Wednesday, October 29, 2014

পথের দিশা – কাজী নজরুল ইসলাম


  www.fb.com/jrliton77  

  পথের দিশা

কাজী নজরুল ইসলাম

চারিদিকে এই গুণ্ডা এবং বদমায়েসির আখ্‌ড়া দিয়েরে অগ্রদূত, চ’লতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে?

দ্বীপান্তরের বন্দিনী – কাজী নজরুল ইসলাম


Tuesday, October 28, 2014

GK

১প্রশ্নঃ পৃথিবীর সর্ব প্রথম মটর গাড়ী আবিষ্কার করেন কে?
উত্তরঃ জার্মানের ডমর লবেজ।
২প্রশ্নঃ পৃথিবীর সর্ব প্রথম রেলগাড়ী আবিষ্কার করেন কে?কত সালে?
উত্তরঃ ১৮১৪ সালে ইংল্যান্ডের জর্জ ইষ্টি ফোনসন।
৩প্রশ্নঃ পৃথিবীর সর্ব প্রথম সিনেমা আবিষ্কার করেন কে?কত সালে?
উত্তরঃ ১৮৬৭ সালে মার্কিন রাষ্ট্রের টমাস আলভা এডিসন।
৪প্রশ্নঃ পৃথিবীর সর্ব প্রথম বিমান আবিষ্কার করেন কে?
উত্তরঃ মার্কিন রেষ্ট্রের রাইট ব্রাদার্স।
৫প্রশ্নঃ পৃথিবীর সর্ব প্রথম বেতার বা রেডিও আবিষ্কার করেন কে?
উত্তরঃ ইটালীর মার্কনী।
৬প্রশ্নঃ পৃথিবীর সর্ব প্রথম টেলিভিশন আবিষ্কার করেন কে?
উত্তরঃ ইংল্যান্ডের বেয়াড।
৭প্রশ্নঃ পৃথিবীর সর্ব প্রথম ঘড়ি আবিষ্কার করেন কে?
উত্তরঃ আরবের আলবেরুন।
৮প্রশ্নঃ সর্ব প্রথম ডায়নামা আবিষ্কার করেন কে?
উত্তরঃ ইংল্যান্ডের ফোয়াতে।
৯প্রশ্নঃ সর্ব প্রথম টেলিফোন আবিষ্কার করেন কে?
উত্তরঃ আমেরিকার গ্রাহাম্বল।
১০প্রশ্নঃ কাগজ সর্ব প্রথম কোথায় ও কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ চীনদেশে,১৭৩ খৃষ্টপূর্বে।

আমাদের চেতনায় বড় বেশী প্রয়োজন নজরুল কে আজ । জাতীয় কবির স্মরণে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা...

সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই " একজন মানুষ হিসেবে নজরুল জন্মালেন ,এবং মারা ও গেলেন ।কিন্তু জন্ম মৃত্যুর মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে আমাদের মাঝে অমর হয়ে রইলেন
"সেইজন্য একজন কাজী নজরুল ইসলাম একজন কাজী নজরুল ইসলাম ই । "
মানবতার কবি , মানুষের কবি তার সাহিত্যর বজ্র বিদ্যুৎ নিয়ে উড়ে বাংলা সাহিত্যের আকাশ জুড়ে বসলেন ।
কবির সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র , তাঁর ব্যাক্তি জীবন ও কর্মজীবন এর বেলায়

Monday, October 27, 2014

বিভিন্ন বিষয়ের জনক সমূহ Sub:1

              বিভিন্ন বিষয়ের জনক সমূহ
১। জীব বিজ্ঞানের
জনক→এরিস্টটল
২। প্রাণী বিজ্ঞানের জনক→
এরিস্টটল
৩। রসায়ন বিজ্ঞানের জনক→
জাবির

অনন্যোপায় - সুকান্ত ভট্টাচার্য

                   অনন্যোপায়

                   সুকান্ত ভট্টাচার্য

অনেক গড়ার চেষ্টা ব্যর্থ হল, ব্যর্থ বহু উদ্যম আমার,
নদীতে জেলেরা ব্যর্থ, তাঁতী ঘরে, নিঃশব্দ কামার,

