শরতে
আহসান হাবীব
বুল বুল মশগুল, কার গান গাহিরে?
তর বর উঠে পর রাত ভোর দেখ না?
হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাক না।
ঝিক মিক দশ দিক নাই পিক পাপিয়া,
সাদা বক চক চক উড়ে যায় ডাকিয়া।
বিল ঝিল খিল খিল লাল নীল বরণে,
গাছে গাছে ফিঙ্গে নাচে (চঞ্চল )চরনে।
ভেজা ভেজা তাজা তাজা শেফালির সুবাসে,
শিশুদল কোলাহল করে নানা হরষে।
( ... ?... জরিপার ) শ্যাম শাড়ী অঙ্গে,
এ্যলো কেশে এলো হেসে শরত এ বঙ্গে।
( প্রিয় পাঠক বন্ধনীর ভেতরকার শব্দগুলো কি হবে জানা থাকলে নীচের লিংকে ক্লিক করে জানাবেন আশাকরি, ধন্যবাদ )
ফেইসবুকে আমি
Who is that Great Ahsan Habib ? Lets Know
No comments:
Post a Comment