Saturday, August 02, 2014

স্ফুলিঙ্গ - রবীন্দ্রনাথ ঠাকুর

        স্ফুলিঙ্গ

রবীন্দ্রনাথ ঠাকুর

বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে


দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

In Facebook

No comments:

Post a Comment