Sunday, June 09, 2013

বৈশাখী , জনাব মোঃ সফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার, বানিয়াচং

বৈশাখীজনাব মোঃ সফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার, বানিয়াচং

এসো হে নবীন আসিবে সুদিন
এসো হে বেঁধে দল
চৈত্র বুঝি চৈত্রে গিয়েছে
বৈশাখ পেয়েছে বল।

ঈশান কোণেতে নিশান সাজিয়ে
গর্জে উঠিল খল
বৈশাখ তার আপন রূপেতে
ধরণী করিল তল।

গর্জে উঠেছে, উঠেছে নভ
উথাল হয়েছে বেগ
পূর্ব গগণে রবির কিরণ
ভেঙেছে সমীর তেজ।

ভেঙে দে ঘর, ভেঙে দে সব
শুধুই হাহাকার
যাত্রীরা সব দাঁড়িয়ে রয়েছে
তরী নেই পারপার।

ভয় করো না, কর না কেহ
নিশীত যাবে কেটে
প্রভাত সূর্য প্রদীপ জ্বালাবে
সামনে যাবে হেটে।

এসো হে নবীন এসো না প্রবীণ
জাগিয়ে পরাণে পরাণ
হৃদয়ের দ্বার খুলিবে আজিকে
শুনিয়ে বৈশাখী গান।

No comments:

Post a Comment