আমার কৈফিয়ৎ - কাজী নজরুল ইসলাম

সিলেট শহরের সকল হসপিটাল এবং ডায়াগনোষ্টিক সেন্টারের মোবাইল নম্বর

সিলেট শহরের সকল হসপিটাল এবং ডায়াগনোষ্টিক সেন্টারের মোবাইল নম্বর এবং টেলিফোন নম্বর:
ডায়াগনোষ্টিক সেন্টারগুলোর নম্বরে কল দিয়ে আপনারা জানতে পারবেন তাদের ডায়াগনোষ্টিক সেন্টার কোন কোন বিভাগের ডাক্তার আছেন তাদের টিকেট কিভাবে পাবেন এবং তাদের রোগী দেখার সময়সূচিও জানতে পারবেন৷
IBN Sina Hospital
08212832735
08212832740
01713301523
North East College & Hospital
01715944733
0821724441-3
Women's Medical College & Hospital
08212830959

Friday, October 24, 2014

সব্যসাচী - কাজী নজরুল ইসলাম




   কবি -পুত্র  পুত্র সানি ও নিনি /    

                       সব্যসাচী ও অনিরুদ্ধ ।

          সব্যসাচী ও অনিরুদ্ধ    

                সব্যসাচী 

        কাজী নজরুল ইসলাম

ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয়-চাপা প্রাচী,
গৌরশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী!
দ্বাপর যুগের মৃত্যু ঠেলিয়া

নজরুল গীতিকা [১/১২৮] - ওমর খৈয়াম-গীতি - সিন্ধু-কাফি-কাওয়ালী


নজরুল গীতিকা [১/১২৮]
ওমর খৈয়াম-গীতি
সিন্ধু-কাফি-কাওয়ালী


সৃজন-ভোরে প্রভু মরে স্রিজিলে গো প্রথম যবে। (তুমি) জানতে আমার ললাট-লেখা, জীবন আমার
কেমন হবে ||

আমার যাবার সময় হল দাও বিদায় - কাজী নজরুল ইসলাম

শিশু যাদুকর - কাজী নজরুল ইসলাম

  www.fb.com/jrliton77

  শিশু যাদুকর 

  কাজী নজরুল ইসলাম

পার হয়ে কত নদী কত সে সাগর
এই পারে এলি তুই শিশু যাদুকর!
কোন রূপ-লোকে ছিলি রূপকথা তুই,
রূপ ধরে এলি এই মমতার ভুঁই।
নবনীতে সুকোমল লাবণি লয়ে

আনন্দময়ীর আগমনে - কাজী নজরুল ইসলাম


      www.fb.com/jrliton77

আনন্দময়ীর আগমনে

           কাজী নজরুল ইসলাম

আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।

ড্রাইভিং লাইসেন্স এর ০৪ পর্ব। কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন ?

                  কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন ?
                           ড্রাইভিং লাইসেন্স এর পর্ব-০১
                                  www.fb.com/jrliton77
 ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয়তা যে কি তা সুধী সমাজকে বলে বোঝাতে হবে না। গাড়ি বা বাইক চালানোর পূর্বশর্তই হলো একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা। ড্রাইভিং লাইসেন্স শুধু একটি লাইসেন্সই নয়, একটি পরিচয়পত্রও বটে। ড্রাইভিং লাইসেন্স থাকা এখন স্মার্টনেসেরও অংশ। সঠিকভাবে চর্চা করে গাড়ি বা বাইকের লাইসেন্স অর্জন করলে সেই চালকের দূর্ঘটনায় পড়ার হার বহুলাংশে কমে যায়। তা না হলে আমরা পত্রিকা খুলে পড়তেই থাকবো বিভিন্ন জেলায় আজ সড়ক দূর্ঘটনায় .... জনের প্রানহানি আর ইলিয়াস কাঞ্চন সাহেব শুধু

Saturday, October 18, 2014

বারাঙ্গনা - কাজী নজরুল ইসলাম



    www.fb.com/jrliton77 

  বারাঙ্গনা

কাজী নজরুল ইসলাম

কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও-গায়ে?
হয়ত তোমায় স্তন্য দিয়াছে সীতা-সম সতী মায়ে।

Tuesday, October 14, 2014

কান্ডারী হুশিয়ার - কাজী নজরুল ইসলাম

  কান্ডারী হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার 
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ

আপন-পিয়াসী - কাজী নজরুল ইসলাম



আপন-পিয়াসী 

কাজী নজরুল ইসলাম


আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনার,
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায়।।
আমারই মনের তৃষিত আকাশে

