একটি মায়ের আত্মত্যাগের গল্প
জাপানের ভয়াবহ ভুমিকম্পের সময় অনেক ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে যায়। উদ্ধারকারীরা যখন একে একে খুঁজতে থাকে কেও বেচে আছে কি না ঠিক তখন তারা একটি মহিলার সন্ধান পায়...
মহিলাটি একটু কুজু হয়ে কি যেন আঁকড়ে ধরে আছে। ধ্বংসস্তূপ সরিয়ে তারা মহিলাটিকেবের করে ততোক্ষণে মহিলাটি আর বেছে নেই। তার মাথা ও পীঠ মারাক্তকভাবে আঘাত পেয়েছে দেখে মনে হয়েছে যে সে মাথা ও পীঠ দিয়ে দেয়ালের ভাঙ্গনকে প্রতিরোধ করার চেষ্টা করেছে। তার বুকের মাঝে আঁকড়ে ধরে রাখা একটি ঝুড়িরসন্ধান পায়। ঝুড়িটি যখন খোলা হয় তখন সবাই তো অবাক!!! একটি বাচ্চা! হা একটি বাচ্চা!!!
বাচ্চাটি তখনো ঘুমিয়েআছে অক্ষত ভাবে। ঝুড়িটি ভালো ভাবে ঘেঁটে একটি মোবাইল পাওয়াযায়। তাতে একটি মেসেজ টাইপ করা আছে...
যাতে লিখা আছে............ ............... ............
"তুমি যদি বেচে থাক তাহলে বুঝতে পারবে আমি কতটা ভালবাসতাম!"
ম্যাসেজটি একে একে সবাই পড়ছে আর চোখের জল বেয়ে পড়ছে।
কথাগুলো আনুবাদ করতে গিয়ে আমারও চোখের পানিঅনবরত বের হচ্ছে।
মা, আমরা তোমার সেই অধম সন্তান যারা তোমার ভালবাসাকে বুঝিনা। শুধু একটাই বলি... মা শুধু বকা দেয়...
জাপানের ভয়াবহ ভুমিকম্পের সময় অনেক ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে যায়। উদ্ধারকারীরা যখন একে একে খুঁজতে থাকে কেও বেচে আছে কি না ঠিক তখন তারা একটি মহিলার সন্ধান পায়...
মহিলাটি একটু কুজু হয়ে কি যেন আঁকড়ে ধরে আছে। ধ্বংসস্তূপ সরিয়ে তারা মহিলাটিকেবের করে ততোক্ষণে মহিলাটি আর বেছে নেই। তার মাথা ও পীঠ মারাক্তকভাবে আঘাত পেয়েছে দেখে মনে হয়েছে যে সে মাথা ও পীঠ দিয়ে দেয়ালের ভাঙ্গনকে প্রতিরোধ করার চেষ্টা করেছে। তার বুকের মাঝে আঁকড়ে ধরে রাখা একটি ঝুড়িরসন্ধান পায়। ঝুড়িটি যখন খোলা হয় তখন সবাই তো অবাক!!! একটি বাচ্চা! হা একটি বাচ্চা!!!
বাচ্চাটি তখনো ঘুমিয়েআছে অক্ষত ভাবে। ঝুড়িটি ভালো ভাবে ঘেঁটে একটি মোবাইল পাওয়াযায়। তাতে একটি মেসেজ টাইপ করা আছে...
যাতে লিখা আছে............ ............... ............
"তুমি যদি বেচে থাক তাহলে বুঝতে পারবে আমি কতটা ভালবাসতাম!"
ম্যাসেজটি একে একে সবাই পড়ছে আর চোখের জল বেয়ে পড়ছে।
কথাগুলো আনুবাদ করতে গিয়ে আমারও চোখের পানিঅনবরত বের হচ্ছে।
মা, আমরা তোমার সেই অধম সন্তান যারা তোমার ভালবাসাকে বুঝিনা। শুধু একটাই বলি... মা শুধু বকা দেয়...
No comments:
Post a Comment