Thursday, July 31, 2014
Thursday, July 24, 2014
১৪০০ সাল - রবীন্দ্রনাথ ঠাকুর
১৪০০ সাল
রবীন্দ্রনাথ ঠাকুর
আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতুহলভরে,
আজি হতে শতবর্ষ পরে!
আজি নব বসন্তের প্রভাতের আনন্দের
Wednesday, July 23, 2014
Really Funny :
※ টাকা থাকুক আর না থাকুক ভারতের আছে একটা “ ধোনী ”!
※ জীবনে কোনদিন পিওনের
চাকরি না করেও অস্ট্রেলিয়ার
আছে একটা “ ক্লার্ক ”!
※ সরকারী চাকরী না করেও দ.আফ্রিকার
আছে একটা “ আমলা ”!
※ সেলাই জানুক আর না জানুক
নিউজিল্যান্ডের আছে “ টেইলর ”!
※ যতই খারাপ হোক তবুও ও.ইন্ডিজের
আছে “ বেস্ট ”!
※ কুরআন মুখস্ত না করেও পাকিস্তানের
আছে ” হাফিজ ”!
※ যুদ্ধ না করেও বাংলাদেশে আছে ”
গাজী ”!
※ জীবিত থেকেও বাংলাদেশে আছে “
শাহাদাত ”!
※ বিয়ে করে বাচ্চার বাপ হওয়ার পরেও
শ্রীলংকায় আছে ” কুমার ”!
※ রান্না করতে পারুক আর না পারুক
ইংলেন্ডে আছে " কুক "!
(Collected)
ফরিয়াদ – কাজী নজরুল ইসলাম
ফরিয়াদ
কাজী নজরুল ইসলাম
মাগে প্রতিকার, উত্তর দাও, আদি-পিতা ভগবান!-
আমার আঁখির দুখ-দীপ নিয়া
বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া,
যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভ’রে ওঠে সারা প্রাণ!
এত ভালো তুমি? এত ভালোবাসা? এত তুমি মহীয়ান্?
ভগবান! ভগবান!
Tuesday, July 22, 2014
চমকে দেয়ার মত কিছু তথ্য !!!
☞ হিটলার এবং লাদেনের মৃত্যু
ঘোষণা করার দিন
একই
তারিখে। তারিখটি ১ মে।
☞ আমরা সাধারণত মেসেজ,
বা চ্যাটিং এর
সময়
ইংরেজি you কে ছোট করে U লিখি।
এটি সর্বজন
স্বীকৃতি হয়েছে যখন প্রথম
সেক্সপিয়ার
তার
বইতে you এর
পরিবর্তে U ব্যাবহার শুরু করে।
☞ ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ
ডুবে যাওয়ার ১৪
বছর
আগে মর্গান রবার্টসন একটি বই
লিখেছিলো টাইটানিক
জাহাজ সম্পর্কে। বইটির নাম
ছিলো "টাইটান"। ওই
বইতে তিনি লিখেছিলো "
টাইটানিক
জাহাজ
একটি বরফের
টুকরার
সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।"
আর তাই তো হলো।
☞ ভালোবাসা আসলে মানুষের হৃদয়
থেকে অনূভুত হয়
না।
হয় মানুষের ব্রেইন থেকে।
☞ ডায়েট কোকাকোলা পানির
ভিতরে ঢাললে পানির
উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ
যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির
সাথে মিশে যাবে।
☞ মধু ই একমাত্র খাদ্য যা কখনোই
পচে যায় না।
☞ ফেইসবুকে এখন কিন্তু
facebook.com এর
পরিবর্তে fb.com লিখলেই হয়ে যায়।
এই
fb.com
বানানোর জন্য মার্ক জুকারবার্গের
খরচ
হয়েছে ৮.৭
মিলিয়ন ডলার।
☞ পৃথিবী জুড়ে প্রতি বছর ৫০০০০
বারের
ও
বেশী ভূমিকম্প
হয়ে থাকে।
☞ পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮
টি দেশ
