Tuesday, October 06, 2020

ঘুমাইয়া কাজা করেছি ফজর, I’ve missed the Fazr prayer By sleeping, Neither did I awaken;

 

ঘুমাইয়া কাজা করেছি ফজর,
তখনো জাগিনি যখন যোহর,
হেলা  খেলায় কেটেছে আসর
মাগরিবের আজ শুনি আজান
জামাত শামিল হওরে এশাতে
এখনো জমাতে আছে স্থান
।।
                          কাজী নজরুল ইসলাম

I’ve missed the Fazr prayer
By sleeping,
Neither did I awaken;
When the Zohr did beckon.
And the Asr prayer, I whiled away
In idleness and play.
The call for the Mugrib also I hear
Still we have time to join the Esha prayer.
              Translated By
                            Jahedur Rahim Liton
                               Assistant Teacher
আই’ভ্ মিস্ট্ দা ফযর 'প্রেইয়া
বাই স্লীপিং,
নাইদা ডিজাই অ্যাউয়েই’কন্;
ওয়েনদা জোহ ডিড্ বেকন্ ।
অ্যান্ দা আসর্ 'প্রেইয়া, আই ওয়াইল্ড অ্যাউয়েই
ইন আইড্লনেস অ্যান্ প্লেই ।
দা কল ফ:দা মাগরিব অলস্যৌ আই হিয়া
স্টিল উয়্যিাভ্ 'টাইম টাজ্বইন দাঈশা প্রেইয়া।
                 Phonemic Transcription Written By
                         Jahedur Rahim Liton
                           Assistant Teacher

I'm Here

Saturday, October 03, 2020

Song for Mashrafe. Lyrics Both in Bengali & English

 


সময়ের সুরে সুরে বদলে গেছে বিজয়ের গান,
মুক্তির পথ দিশারী হয়েএনেছ আলোর সন্ধান
তুমি 'ক্রিকেটা,তুমি 'টাইগা,
তুমি গর্জে উঠা বাঘের হুংকার
মাশরাফি,তুমি মাশরাফি,
তুমি ষোল কোটি প্রাণের দাবি

মাশরাফি,তুমি মাশরাফি,
হৃদয়ে মিশে থাকা প্রতিচ্ছবি


তুমি হার না মানা এক বীর যোদ্ধা,
তুমার প্রতি কোটি মানুষের শ্রদ্ধা
দুঃসময়ে তুমার চোখে দেখি আশার রেশ,
তুমার হাতে থাকতে  সোনার বাংলাদেশ

Sunday, September 27, 2020

Mother’s Laugh

 Mother’s Laugh


Give me a little room
To sit in my mother’s-heart,
I’m uninvited one;
Guilty with many more guilt.

Friday, August 28, 2020

Exclusive pronunciation Rules

https://i0.wp.com/i.imgur.com/LEerJOO.jpg?w=600&ssl=1
50 Exclusive pronunciation Rules
Pronunciation is very important for speaking English. Here I’m sharing 50 Exclusive pronunciation Rules.

Tuesday, April 07, 2020

নারী - কাজী নজরুল ইসলাম


নারী
-
কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই -
আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী,
অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ
বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর
অর্ধেক তার নারী।

Monday, March 02, 2020

ISA (vi) Parent Evaluation.doc


word_header_with_border


word_header_with_borderISA Activity Evaluation Form For Parent/ Guardian

ISA (v) Full Award Application Form

                                           ISA (v)   Full Award Application Form

ISA (vi) Parent Evaluation.doc


word_header_with_border


word_header_with_borderISA Activity Evaluation Form For Parent/ Guardian

ISA 4 (iv) ISA Action Plan Details Sheet


INTERNATIONAL SCHOOL AWARD - ACTION PLAN FORM

 

 

Step 1 - ABOUT YOUR SCHOOL

School name*:
Type of school*:
 Nursery (ages 0-5)

ISA 3 (iii) International Policy Template


word_header_with_border


International School Award (ISA) - International Policy

ISA 2 (ii) Coordinator Job Description



word_header_with_borderInternational Coordinator Job Description

ISA (i) Audit of international work





Audit of international work: Guidance notes and template

word_header_with_borderআন্তর্জাতিক কাজের নিরীক্ষণ: নির্দেশনা নোট এবং টেমপ্লেট

Saturday, February 29, 2020

Difference between Abbreviation and Acronyms:


Abbreviation or Acronyms is used to shorten a big name or a sentence. This technique is used in spoken conversation and written English because it is smart and easy way to remember or express the whole big name.
Basically, an Abbreviation or Acronyms is formed by the first letter or first some letters of the words of a name or sentence.