Thursday, October 09, 2014

Story Behind Galiver's Travels ( :-( Bangla Font)



আইরিশ লেখক জোনাথন সুইফট খুব একটা সচ্ছল পরিবারে বেড়ে ওঠেননি। পরিণত বয়সে সুনাম কুড়ালেও টাকা পয়সার মুখ ধারাবাহিকভাবে দেখার সৌভাগ্য হয়নি তার। একবার একটি অদ্ভুত উপন্যাস লিখেন তিনি। লিখেই চমৎকৃত হয়ে যান নিজে নিজেই। ভাবেন- এবার বাজিমাত। বইটি ছাপা হলে ব্যাপক বিক্রি হবে। পাণ্ডুলিপি নিয়ে যান পরিচিত প্রকাশকের কাছে। একজন প্রকাশক বিদ্রূপ করে বলেন- ‘মি. জোনাথন, আপনি এটা কি লিখেছেন?’ আরেকজন প্রকাশক পাণ্ডুলিপিটি পড়ে হাসতে হাসতে কুটি কুটি। বলেন, ‘এটি ছাপালে আমার পাঠকরা ভাববে আমি পাগল হয়ে গেছি।বিষণ্ন জোনাথন সুইফট রেখে দেন স্ক্রিপ্টটি। একদিন বাজার করার পয়সা নেই তার। এক প্রকাশকের কাছে আকুতি জানানোর পর দয়াপরবশ হয়ে ১০ পাউন্ডে কিনে নেন স্ক্রিপ্টটি। ছাপানোর পর ব্যাপক সাড়া পড়ে যায় বইটি নিয়ে। লক্ষ লক্ষ পাউন্ড আয় হতে থাকে প্রকাশকের। সারা বিশ্বে পরিচিতি লাভ করে উপন্যাসটি। মুভি তৈরি হয় গল্পটি নিয়ে। এমনকি বাংলাদেশের পাঠ্যবইয়েও গল্পটি অন্তর্ভুক্ত হয়। বইটির নাম- গালিভার্স ট্র্যাভেলস!

এখুনি বদলে ফেলুন আপনার ফেসবুকের ৫টি সেটিংস

না জেনে থাকলে এখুনি জেনে নিন। বিষয়টি আপনাদের প্রতিদিনের সঙ্গী ফেসবুক নিয়ে। বর্তমানে ২০১.৬ বিলিয়ন ডলার মূল্যের এই প্রতিষ্ঠানটি বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২তম অবস্থানে রয়েছে। এর পেছনে রয়েছে বিজ্ঞাপন এবং ক্রেতাদের আকর্ষণের জন্য ফেসবুকের বিক্রি করা নানা তথ্য। এসব বিজ্ঞাপনে বিরক্তিকর বিভিন্ন ফিচারও থাকে। এসব বহু কারণে ফেসবুকে আপনার গোপনীয়তার বিষয়ে আপনাকেই সাবধান হতে হবে। এ জন্য ফেসবুকে দেওয়া নানা সেটিংস প্রয়োগ করতে হবে আপনাকে। এখানে এমনই ৫টি সেটিংসের কথা বলা হলো যা আপনার আজই বদলে ফেলা উচিত।
১. অটোপ্লেয়িং ভিডিও : ফেসবুকের নিউজ ফিড আপনাকে বেশ আরাম দেয়। কিন্তু এখানে একটি ভিডিওতে ক্লিক না করলেও ফেসবুক তা স্বয়ংক্রিয়ভাবে চালু করার ব্যবস্থা করে রেখেছে। উদ্দেশ্য আপনার মনোযোগ আকর্ষণ। তবে ভিডিও

Wednesday, October 08, 2014

নারী - কাজী নজরুল ইসলাম



         www.fb.com/jrliton77    

            নারী

কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!

সংগ্রাম চলবেই - সিকান্দার আবু জাফর


  www.fb.com/jrliton77

সংগ্রাম চলবেই

সিকান্দার আবু জাফর

জনতার সংগ্রাম চলবেই,
আমাদের সংগ্রাম চলবেই।
হতমানে অপমানে নয়, সুখ সম্মানে

দেশের বাণী - কায়কোবাদ



 www.fb.com/jrliton77 

দেশের বাণী

কায়কোবাদ

কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?
এ দেশের লোক যারা,
সকলইতো গেছে মারা,
আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!