ফুটবল
(football) বলে থাকে। আর
বাকি দেশগুলো ফুটবল
খেলাকে সকার (soccer) নামেই
জানে।
☞ সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ
তৈরী করেছে যার
সামনে গিয়ে মানুষ
হাসি দিলে ফ্রিজটি খুলবে।
তাছাড়া খুলবে না।
☞ ২৩ বছর বয়সের
আগে আমেরিকার ৩০
থেকে ৪০%
মানুষ
পুলিশের হাতে গ্রেফতার হয়।
☞ 80 কে letter marks বলা হ্য়
কারণ
L=12, E=5, T=20, T=20,
E=5,R=18
(অক্ষরের অবস্হানগত সংখ্যা)
সুতরাং 12 5 20 20 5 18=80
☞ ইংরেজি madam ও reviver
শব্দকে উল্টো করে
পড়লে একই হবে।
☞ “a quick brown fox jumps
over the
lazy dog”
বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর
আছে।
☞ “ i am” সবচেয়ে ছোট
ইংরেজি বাক্য।
☞ “Education” ও “Favourite”শব্দ
ে সবগুলো vowel
আছে।
☞ “Abstemious ও Facetious
”শব্দে সবগুলো vowel
আছে।
মজার ব্যাপার হল শব্দের vowel
গুলো ক্রমানুসারে ( a-e-i-o-
u) আছে।
☞ ইংরেজি Q দিয়ে গঠিত সকল
শব্দে Qএ
পরে u
আছে।
☞ Rhythm সবচেয়ে দীর্ঘ
ইংরেজি শব্দ
যার
মধ্যে vowel নাই
☞ নীল তিমি সবচেয়ে বড় প্রাণী।
এর ওজন গড় পড়তা ১২৫ টন
হয়ে থাকে।
যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের
যোগফল।
☞ আপনি কি জানেন,
একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
☞ সিংহের গর্জন ৫ মাইল দূর
থেকেও
দিব্যি শোনা যায়।
শুনে মনে হয় আশে পাশের আওয়াজ!!!
☞ নারহোয়েল (Narwhal) এক
প্রকার
তিমি মাছ।
যার দাঁত ৮ ফিট লম্বা হয়ে থাকে।
☞ আইসক্রিম সর্বপ্রথম
চীনে তৈরী হয়েছিল,
তাও খ্রীস্টের জন্মের ২০০০ বছর
আগে।
☞ পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু
মানুষ
নয়,
একটি কুকুর।
☞ শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর
চেয়ে (মানুষ ছাড়া)
বেশী যন্ত্রপাতি ব্যবহার
করতে পারে।
☞ কিং কোবরা পৃথিবীর একমাত্র
সাপ
যে বাসা বাধে।
☞ বিড়ালের দেহের স্বাভাবিক
তাপমাত্রা ১০০.৪
ডিগ্রী ফারেনহাইট
থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইট।
☞ জিরাফের লম্বা গলায় মোট
৭টি হাড়
আছে।
স্যার আলবার্ট আইনস্টাইন এর জীবনের ২৭ টি মজার ঘটনা
স্যার আলবার্ট আইনস্টাইন এর জীবনের 30 টি মজার মজার সব ঘটনা
১. আইনস্টাইন বিশ্বখ্যাত তাঁর আপেক্ষিক তত্ত্বের জন্য। কিন্তু কে কী ভাবত তাঁর আপেক্ষিক তত্ত্ব নিয়ে? জার্মান বা ফরাসীরা? ১৯৩০-এর দশকে সরবোনে (Sorbonne) বক্তৃতা দেওয়ার সময় এ বিষয়ে বলেন, ‘যদি আমার আপেক্ষিক তত্ত্ব সত্য প্রমাণিত হয়, তবে জার্মানি আমাকে জার্মান হিসেবে দাবি করবে। আর ফ্রান্স বলবে যে আমি পুরো বিশ্বের নাগরিক। কিন্তু যদি তত্ত্বটা ভুল প্রমাণিত হয়, তবে ফ্রান্স বলবে, আমি একজন জার্মান এবং জার্মানি বলবে আমি হলাম ইহুদি।’
২.
