Monday, May 13, 2013

বোঝাপড়া --রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার মাপে হয়নি সবাই
তুমিও হওনি সবার মাপে,
তুমি মর কারো ঠেলায়
কেউ-বা মরে তোমার চাপে ।।

তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি,
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি ।।

আকাশ তবু সুনীল থাকে
মধুর ঠেকে ভোরের আলো---
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো ।।




যাহার লাগি চক্ষু বুজে
বহিয়ে দিলাম অশ্রু সাগর
তাহারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর ।।

মনেরে তাই কহ যে,---
ভালোমন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
যাহার লাগি চক্ষু বুঁজি
তাহারে বাদ দিয়াও দেখি
বিশ্ব-ভূবন মস্ত ডাঙ্গর ।।

খুব খানিকটা কেঁদে কেটে
অশ্রু ঢেলে ঘড়া ঘড়া
মনের সাথে কোনরকম
করে নে ভাই বোঝাপড়া ।।

No comments:

Post a Comment