"ভালোবাসা মোরে ভিখারি করেছে"
—কাজী নজরুল ইসলাম
ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমারে করেছে রাণী ।
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
ফেলে দেওয়া মালাখানি,
নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা আমার কেহ বোঝে নাই
মেঘের মরমে যে মিনতি কাঁদে
চাঁদ বুঝিবে না জানি;
ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমারে করেছে রাণী ।
মাধবীলতা গো আজ তুমি
আছ ফুলের স্বপন সুখে
একদিন যবে ফুল ঝরে যাবে
লুটাবে ধূলির বুকে ।
খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়,
কখনো হাসায় কখনো কাঁদায়
মুক হয়ে যায় কারও মুখরতা,
কারও মুখে জাগে বাণী
ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমারে করেছে রাণী ।
—কাজী নজরুল ইসলাম
ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমারে করেছে রাণী ।
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
ফেলে দেওয়া মালাখানি,
নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা আমার কেহ বোঝে নাই
মেঘের মরমে যে মিনতি কাঁদে
চাঁদ বুঝিবে না জানি;
ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমারে করেছে রাণী ।
মাধবীলতা গো আজ তুমি
আছ ফুলের স্বপন সুখে
একদিন যবে ফুল ঝরে যাবে
লুটাবে ধূলির বুকে ।
খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়,
কখনো হাসায় কখনো কাঁদায়
মুক হয়ে যায় কারও মুখরতা,
কারও মুখে জাগে বাণী
ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমারে করেছে রাণী ।
No comments:
Post a Comment