Monday, June 10, 2013

'অনুরোধ' জসীমউদ্দিন

অনুরোধ
জসীমউদ্দিন
তুমি কি আমার গানের সুরের
পুবালী বাতাস হবে?
তুমি কি আমার মনের বনের বাঁশীটি হইয়া রবে!
রাঙা অধরের রামধনুটিরে
ছড়াবে কি তুমি মোর মেঘ-নীড়ে,
আমি কি তোমার কবি হব রানী,
তুমি কি কবিতা হবে;
তুমি কি আমার মনের বনের বাঁশীটি হইয়া রবে!
তুমি কি আমার মালার ফুলের
ফিরিবে গন্ধ বয়ে,
হাসিবে কি তুমি মোর কপালের
চন্দন ফোঁটা হয়ে!
তুমি কি আমার নীলাকাশ পরে
ফোটাবে কুসুম সারারাত ভরে,
সাঁঝ সকালের রাঙা মেঘ ধরে
অঙ্গে জড়ায়ে লয়ে;
তুমি কি আমার মনের বনের বাঁশীটি হইয়া রবে!

No comments:

Post a Comment