Tuesday, July 15, 2014

Everything that the UN says and does is in the interest for the powerful... জাতিসংঘ যা বলে, যা করে সবই শক্তিমানদের প্রয়োজনে, তাদেরই স্বার্থে ।

                           Everything that the UN says and does is in the interest for the powerful...

At the root of all the disasters, conflicts and violence in various countries around the world is the intervention of the world's powerful. The United Nations is largely in their hands. Everything that the UN says and does is in the interest of the powerful. Democracy is called the rule of the people. But in reality, democracy is imposed wherever the powerful want to see it. The job of the UN is to continue to approve that imposed policy. Problems cannot be solved in this way. Democracy cannot be cohesive.
It is really difficult to see peace and stability unless the backward countries of the world can solve their own problems. 


জাতিসংঘ যা বলে, যা করে সবই শক্তিমানদের প্রয়োজনে, তাদেরই স্বার্থে ।



বিশ্বব্যাপী  বিভিন্ন দেশে যত বিপর্যয়,যত সংঘাত সংগ্রাম এবং সহিংসতা তার মূলে রয়েছে বিশ্বের শক্তিমানদের হস্তক্ষেপ । 

জাতিসংঘ বহূলাংশে তাদেরই হস্তগত । জাতিসংঘ যা বলে, যা করে সবই শক্তিমানদের প্রয়োজনে, তাদেরই স্বার্থে ।

গনতন্ত্রকে বলা হয় জনগনের শাসন। কিন্তূ বাস্তবে শক্তিমানরা যেখানে যেরকম গনতন্ত্র দেখতে চায়,সেখানে চাপিয়ে দেওয়া হয় সেরকম গনতন্ত্র। 

জাতিসংঘের কাজ যেন সেই চাপিয়ে দেওয়া নীতিকে ক্রমাগত অনুমোদন দিয়ে যাওয়া । 

এই পন্থায় সমস্যার সমাধান আসেনা, আসতে পারেনা। গনতন্ত্র সুসংসহত হতে পারে না্ ।

বিশ্বের পশ্চাদপদ দেশগুলো যতদিন নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে না পারবে,ততদিন শান্তি ও স্থিতির দেখা পাওয়া সত্যিই  কঠিন।


                        

No comments:

Post a Comment