Tuesday, November 20, 2018

Online Birth Certificate Check

Just Click On the Link Below & Put The Birth Registration Number in First Box and the Date of Birth in the Next Box & then Click on Verify Button.

Click Here

Sunday, September 16, 2018

বাল্যবন্ধু


বাল্যবন্ধু
জাহেদুর রহিম লিটন


যাইতাম যখন আমার বন্ধুর ছোট্ট কুঁড়েঘরে,
বসতে দিত বেতের পিঁড়ায় কত আদর করে।

খোঁপায় দিত বেলীর মালা, হাতে রেশমী চুরি,
গলায় পরতো বকুল মালা, পরনে নীল শাড়ী।

Thursday, July 05, 2018

আমার কিছু লেখা। My Collections.

                      To Read Out Just Hit On The Link Below:


Fake Love

Chain Of Love  

ঘুমাইয়া কাজা করেছি ফজর I’ve missed the Fazr prayer




ঘুমাইয়া কাজা করেছি ফজর,
তখনো জাগিনি যখন যোহর,
হেলা খেলায় কেটেছে আসর
মাগরিবের আজ শুনি আজান
জামাত শামিল হওরে এশাতে
এখনো জমাতে আছে স্থান
।।
                          কাজী নজরুল ইসলাম

I’ve missed the Fazr prayer
By sleeping,
Neither did I awaken;
When the Zohr did beckon.
And the Asr prayer, I whiled away
In idleness and play.
The call for the Mugrib also I hear
Still we have time to join the Esha prayer.
              Translated By
                            Jahedur Rahim Liton
                               Assistant Teacher
আই’ভ্ মিস্ট্ দা ফযর 'প্রেইয়া
বাই স্লীপিং,
নাইদা ডিজাই অ্যাউয়েই’কন্;
ওয়েনদা জোহ ডিড্ বেকন্ ।
অ্যান্ দা আসর্ 'প্রেইয়া, আই ওয়াইল্ড অ্যাউয়েই
ইন আইড্লনেস অ্যান্ প্লেই ।
দা কল ফ:দা মাগরিব অলস্যৌ আই হিয়া
স্টিল উয়্যিাভ্ 'টাইম টাজ্বইন দাঈশা প্রেইয়া।
                 Phonemic Transcription Written By
                         Jahedur Rahim Liton
                           Assistant Teacher

I'm Here

আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি ।। Give me a little room to sit in my mother’s-heart

আমায় একটু জায়গা দাও

Saturday, June 02, 2018

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম - Both Male Version & Female Version

              Male Version
একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মনপিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম

Tuesday, May 08, 2018

স্মৃতিচারণ জাহেদুর রহিম লিটন



স্মৃতিচারণ
জাহেদুর রহিম লিটন

জানি তুমি চলে যাবে, ফিরিবে না আর,
তবুও কেন মন তুমাকেই;
ডাকে শুধু বারে বার

বলেছিলে তুমি প্রিয়ে থাকিবে,
চিরকাল বন্ধু হয়ে,
আজ যে চলে যাচ্ছ নিজেকে নিয়ে

চলে যাবে তুমি,ফিরাব না তুমাকে,
যদি স্মরণে কভু আসে মোরে প্রাতে;
দেখে নিও তুমি মোরে, দিবা-স্বপনেতে

ফিরাতে চাইনি তোমায়,এই ভাবনায়,
যবে আসে আসিবে না নিদ নিশীতে;
তখনই ভাবিবে মন শুধুই তোমাকে

জীবন খাতার হিসাব কষিতে,
যবে বসিবে মোর মন;
তখনিই করিব আমি তুমারই স্মৃতিচারণ।

Friday, April 20, 2018

World Music - বিশ্ব সঙ্গীত Full Song With Lyrics




World Music
 - বিশ্ব সঙ্গীত

We shall overcome,
We shall overcome;
We shall overcome, some day.
Oh, deep in my heart,
I do believe;
We shall overcome, some day.
We're not alone,

We're not alone;
We're not alone, today.
Oh, deep in my heart,
I do believe;
We shall overcome, some day.

We are not afraid,
We are not afraid;
We are not afraid, today.
Oh, deep in my heart,
I do believe;
We shall overcome, some day.



We'll walk hand in hand,
We'll walk hand in hand;
We'll walk hand in hand, some day.
Oh, deep in my heart,
I do believe;
We shall overcome, some day.

We shall live in peace,
We shall live in peace;
We shall live in peace, some day.
Oh, deep in my heart,
I do believe;
We shall overcome, some day.

The whole wide world around,
The whole wide world around;
The whole wide world around some day.
Oh, deep in my heart,
I do believe;
We shall overcome, some day.

আমরা করব জয়,
আমরা করব জয়,
আমরা করব জয় একদিন 
ওহো বুকের গভীরেআমরা জেনেছি,
যে আমরা করব জয় একদিন 

আমরা নই একা,
আমরা নই একা,
আমরা নই একাআজকে
ওহো বুকের গভীরেআমরা জেনেছি,
যে আমরা করব জয় একদিন 


আমাদের নেই কোন ভয়,
আমাদের নেই কোন ভয়,
আমাদের নেই কোন ভয়আজকে
ওহো বুকের গভীরেআমরা জেনেছি,
যে আমরা করব জয় একদিন 


Click To Enjoy In Bengali



https://www.blogger.com/video-thumbnail.g?contentId=5976bb48642c342b&zx=v2j500dud346