Wednesday, July 09, 2014

প্রতিদিন পুকুরের কিনারায় গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে। খুব ভালো লাগে তার পানির ভেতরে নিজের ছবি দেখতে। একদিন সে সাথে ছোট্ট ভাইটিকে নিয়ে গেল। মালিহা আজ খুব সেজেগুছে গেল।
মালিহা: দেখেছো ঐ যে পানির মধ্যে আমার কি সুন্দর ছবি দেখা যায়।
ছোট্ট ভাই: সত্যিইতো। খুব সুন্দর!
ছোট্ট ভাইটি কৌতুহল বশত ছবিটি ধরার জন্য পানিতে হাত দেয়। অমনি পানি নড়ে ওঠে।
মালিহা (প্রচন্ড বিরক্তিভরে): তুমি এ কি করলে? আমার ছবিটি নষ্ট করে দিলে? সবকিছু এলোমেলো করে দিলো? কেন যে তোমাকে নিয়ে এলাম?
মৃদু হিলোল্লিত পানিকে মালিহা দুহাত দিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এতে পানি আরো অশান্ত হয়ে উঠলো।
মালিহার উত্তেজনা দেখে এক বৃদ্ধ: কি হয়েছে তোমার? অমন করছো কেন?
মালিহা: পানি যে কিছুতেই শান্ত হচ্ছে না।
বৃদ্ধ: পানিকে নাড়াচাড়া করো না। তাহলে একটু পরে এমনিতেই সে শান্ত হয়ে যাবে।
মালিহা: কিন্তু আমার যে সহ্য হচ্ছে না। এক্ষুণি শান্ত করতে হবে।
শিক্ষা:
জীবনে এমন কিছু সমস্যা আছে, যা নিয়ে ঘাটাঘাটি করা ঠিক নয়। তাতে তা আরো প্রকট হয়। তাই সময়ের জন্যই তা রেখে দেয়া উচিত।

No comments:

Post a Comment