Tuesday, May 01, 2012

May Day is being observed /আজ মহান মে দিবস :

On May 1, 1886, ten workers were killed when police opened fine on a demonstration in the US city of Chicago near Hay Market demanding an 8-hour working day instead of a 12-hour shift. On the height of agitation, the authorities had to accept the workers' demand and the eight-hour day has been introduced universally. On July 14, 1889 in Paris, an international workers' rally declared May 1 as the International Workers Solidarity Day in recognition of the Chicago workers' sacrifice and achievement and since 1890, the day has been observed globally as the International Workers Solidarity Day. In Bangladesh, the day is a public holiday. All industries and factories remain closed. Red flags have been hoisted at the offices of the political organisations. আজ পহেলা মে— মহান মে দিবস। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতিবিজড়িত গৌরবময় দিন। ১৮৮৬ সালের এই দিনে শ্রমের সময়সীমা ৮ ঘণ্টা করাসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করে। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে অনেক শ্রমিক হতাহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। দেশে দেশে গড়ে ওঠে মেহনতি জনতার ঐক্য। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে স্বীকৃতি দিয়ে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বে পালিত হচ্ছে মে দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে আজ সরকারি-বেসরকারি সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। এ বছর মে দিবসের মূল প্রতিপাদ্য (সরকারি) হচ্ছে— ‘মালিক শ্রমিক একতা, শিল্প উন্নয়নের মূল কথা’। মে দিবস উপলক্ষে বাংলাদেশে আজ সাধারণ ছুটি। সব ধরনের শিল্পকারখানা থাকবে বন্ধ।

No comments:

Post a Comment