Friday, February 21, 2020

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Shaheed minar Roehl.jpg
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনার, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদদের স্মৃতিতে।
আনুষ্ঠানিক নামআন্তর্জাতিক মাতৃভাষা দিবস
তাৎপর্যসংস্কৃতি ও বহুভাষাবাদের প্রতি গণ জাগরণ
তারিখ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি)
পরবর্তী সময়এক্সপ্রেশন ত্রুটি: অযাচিত < অপারেটর।
সংঘটনবার্ষিক

Thursday, February 20, 2020

বাংলা ভাষা আন্দোলন

অনুসন্ধানে ঝাঁপ দিন
রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার আদায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় আয়োজিত মিছিল
বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবীর বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে, অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী।

Saturday, January 04, 2020

যেভাবে ধাপে ধাপে Power Point দিয়ে ডিজিটাল কনটেন্ট তৈরি করবেন

বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের পাঠের বিষয়টি সহজে বোধগম্য করে তোলার জন্য  ডিজিটাল কনটেন্ট তৈরী করে পাঠদান করা ছাড়া অন্য কোন  কোন বিকল্প নেই।আপনি নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসবে গড়ে তুলতে চাইলে অবশ্যই Power Point ব্যবহার করে ডিজিটাল কনটেন্ট তৈরি করে পাঠদান করতে হবে।আপনারা কীভাবে ধাপে ধাপে ডিজিটাল কনটেন্ট তৈরী করবেন তার একটি নমুনা দেয়া হল।

যদিও এটি শতভাগ খাঁটি অনুকরণীয় নমুনা নয়। পাঠর চাহিদানুযায়ী এটি পরিবর্তনযোগ্য। বাংলা-ইংরেজি পাঠের জন্য প্রয়োজনীয় ধাপ সংযুক্ত করতে হবে।

স্লাইড নম্বর-১

কার্যাবলীঃ

শুভেচ্ছা /স্বাগতম জানাতে হবে।এজন্য স্লাইডে ফুল বা পাখি বা পাঠসংশ্লিষ্ট কোন ছবি দিতে হবে।

স্লাইড নম্বর-২

কার্যাবলীঃপরিচিতি

নিজের নাম,ছবি,পদবী,প্রতিষ্ঠান,মোবাইল নম্বর,ই-মেইল ইত্যাদি দেয়া যেতে পারে।

স্লাইড নম্বর-৩

কার্যাবলীঃপাঠ বা বিষয় পরিচিতি

বিষয়,শ্রেণি,পাঠ, অধ্যায়, সময়,পিরিয়ড,তারিখ  দিতে হবে।

স্লাইড নম্বর-৪

কার্যাবলীঃ আবেগ সৃষ্টি/মানসিক পরিবেশ সৃষ্টি

মানিসক পরিবেশ সৃষ্টি অথবা পাঠ শিরোনাম ঘোষণার জন্য ছবি বা ভিডিও দেখিয়ে বা প্রশ্ন করে শিক্ষার্থীদের কাছ থেকে পাঠের বিষয়বস্তু বের করে নিয়ে আসা বা বোর্ডে লিখে দেয়া যেতে পারে।

স্লাইড নম্বর-৫

কার্যাবলীঃ পাঠ ঘোষণা

পাঠ ঘোষণা না লিখে শুধু পাঠের নাম  বিষয়বস্তু লিখে  লিখে আন্ডারলাইন করে দিতে পারেন।

যেমনঃপানি দূষণ।একইসাথে শিক্ষার্থীদের খাতায় লিখে নেওয়ার কথা বলা যেতে পারে।

স্লাইড নম্বর-৬

কার্যাবলীঃশিখনফল

এই পাঠ শেষে শিক্ষার্থীরা——–

১————-বলতে পারবে

২————-ব্যাখ্যা করতে পারবে/লিখতে পারবে

৩————–শনাক্ত করতে পারবে/সমাধান করতে পারবে/বিশ্লেষণ করতে পারবে

এরকম কয়েকটি শিখনফল নিতে হবে।

স্লাইড নম্বর-৭

কার্যাবলীঃউপস্থাপন

উপস্থাপন কথাটি সরাসরি লেখার দরকার নেই।পাঠ সংশ্লিষ্ট কোনো ছবি বা ভিডিও দেখিয়ে সেখান থেকে প্রয়োজনে Clue দিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করা যেতে পারে। ছবি বা ভিডিও দেখে যাতে শিক্ষার্থীদের মনে অনুসন্ধান এবং চিন্তা  করার প্রবণতা জাগে এবং শিখনফল বোধগম্য হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।প্রয়োজনে একাধিক স্লাইড ব্যবহার করা যাবে।

