হইতেও টাইম লাগেনা!! এদের স্ট্যাটাস গুলো থাকে প্রেমাবেগ পূর্ণ!! এদের কর্মকান্ড দেখলে মনে হয়, দুনিয়াতে এদর আগমনই ঘটসে পিরিত করার লাইগা !! দেবদাস বন্ধুঃ এরা ব্যর্থ প্রেমিক গোষ্ঠী। ছ্যাঁকা খেয়ে প্রেমবিরোধী স্ট্যাটাস ও কমেন্ট করে থাকে। কাউকে প্রেম করতে দেখলে তাকে ভবিষ্যতে দুঃখের জন্য প্রস্তুতি নিতে বলে। এরা কোন রং তামাশায় যোগ দেয় না!! ফুডু/ট্যাগ বন্ধুঃ এরা ফেসবুকে রকমারী ফুডু আপলোড করে আর বন্ধুদের ট্যাগ করে, হুদাই! এরা টয়লেটে তোলা নিজেদের ফুডুও অনায়াসে ফেসবুকে আপলোডায় !! বেহায়া আর কারে কইসে?? :P খেলোয়ার বন্ধুঃ সাধারনত এদের কামই হইলো ফেসবুকের যত সব আজাইরা গেম আছে সেগুলা খেলা আর বন্ধুদের সে খেলার রিকোয়েষ্ট পাঠানো। এদের জাতীয় খেলা হইলো “শিটভিল” থুক্কু “ফার্মভিল”!! বাচাল বন্ধুঃ এরা মিনিটে মিনিটে ষ্ট্যাটাস আপডেড করে!! এরা টয়লেটে গেলেও ঐটা আপনি ফেসবুকেই দেখতারবেন!! এরা মাঝে মাঝে ফেসবুকে এমন সব কথা লিখে ষ্ট্যাটাস দেয় যা অন্য সাধারন কোন ফেইসবুক ইউজাররে রিমান্ডে নিয়া পায়ু পথে অশ্বডিম্ব ভরলেও উহাদের মুখ দিয়ে বের করা যাইবো না...! :P এছাড়া আরও বেশ কিছু ক্যাটাগরির বন্ধু আছে। যেমনঃ গালিবাজ বন্ধু, হুদাই ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ডার বন্ধু, লুল বন্ধু, ভাদা বন্ধু, পাদা বন্ধু, পোঁকা বন্ধু (খালি পোক মারে) ইত্যাদি…. তবে, আপনি যখন কোনো একজনকে ফেইসবুকে বন্ধু হিসেবে আপনার ফ্রেন্ডলিষ্টে এ্যাড করেন ঠিক তখনই, ঐ বন্ধুত্বের জন্য মার্ক জুকারবার্গ (ফেইসবুকের প্রতিষ্ঠাতা) অটোমেটিকালি ০.০০৩ ডলার আয় করেন!! অর্থাৎ বন্ধুত্ব করেন আপনি আর ঐ কারনে অর্থনৈতিকভাবে লাভবান হয় আরেকজন!! এইডা কিছু হইল?? :P

No comments:

Post a Comment