১. আইনস্টাইন বিশ্বখ্যাত তাঁর আপেক্ষিক তত্ত্বের জন্য। কিন্তু কে কী ভাবত তাঁর আপেক্ষিক তত্ত্ব নিয়ে? জার্মান বা ফরাসীরা? ১৯৩০-এর দশকে সরবোনে (Sorbonne) বক্তৃতা দেওয়ার সময় এ বিষয়ে বলেন, ‘যদি আমার আপেক্ষিক তত্ত্ব সত্য প্রমাণিত হয়, তবে জার্মানি আমাকে জার্মান হিসেবে দাবি করবে। আর ফ্রান্স বলবে যে আমি পুরো বিশ্বের নাগরিক। কিন্তু যদি তত্ত্বটা ভুল প্রমাণিত হয়, তবে ফ্রান্স বলবে, আমি একজন জার্মান এবং জার্মানি বলবে আমি হলাম ইহুদি।’
২.
Tuesday, July 15, 2014
Everything that the UN says and does is in the interest for the powerful... জাতিসংঘ যা বলে, যা করে সবই শক্তিমানদের প্রয়োজনে, তাদেরই স্বার্থে ।
Everything that the UN says and does is in the interest for the powerful...
At the root of all the disasters, conflicts and violence in various countries around the world is the intervention of the world's powerful. The United Nations is largely in their hands. Everything that the UN says and does is in the interest of the powerful. Democracy is called the rule of the people. But in reality, democracy is imposed wherever the powerful want to see it. The job of the UN is to continue to approve that imposed policy. Problems cannot be solved in this way. Democracy cannot be cohesive.
It is really difficult to see peace and stability unless the backward countries of the world can solve their own problems.
স্বাস্থ্য কথা ১: নেট থেকে সংগৃহীত
জন্ডিস
(Jaundice)
সংগৃহিত : কৃতার্থ
সংগৃহিত : কৃতার্থ
জন্ডিস
(Jaundice) কোনো রোগ নয়, রোগের উপসর্গ।
এতে চামড়া
ও চোখ
হলুদ দেখায়
কারণ শরীরে
বিলিরুবিন নামে হলুদ রঞ্জক পদার্থের
পরিমাণ বেড়ে
যায়। বিলিরুবিনের
স্বভাবিক পরিমাণ
< ১.0-১.৫ মিলিগ্রাম/ডেসিলিটার। এর
দ্বিগুণ হলে
বাইরে থেকে
বোঝা যায়।
কিছু ক্ষেত্রে
প্রস্রাব গাঢ়
হলুদ হয়ে
যায়। চামড়া
পাণ্ডুর বা
ফ্যাকাশে দেখায়
বলে একে
আগে পাণ্ডুরোগ
বলা হত।
ভারতীয় উপমহাদেশে
জন্ডিসের একটি
প্রধান কারণ
হল ভাইরাস
ঘটিত হেপাটাইটিস।
>জন্ডিস কি? -জন্ডিস বলতে বুঝায়
ত্বক-চোখ-মিউকাস মেমব্রেনে
হলুদাভ
Monday, July 14, 2014
মাগো, ওরা বলে আবু জাফর ওবায়দুল্লাহ
মাগো, ওরা বলে
আবু জাফর ওবায়দুল্লাহ
‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর, আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি— খোকা তুই কবে আসবি! কবে ছুটি?’চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা।
‘মাগো, ওরা বলে, সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো, মা, তাই কি হয়? তাইতো আমার দেরী হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ী ফিরবো। লক্ষ্মী মা রাগ ক’রো না, মাত্রতো আর কটা দিন।’
‘পাগল ছেলে’ ,
Thursday, July 10, 2014
Very Very Impo'tant Fo FB Uzers ফেসবুকের খুঁটিনাটি Don't Miss 2Save Diz Link
ফেসবুকের খুঁটিনাটি জানা থাকলে সামাজিক যোগাযোগের এই জরুরি ও জনপ্রিয়
ওয়েবসাইটে নিশ্চিন্ত ও নিরাপদ থাকা যায়। বাংলাদেশে এখন ৭০ লাখেরও (২০১৪
খ্রিস্টাব্দ পর্যন্ত হিসাব) বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকের
খুঁটিনাটি জানা ব্যবহারকারীর জন্য জরুরি। কারণ, একদিকে আরও বেশি
কার্যকরভাবে ফেসবুক ব্যবহার করা যাবে, আবার নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও
নিরাপত্তার দিকটাও দেখতে হবে। ফেসবুকের খুঁটিনাটি নিয়েই এ আয়োজন।
