Friday, May 04, 2012

ভিক্ষা ও উপার্জন - রবীন্দ্রনাথ ঠাকুর

          ভিক্ষা ও উপার্জন 

         রবীন্দ্রনাথ ঠাকুর

বসুমতি, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস—
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস।


বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

In Facebook

No comments:

Post a Comment