Saturday, August 02, 2014

সুরা ফাতেহা কাব্য-আমপারা - কাজী নজরুল ইসলাম

সুরা ফাতেহা

   কাব্য-আমপারা

কাজী নজরুল ইসলাম

(শুরু করিলাম) ল’য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।


সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা,
করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।
বিচার-দিনের বিভু! কেবল তোমারি
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সহজ সরল পথে মোদেরে চালাও,
যাদের বিলাও দয়া সে পথ দেখাও।
অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, প্রভু,
তাহাদের পথে যেন চালায়ো না কভু।

                         I'm in Facebook

No comments:

Post a Comment