ফেসবুকে নাম ও অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য পরিবর্তন করা যায়। এ জন্য প্রথমে www.facebook.com ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকতে হবে।ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন Name-এর ডান পাশের Edit-এ ক্লিক করে নতুন নাম লিখে Save Changes-এ ক্লিক করুন।
ব্যবহারকারীর নাম যুক্ত করা
অনেকেই ফেসবুকে আলাদা একটা নাম (ইউজারনেম) ব্যবহার করে থাকেন। ইউজারনেম ব্যবহার করলে ফেসবুকে কাউকে সহজেই খুঁজে পাওয়া যায় এবং নিজের একটি আলাদা ফেসবুক ঠিকানা (লিংক) হয়। ফেসবুকে ঢোকার (লগ-ইন) সময় ই-মেইল ঠিকানার পরিবর্তে এই ইউজারনেম ব্যবহার করা যায়। ইউজারনেম যোগ করার জন্য প্রথমে Account/Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান থেকে Username-এর ডান পাশের Edit-
ফেসবুকে নাম ও অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য পরিবর্তন করা যায়। এ জন্য প্রথমে www.facebook.com ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকতে হবে।ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন Name-এর ডান পাশের Edit-এ ক্লিক করে নতুন নাম লিখে Save Changes-এ ক্লিক করুন।
ব্যবহারকারীর নাম যুক্ত করা
অনেকেই ফেসবুকে আলাদা একটা নাম (ইউজারনেম) ব্যবহার করে থাকেন। ইউজারনেম ব্যবহার করলে ফেসবুকে কাউকে সহজেই খুঁজে পাওয়া যায় এবং নিজের একটি আলাদা ফেসবুক ঠিকানা (লিংক) হয়। ফেসবুকে ঢোকার (লগ-ইন) সময় ই-মেইল ঠিকানার পরিবর্তে এই ইউজারনেম ব্যবহার করা যায়। ইউজারনেম যোগ করার জন্য প্রথমে Account/Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান থেকে Username-এর ডান পাশের Edit-
মাসের শেষের দিকে তাদের বিবাহ হবার কথা ছিলো, তাদের বাগদান সম্পন্য হয়েছিলো কিন্তু দখলদার ইহুদি, খুনি ইজরাইলি বিমান হামলায় শাহাদাত বরন করেন এই বোনের জান্নাতি(ইনশাআল্লাহ) স্বামী। হবু বরকে শেষ বিদায় জানাতে এসেছিলেন এই ফিলিস্তিনি বোন। যেখানে এই বোনের স্বামীর সাথে একসাথে থাকার কথা ছিলো সেখানে আজ এই বোন এসেছে শহীদ স্বামীকে শেষ বিদায় জানাতে । একজন নারীর জন্য তা কতোটা কষ্টকর তা আর বলার অপেক্ষা রাখে না । রমজানের এই মাসে ফিলিস্তিনে মুসলমানদের রক্তের দরিয়া বইছে। ফিলিস্তিন মুসলিমদের নিজ ভূমি থেকে উচ্ছেদকারী ইজরাইল বিমান থেকে কখন বোমা হামলা করবে এই অপেক্ষায় থাকে নিরীহ ফিলিস্তিনি জনগণ । গত রাতে বিমান হামলায় নিরপরাধ শিশুসহ ১৫ জন ফিলিস্তিন আহত হয়েছে । এক শিশুর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে । ভাবা যায় ! ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই-বোনরা কত কষ্টে আছে ! আজ বিশ্ব মুসলিম নীরব ! নীরব বিলাসী মুসলিম শাসকরা ! মজা লুটছে বিশ্বকাপ আর ইসলাম বহিঃর্ভূত নানা কাজে, অথচ আমাদের আজ এই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকা ফরজ ছিলো। প্রিয় ভাই , আপনি যখন রঙিন পর্দায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখে গোল বলে চিৎকার দিয়ে উঠেন , তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মাজলুম মুসলিমরা জালিমের জুলুম সহ্য করতে না পেরে ইয়া আল্লাহ বলে চিৎকার করে উঠে । আপনি যখন ভাল খাবার দিয়ে শান্তিতে সেহরী-ইফতার করেন , তখন ফিলিস্তিনের মুসলিমরা ইজরাইলি বিমানের ভয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে । জানি ! আমি ,আপনি তাদের জন্য কিছু করতে পারতেছিনা , কিন্তু যেটা করতে পারবো সেটা পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী । আর সেই কাজটা হোল "দুয়া" । তাই আজ থেকে প্রতি ওয়াক্তে নামাজের পর সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দুয়া করতে ভুলবেন না । রাসুল(সাঃ) বলেছেন, "সারা মুসলিম উম্মাহ একটি দেহের মত , যার এক দিকে ব্যাথা উঠলে , সারা শরীরে ব্যাথা দেখা দিবে" । অর্থাৎ , বিশ্বের যেকোন প্রান্তে কোন মুসলিম কষ্ট পেলে তা প্রত্যেক মুসলিমের জন্য কষ্টের কারণ হবে । আল্লাহুয়াকবার , এটাই মুসলিম ভ্রাতৃত্ব ।
