Saturday, June 08, 2013

জীবনে স্বপ্ন ছিল অনেক বড় কিছু হব

জীবনে স্বপ্ন ছিল অনেক বড়  কিছু হব,সৃষ্টিশীলতায় চমকে দিব পৃথিবী,গর্বে ফুলে উঠবে মা-বাবার বুক।না।সৃষ্ঠিশীল এই হৃদয়ে ভাংচুর হয়েছে তুমুল।পৃথিবীকে কিছুই দেয়া হয়নি।ভুলেরা সব বিবর্ণ।মানুষের নোংরামীতে পাখীদের নীলাকাশ বিষাক্ত। :-(

No comments:

Post a Comment