আইরিশ
লেখক জোনাথন সুইফট খুব একটা সচ্ছল পরিবারে বেড়ে ওঠেননি। পরিণত বয়সে সুনাম কুড়ালেও টাকা পয়সার মুখ ধারাবাহিকভাবে দেখার সৌভাগ্য হয়নি তার। একবার একটি অদ্ভুত উপন্যাস লিখেন তিনি। লিখেই চমৎকৃত হয়ে যান নিজে নিজেই। ভাবেন- এবার বাজিমাত। বইটি ছাপা হলে ব্যাপক বিক্রি হবে। পাণ্ডুলিপি নিয়ে যান পরিচিত প্রকাশকের কাছে। একজন প্রকাশক বিদ্রূপ করে বলেন- ‘মি. জোনাথন, আপনি এটা কি লিখেছেন?’ আরেকজন প্রকাশক পাণ্ডুলিপিটি পড়ে হাসতে হাসতে কুটি কুটি। বলেন, ‘এটি ছাপালে আমার পাঠকরা ভাববে আমি পাগল হয়ে গেছি।’ বিষণ্ন জোনাথন সুইফট রেখে দেন স্ক্রিপ্টটি। একদিন বাজার করার পয়সা নেই তার। এক প্রকাশকের কাছে আকুতি জানানোর পর দয়াপরবশ হয়ে ১০ পাউন্ডে কিনে নেন স্ক্রিপ্টটি। ছাপানোর পর ব্যাপক সাড়া পড়ে যায় বইটি নিয়ে। লক্ষ লক্ষ পাউন্ড আয় হতে থাকে প্রকাশকের। সারা বিশ্বে পরিচিতি লাভ করে উপন্যাসটি। মুভি তৈরি হয় গল্পটি নিয়ে। এমনকি বাংলাদেশের পাঠ্যবইয়েও গল্পটি অন্তর্ভুক্ত হয়। বইটির নাম- গালিভার্স ট্র্যাভেলস!
No comments:
Post a Comment