মাসের
শেষের দিকে তাদের বিবাহ হবার কথা ছিলো, তাদের বাগদান সম্পন্য হয়েছিলো
কিন্তু দখলদার ইহুদি, খুনি ইজরাইলি বিমান হামলায় শাহাদাত বরন করেন এই বোনের
জান্নাতি(ইনশাআল্লাহ) স্বামী।
হবু বরকে শেষ বিদায় জানাতে এসেছিলেন এই ফিলিস্তিনি বোন। যেখানে এই বোনের স্বামীর সাথে একসাথে থাকার কথা ছিলো সেখানে আজ এই বোন এসেছে শহীদ স্বামীকে শেষ বিদায় জানাতে । একজন নারীর জন্য তা কতোটা কষ্টকর তা আর বলার অপেক্ষা রাখে না ।
রমজানের এই মাসে ফিলিস্তিনে মুসলমানদের রক্তের দরিয়া বইছে। ফিলিস্তিন মুসলিমদের নিজ ভূমি থেকে উচ্ছেদকারী ইজরাইল বিমান থেকে কখন বোমা হামলা করবে এই অপেক্ষায় থাকে নিরীহ ফিলিস্তিনি জনগণ । গত রাতে বিমান হামলায় নিরপরাধ শিশুসহ ১৫ জন ফিলিস্তিন আহত হয়েছে । এক শিশুর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে । ভাবা যায় ! ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই-বোনরা কত কষ্টে আছে !
আজ বিশ্ব মুসলিম নীরব ! নীরব বিলাসী মুসলিম শাসকরা ! মজা লুটছে বিশ্বকাপ আর ইসলাম বহিঃর্ভূত নানা কাজে, অথচ আমাদের আজ এই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকা ফরজ ছিলো।
প্রিয় ভাই ,
আপনি যখন রঙিন পর্দায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখে গোল বলে চিৎকার দিয়ে উঠেন , তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মাজলুম মুসলিমরা জালিমের জুলুম সহ্য করতে না পেরে ইয়া আল্লাহ বলে চিৎকার করে উঠে । আপনি যখন ভাল খাবার দিয়ে শান্তিতে সেহরী-ইফতার করেন , তখন ফিলিস্তিনের মুসলিমরা ইজরাইলি বিমানের ভয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে । জানি ! আমি ,আপনি তাদের জন্য কিছু করতে পারতেছিনা , কিন্তু যেটা করতে পারবো সেটা পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী । আর সেই কাজটা হোল "দুয়া" । তাই আজ থেকে প্রতি ওয়াক্তে নামাজের পর সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দুয়া করতে ভুলবেন না । রাসুল(সাঃ) বলেছেন, "সারা মুসলিম উম্মাহ একটি দেহের মত , যার এক দিকে ব্যাথা উঠলে , সারা শরীরে ব্যাথা দেখা দিবে" । অর্থাৎ , বিশ্বের যেকোন প্রান্তে কোন মুসলিম কষ্ট পেলে তা প্রত্যেক মুসলিমের জন্য কষ্টের কারণ হবে । আল্লাহুয়াকবার , এটাই মুসলিম ভ্রাতৃত্ব ।
হবু বরকে শেষ বিদায় জানাতে এসেছিলেন এই ফিলিস্তিনি বোন। যেখানে এই বোনের স্বামীর সাথে একসাথে থাকার কথা ছিলো সেখানে আজ এই বোন এসেছে শহীদ স্বামীকে শেষ বিদায় জানাতে । একজন নারীর জন্য তা কতোটা কষ্টকর তা আর বলার অপেক্ষা রাখে না ।
রমজানের এই মাসে ফিলিস্তিনে মুসলমানদের রক্তের দরিয়া বইছে। ফিলিস্তিন মুসলিমদের নিজ ভূমি থেকে উচ্ছেদকারী ইজরাইল বিমান থেকে কখন বোমা হামলা করবে এই অপেক্ষায় থাকে নিরীহ ফিলিস্তিনি জনগণ । গত রাতে বিমান হামলায় নিরপরাধ শিশুসহ ১৫ জন ফিলিস্তিন আহত হয়েছে । এক শিশুর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে । ভাবা যায় ! ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই-বোনরা কত কষ্টে আছে !
