Wednesday, May 22, 2013
Saturday, May 18, 2013
Saudi woman reaches Everest summit রক্ষণশীল দেশ সৌদি আরবের এক নারী এই প্রথম বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন।
এভারেস্টজয়ী ২৫ বছরের রাহা মোহাররক ওই দেশটির প্রথম নারী যিনি এই কৃতিত্ব দেখালেন।
বিবিসি শনিবার রাহার খবর প্রকাশ করে বলেছে, এভারেস্টজয়ী সবচেয়ে কম বয়সি আরবও রাহা।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে ইতিহাস গড়লেন রক্ষণশীল দেশ সৌদি আরবের এক নারী।
সৌদি আরবের বন্দর নগরী শহর জেদ্দায় জন্ম নেয়া রাহা বর্তমানে দুবাইয়ে থাকেন।
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিও নিয়েছেন পুরুষশাসিত দেশের এই নারী, যেখানে গাড়ি চালানোর অনুমতিও নেই নারীদের।
এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা শুরুর আগেই রাহাকে অনেক বিপত্তি পাড়ি দিতে হয় বলে তার সহযোগীরা জানিয়েছেন।
তারা বলছেন, রাহার পরিবারের সম্মতি লাভ করা ছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয়ের মতোই কঠিন ব্যাপার।এভারেস্ট
জয়ের পর প্রতিক্রিয়ায় রাহা বলেন, “প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় আমার
কাছে কোনো ব্যাপার নয়, তার চেয়ে বড় বিষয় হচ্ছে এতে অনুপ্রাণিত হয়ে অন্যদের
এগিয়ে আসা।”
এভারেস্ট জয়ের এই মিশনে চারজনের দলে ছিলেন রাহা, যার সঙ্গে প্রথম ব্যক্তি হিসেবে একজন কাতারি ও একজন ফিলিস্তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে উঠার চেষ্টা করেন।
নেপালে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১০ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহের চেষ্টা করছেন তারা।
Raha Moharrak, 25, not only became the first Saudi woman to attempt the climb but also the youngest Arab to make it to the top of Everest, BBC reports.
She is part of a four-person expedition that also includes the first Qatari man and the first Palestinian man attempting to reach the summit.
They are trying to raise $1m (£660,000) for education projects in Nepal.
Originally from Jeddah, Ms Moharrak is a university graduate currently based in Dubai.
বিবিসি শনিবার রাহার খবর প্রকাশ করে বলেছে, এভারেস্টজয়ী সবচেয়ে কম বয়সি আরবও রাহা।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে ইতিহাস গড়লেন রক্ষণশীল দেশ সৌদি আরবের এক নারী।
সৌদি আরবের বন্দর নগরী শহর জেদ্দায় জন্ম নেয়া রাহা বর্তমানে দুবাইয়ে থাকেন।
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিও নিয়েছেন পুরুষশাসিত দেশের এই নারী, যেখানে গাড়ি চালানোর অনুমতিও নেই নারীদের।
এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা শুরুর আগেই রাহাকে অনেক বিপত্তি পাড়ি দিতে হয় বলে তার সহযোগীরা জানিয়েছেন।
এভারেস্ট জয়ের এই মিশনে চারজনের দলে ছিলেন রাহা, যার সঙ্গে প্রথম ব্যক্তি হিসেবে একজন কাতারি ও একজন ফিলিস্তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে উঠার চেষ্টা করেন।
নেপালে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১০ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহের চেষ্টা করছেন তারা।
Saudi woman reaches Everest summit
Desk Reports,
bdnews24.com
Published: 2013-05-18 12:13:00.0
Updated: 2013-05-18 12:16:16.0
1 / 1
A Saudi woman has created history by reaching the summit of world's highest peak, Mount Everest, media reports say.
Raha Moharrak, 25, not only became the first Saudi woman to attempt the climb but also the youngest Arab to make it to the top of Everest, BBC reports.
She is part of a four-person expedition that also includes the first Qatari man and the first Palestinian man attempting to reach the summit.
They are trying to raise $1m (£660,000) for education projects in Nepal.
Originally from Jeddah, Ms Moharrak is a university graduate currently based in Dubai.
Friday, May 17, 2013
বেলা শেষে
বেলা শেষে
লাল হয়ে ঐ নীল নভতল সোনালী হয় যে শেষে,
যেন নেবু রং ওড়না খসিছে রজনীর কালো কেশে।
সখি,এ সন্ধা রড় মধুময়,
দিনশেষে তবু কেন মনে হয়;
এখনও যেটুকু রয়েছে সময়,
লাল হয়ে ঐ নীল নভতল সোনালী হয় যে শেষে,
যেন নেবু রং ওড়না খসিছে রজনীর কালো কেশে।
সখি,এ সন্ধা রড় মধুময়,
দিনশেষে তবু কেন মনে হয়;
এখনও যেটুকু রয়েছে সময়,
লই মোরা ভালোবেশে।
এসো,কাছে এস!
এসো,কাছে এস!
চুম্বন :-* করি সুগন্ধ কালোকেশে।
ঐ যে তুলিনু মুখখানি হাতে,চাও দেখি মুখে মোর
আরেক বার,শেষবার,চোখে লাগুক নেশার ঘোর।
ভুলি যাও ব্যাথা,বৃথা কলঙ্ক,
সলিলের তলে আছে যে পঙ্ক;
তুমি খোলে ধর মধু করঙ্ক,আপন গন্ধে ভোর
কালো হয়ে আসে নীলাভ রেখা,
রাখো এ মিনতি মোর।
Subscribe to:
Posts (Atom)