বেলা শেষে
লাল হয়ে ঐ নীল নভতল সোনালী হয় যে শেষে,
যেন নেবু রং ওড়না খসিছে রজনীর কালো কেশে।
সখি,এ সন্ধা রড় মধুময়,
দিনশেষে তবু কেন মনে হয়;
এখনও যেটুকু রয়েছে সময়,
লাল হয়ে ঐ নীল নভতল সোনালী হয় যে শেষে,
যেন নেবু রং ওড়না খসিছে রজনীর কালো কেশে।
সখি,এ সন্ধা রড় মধুময়,
দিনশেষে তবু কেন মনে হয়;
এখনও যেটুকু রয়েছে সময়,
লই মোরা ভালোবেশে।
এসো,কাছে এস!
এসো,কাছে এস!
চুম্বন :-* করি সুগন্ধ কালোকেশে।
ঐ যে তুলিনু মুখখানি হাতে,চাও দেখি মুখে মোর
আরেক বার,শেষবার,চোখে লাগুক নেশার ঘোর।
ভুলি যাও ব্যাথা,বৃথা কলঙ্ক,
সলিলের তলে আছে যে পঙ্ক;
তুমি খোলে ধর মধু করঙ্ক,আপন গন্ধে ভোর
কালো হয়ে আসে নীলাভ রেখা,
রাখো এ মিনতি মোর।
No comments:
Post a Comment