আজ বিশ্ব মুসলিম নীরব ! নীরব বিলাসী মুসলিম শাসকরা ! মজা লুটছে বিশ্বকাপ আর ইসলাম বহিঃর্ভূত নানা কাজে, অথচ আমাদের আজ এই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকা ফরজ ছিলো।
প্রিয় ভাই ,
আপনি যখন রঙিন পর্দায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখে গোল বলে চিৎকার দিয়ে উঠেন , তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মাজলুম মুসলিমরা জালিমের জুলুম সহ্য করতে না পেরে ইয়া আল্লাহ বলে চিৎকার করে উঠে । আপনি যখন ভাল খাবার দিয়ে শান্তিতে সেহরী-ইফতার করেন , তখন ফিলিস্তিনের মুসলিমরা ইজরাইলি বিমানের ভয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে । জানি ! আমি ,আপনি তাদের জন্য কিছু করতে পারতেছিনা , কিন্তু যেটা করতে পারবো সেটা পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী । আর সেই কাজটা হোল "দুয়া" । তাই আজ থেকে প্রতি ওয়াক্তে নামাজের পর সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দুয়া করতে ভুলবেন না । রাসুল(সাঃ) বলেছেন, "সারা মুসলিম উম্মাহ একটি দেহের মত , যার এক দিকে ব্যাথা উঠলে , সারা শরীরে ব্যাথা দেখা দিবে" । অর্থাৎ , বিশ্বের যেকোন প্রান্তে কোন মুসলিম কষ্ট পেলে তা প্রত্যেক মুসলিমের জন্য কষ্টের কারণ হবে । আল্লাহুয়াকবার , এটাই মুসলিম ভ্রাতৃত্ব ।
Wednesday, July 09, 2014
প্রতিদিন পুকুরের কিনারায় গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে। খুব ভালো লাগে
তার পানির ভেতরে নিজের ছবি দেখতে। একদিন সে সাথে ছোট্ট ভাইটিকে নিয়ে গেল।
মালিহা আজ খুব সেজেগুছে গেল।
মালিহা: দেখেছো ঐ যে পানির মধ্যে আমার কি সুন্দর ছবি দেখা যায়।
ছোট্ট ভাই: সত্যিইতো। খুব সুন্দর!
ছোট্ট ভাইটি কৌতুহল বশত ছবিটি ধরার জন্য পানিতে হাত দেয়। অমনি পানি নড়ে ওঠে।
মালিহা (প্রচন্ড বিরক্তিভরে): তুমি এ কি করলে? আমার ছবিটি নষ্ট করে দিলে? সবকিছু এলোমেলো করে দিলো? কেন যে তোমাকে নিয়ে এলাম?
মৃদু হিলোল্লিত পানিকে মালিহা দুহাত দিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এতে পানি আরো অশান্ত হয়ে উঠলো।
মালিহার উত্তেজনা দেখে এক বৃদ্ধ: কি হয়েছে তোমার? অমন করছো কেন?