ছাত্রদলের গান - কাজী নজরুল ইসলাম

      ছাত্রদলের গান

কাজী নজরুল ইসলাম

আমরা শক্তি আমরা বল
আমরা ছাত্রদল।
মোদের পায়ের তলায় মুর্ছে তুফান
উর্ধ্বে বিমান ঝড়-বাদল।
আমরা ছাত্রদল।।

প্রভাতী - কাজী নজরুল ইসলাম



       www.fb.com/jrliton77 

        প্রভাতী    

কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোলো
খুকুমণি ওঠ রে!
ঐ ডাকে যুঁই-শাখে
ফুল-খুকি ছোটরে!
রবি মামা দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান
শোন ঐ, রামা হৈ!’

ত্যাজি নীড় করে ভিড়

Tuesday, October 07, 2014

সংকল্প - কাজী নজরুল ইসলাম

         সংকল্প

কাজী নজরুল ইসলাম

থাকব না’ক বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।

হায়রে গাধা !!!

একদা একটি গাধা লবণের বোঝা বয়ে নিয়ে যাচ্ছিল। লবণের বোঝা গাধার পিঠের সাথে শক্ত করে বাঁধা ছিল। বোঝাটি ছিল অত্যন্ত ভারী। গাধা বোঝা নিয়ে যাবার সময় একটা নদী দেখতে পেল। সে নদীর তীরে গিয়ে পানি খেতে চাইল। পানি খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল। পানির সংস্পর্শে এসে লবণের বোঝা গুলে একেবারে পানি হয়ে গেল। উঠে দাঁড়িয়ে গাধা দেখল বোঝা একদম হালকা হয়ে গেছে। সে তো মহাখুশী। ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে সে। নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই যে বোঝা হালকা হয়ে যায়—এ কথা তার আগে জানা ছিল না।
কিছুদিন পরের ঘটনা। সেই গাধাটির পিঠেই তুলার বোঝা। ক্লান্ত গাধা নদী দেখেই খুশি হয়ে উঠল। চালাকি করে নদী পার হতে গিয়ে সে হোঁচট খাওয়ার ভান করে পানিতে বসে পড়ল। কিন্তু একি ? উঠে দাঁড়াতে পারছে না কেন সে ? শুকনো বোঝা তো এমন ভারী ছিল না ? ক্রমে মাথাটিও আর উঁচু করে রাখতে না পেরে পানিতে ডুবে মরে গেল গাধা ।
গাধা আসলে জানত না লবণের বোঝা পানিতে ভিজে হালকা হয়ে যায় লবণ গলে যাওয়ার কারণে। অথচ তুলার বোঝা ভিজে হয়ে যায় আরো ভারী!
আমরা মানুষেরাও ক্ষেত্রবিশেষে ঐ গাধার মতো ভুল করি। কখনো অহংকার কিংবা কখনো লোভের বশবর্তী হয়ে এমন কাজ করতে যাই যার কোনো বাস্তব ভিত্তি নেই। যে বিষয়ে আপনার কোনো জ্ঞান/অভিজ্ঞতা নেই, সে বিষয়ের উপর ঝুঁকি নিবেন না। ঝুঁকি নিতে হলে সেই বিষয়েই নিন, যেটা সম্বন্ধে আপনার কিছুটা হলেও জ্ঞান আছে। মাঝে মাঝে বুদ্ধির অহংকারে চালাকি করতে গিয়ে ভাগ্য এমন বিড়ম্বনা ঘটায় যা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না ।

অটোগ্রাফ - রবীন্দ্রনাথ ঠাকুর

                                        অটোগ্রাফ 

                                 রবীন্দ্রনাথ ঠাকুর

খুলে আজ বলি , ওগো নব্য , নও তুমি পুরোপুরি সভ্য । জগৎটা যত লও চিনে ভদ্র হতেছ দিনে দিনে । বলি তবু সত্য এ কথা — বারো-আনা অভদ্রতা কাপড়ে-চোপড়ে ঢাক ‘ তারে , ধরা তবু পড়ে বারে বারে , কথা যেই বার হয় মুখে

আযান - কায়কোবাদ

www.fb.com/jrliton77 

আযান

কায়কোবাদ


কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।

মাথা ব্যাথায় While u Feel Headache

কবর ......জসীম উদ্‌দীন

কবর
......জসীম উদ্‌দীন

এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।