স্লাইড নম্বর-৮

কার্যাবলীঃএকক কাজ

—————-কি অথবা কাকে বলে?

—————-সংজ্ঞা লিখ।

——————-তালিকা কর/উল্লেখ কর।

একক কাজ হিসেবে ছোট ছোট কাজ দিন যাতে শিক্ষার্থীরা নিজে নিজে চিন্তা করে উত্তর দিতে পারে।

শিখনফল বর্হিভূত কোন প্রশ্ন দেয়া যাবেনা।

এক কথায় উত্তর দেয়া যাবে এমন প্রশ্ন দেয়া যাবেনা।

স্লাইড নম্বর-৯

কার্যাবলীঃ শিখনফলের আলোকে পাঠ উপস্থাপন

২য় শিখনফল অর্জন করার জন্য একইভাবে পাঠ সংশ্লিষ্ট কোনো ছবি বা ভিডিও দেখিয়ে সেখান থেকে প্রয়োজনে Clue দিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করা যেতে পারে। ছবি বা ভিডিও দেখে যাতে শিক্ষার্থীদের মনে অনুসন্ধান এবং চিন্তা  করার প্রবণতা জাগে এবং শিখনফল বোধগম্য হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।প্রয়োজনে একাধিক স্লাইড ব্যবহার করা যাবে।

স্লাইড নম্বর-১০

কার্যাবলীঃজোড়ায় কাজ

————————পার্থক্য নির্ণয় কর।

————————ব্যাখ্যা কর।

————————কেন,তা লিখ।

জোড়ায় কাজ হিসেবে ১টি অথবা ২টি কাজ দিন যাতে শিক্ষার্থীরা নিজে নিজে গভীরভাবে চিন্তা করে  অপর সহপাঠীর সাথে আলোচনা করে উত্তর দিতে পারে।

স্লাইড নম্বর-১১

কার্যাবলীঃ

৩য় শিখনফল অর্জন করার জন্য একইভাবে পাঠ সংশ্লিষ্ট কোনো ছবি বা ভিডিও দেখিয়ে সেখান থেকে প্রয়োজনে Clue দিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করা যেতে পারে। ছবি বা ভিডিও দেখে যাতে শিক্ষার্থীদের মনে অনুসন্ধান এবং চিন্তা  করার প্রবণতা জাগে এবং শিখনফল বোধগম্য হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।প্রয়োজনে একাধিক স্লাইড ব্যবহার করা যাবে।

স্লাইড নম্বর-১২

কার্যাবলীঃদলগত কাজ

——————–রূপরেখা তৈরী কর।

——————–যুক্তিসহকারে বুঝিয়ে লিখ।

———————–তালিকা কর।

—————————–চিত্র প্রস্তুত কর।

শিখনফল অনুযায়ী এমন প্রশ্ন করতে হবে যাতে শিক্ষার্থীদের উচ্চতর চিন্তা চেতনার প্রতিফলন ঘটে।

স্লাইড নম্বর-১৩

কার্যাবলীঃমূল্যায়ন

ছোট ছোট প্রশ্ন

ছবি দেখিয়ে প্রশ্ন

মিলকরণ

শূন্যস্থান পূরণ

স্লাইড নম্বর-১৪

কার্যাবলীঃবাড়ীর কাজ

এমন কাজ দিতে হবে যাতে শিক্ষার্থীরা স্বল্প সময়ে কাজটি করতে পারে এবং তাদের উপর যেন বাড়তি কোন চাপ সৃষ্টি না হয়।

স্লাইড নম্বর-১৫

ধন্যবাদ জানিয়ে শেষ করতে হবে

এজন্য ফুল অথবা পাখি অথবা পাঠসংশ্লিষ্ট কোন আকর্ষণীয় ছবি দেয়া যেতে পারে।