মালিহা: পানি যে কিছুতেই শান্ত হচ্ছে না।
বৃদ্ধ: পানিকে নাড়াচাড়া করো না। তাহলে একটু পরে এমনিতেই সে শান্ত হয়ে যাবে।
মালিহা: কিন্তু আমার যে সহ্য হচ্ছে না। এক্ষুণি শান্ত করতে হবে।
শিক্ষা:
জীবনে এমন কিছু সমস্যা আছে, যা নিয়ে ঘাটাঘাটি করা ঠিক নয়। তাতে তা আরো প্রকট হয়। তাই সময়ের জন্যই তা রেখে দেয়া উচিত।
মালিহা: দেখেছো ঐ যে পানির মধ্যে আমার কি সুন্দর ছবি দেখা যায়।
ছোট্ট ভাই: সত্যিইতো। খুব সুন্দর!
ছোট্ট ভাইটি কৌতুহল বশত ছবিটি ধরার জন্য পানিতে হাত দেয়। অমনি পানি নড়ে ওঠে।
মালিহা (প্রচন্ড বিরক্তিভরে): তুমি এ কি করলে? আমার ছবিটি নষ্ট করে দিলে? সবকিছু এলোমেলো করে দিলো? কেন যে তোমাকে নিয়ে এলাম?
মৃদু হিলোল্লিত পানিকে মালিহা দুহাত দিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এতে পানি আরো অশান্ত হয়ে উঠলো।
মালিহার উত্তেজনা দেখে এক বৃদ্ধ: কি হয়েছে তোমার? অমন করছো কেন?
মালিহা: পানি যে কিছুতেই শান্ত হচ্ছে না।
বৃদ্ধ: পানিকে নাড়াচাড়া করো না। তাহলে একটু পরে এমনিতেই সে শান্ত হয়ে যাবে।
মালিহা: কিন্তু আমার যে সহ্য হচ্ছে না। এক্ষুণি শান্ত করতে হবে।
শিক্ষা:
জীবনে এমন কিছু সমস্যা আছে, যা নিয়ে ঘাটাঘাটি করা ঠিক নয়। তাতে তা আরো প্রকট হয়। তাই সময়ের জন্যই তা রেখে দেয়া উচিত।
Tuesday, July 08, 2014
৩০ টি অবাক করা মজার তথ্য।
1) অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে। তাহলে তো তার অনেক হৃদয়বান হওয়ার কথা তাইনা?
2) আপেল খেতে যতই স্বাদ লাগুক, জেনে নিও আপেলের ৮৪ ভাগই পানি।
3) এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।
4) এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।
5) এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ক্যালরি তাপ ক্ষয়।
6) গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।
7) চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
8) চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।
9) জলের হাতি বা জলহস্তি পানির নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।
10) যখন চাঁদ সরাসরি মাথার উপর,তখন আপনার ওজন সবচেয়ে কম।
11) ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
12) তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!
13) তুমি কি জানো, এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব!
14) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।
15) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
16) পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।
17) পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশিররভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
19) ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে!
21) মৌমাছির চোখ পাঁচটি।
23) শামুক পা দিয়ে নি:শ্বাস নেয় । শামুকের নাক চারটি ।
24) শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।
25) হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।
26) বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।
27) গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২ লাখ বার পলক ফেলে।
28) মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ।
29) হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
30) মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত!
31) প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়।
32) আপনি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবেন না। বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
33) ডলফিন একচোখ খোলা রেখে ঘুমায়। একটু চেষ্টা করে দেখি আমরা পারি কিনা!!!:পি
34) গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো!
35) আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির পানি খরচ করতে হয়।
www.fb.com/jrliton77
Monday, July 07, 2014
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী।
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানী।
শস্যশ্যামল ফসল ভরা মাটির ডালিখানি
খোদা তোমার মেহেরবানী।।
তুমি কতই দিলে রতন
ভাই বেরাদর পুত্র স্বজন,
ক্ষুধা পেলেই অন্ন জোগাও
মানি চাইনা মানি।।
খোদা! তোমার তোমার হুকুম তরক করি আমি অতি প্রায়,
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।
শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ- হাশরে,
পথ না ভুলি তাই ত দিলে
পাক কোরানের বাণী।।
খোদা, তোমার মেহেরবানী।।
Sunday, July 06, 2014
পণ্ডশ্রম - শামসুর রাহমান
পণ্ডশ্রম
শামসুর রাহমান
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
Subscribe to:
Posts (Atom)