এক গ্রামের এক যুবতী রমনী একটু দূরের
এক
কূয়া থেকে পানি তুলছিল। পাশ দিয়ে
এক
দরবেশ হেঁটে যাচ্ছিল। ... . যুবতীকে
দেখে তার মনে হল, এই নারী জাতির
মাঝে এমন কি শক্তি, কৌশল ও
ছলনা
রয়েছে, যা দ্বারা তারা বাদশাকে
ফকির, বীরকে ভীরু, আলেমকে
জাহেল,
পাথরকে "মোম", বৃদ্ধকে "যুবক"
বানিয়ে
ইচ্ছে মত খেলাতে পারে! ... . তখন
দরবেশ
এসে তার মনের কথা গুলো ঐ
যুবতীকে
বললো। দরবেশের কথা শুনে যুবতী
তার
শাড়ীর অর্ধেক খুলে ফেললো।
চুলগুলো
এলোমেলো করে, আমাকে বাঁচাও
বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল। ... .
দরবেশ তখন মেয়েটিকে বললো মা
আমি
তোমার কাছে একটা জিনিস জানতে
চাইলাম, আর তুমি কিনা আমার সাথে
ছলনা করে, আমাকে এখন মানুষের
হাতে
মার খাওয়াবে? তিনি কেঁদে ফেললেন
এবং বললেন এটাই কি তোমার
আসল
রূপ? ... . ঐদিকে লোকেরা লাঠি নিয়ে
ছুটে আসছে। যখন মেয়েটি লোকদের
ছুটে
আসতে দেখল, তখন সে কূয়া থেকে
এক
বালটি পানি তুলে সাথে সাথে নিজের
শরীরটাকে ভিজিয়ে নিলো এবং
দরবেশের কাপড়টা কিছু ভিজিয়ে দিল
এবং জোরে জোরে হাপাতে
লাগলো। ...
. লোকেরা এসে জিজ্ঞাসা করলো,
মা
তোমার কি হয়েছে? মেয়েটি বললো
আমি কূয়াতে পরে গিয়ে চিৎকার
করছিলাম তখন এই দরবেশ হুজুর
আমাকে
কষ্ট করে কূয়া থেকে উঠিয়েছেন। তা
না
হলে আমি তো আজ মারাই যেতাম।
তখন
লোকেরা দরবেশকে বাড়ি নিয়ে
অনেক
আপ্যায়ন ও সম্মান করলো। ... .
যখন তিনি
চলে আসবেন তখন মেয়েটি এসে
বললো
হুজুর আপনার প্রশ্নের উত্তর কী
পেয়েছেন? ☞ নারী জাতীরা এই ভাবেই
পুরুষদেরকে শিকার করে থাকে! তাই
সব
সময় নারীদের থেকে দূরে থাকবেন!
[তবে
ইসলাম যতটুকু অনুমতি দেয়]। ☞
নাগিনীর
'ছোবল' খেয়েও অনেক মানুষ বেঁচে
যায়।
কিন্তু ছলনাময়ী নারীর 'ছোবল'
খেয়ে
বেঁচে থাকা বড় দায়। ঈমান, আমল,
জান,
মাল, পিতা-মাতা সব কিছু শেষ হয়ে
যাবে! অতএব !! সাবধান !! সাবধান !!Collected.
Monday, April 30, 2012
Do You Want To Increase The Net Speed ? Collected
1)Open Start menu 2)Click Run.3)Type gpedit.msc 4)Next'll open Group Policy Editor.Go Local Computer-Computer Configuration-Administrative Templates-Network-QOS Packet Scheduler-Limit Reservable Bandwidth. 5)Dubble Click On Limit Reservable Bandwidth.you Can see its Non Configure.select & Click On Enable.Now Go Bandwidth Limit & Write Here 0% & Click OK.
যেভাবে করবেনঃ
ক) স্টার্ট মেনু থেকে Run এ ক্লিক করুন।
gpedit.msc টাইপ করে এন্টার দিন।
খ) তারপর group
Sunday, April 29, 2012
একটি গল্প ও এর থেকে শিক্ষাঃ
একটি গল্প ও এর থেকে শিক্ষাঃ
এক বৃদ্ধা মা তার ছেলে, ছেলের বউ ও ছয় বছরের এক নাতীর সাথে বাস করতেন। বৃদ্ধা মা খুব দুর্বল ছিলেন। তিনি ঠিকভাবে হাঁটতে পারতেন না, চোখে কম দেখতেন, বৃদ্ধ হওয়ার কারনে তার হাত কাঁপতো, কিছু ধরতে পারতেন না । যখন বৃদ্ধা মা ছেলে ও ছেলের বউয়ের সাথে রাতে একসাথে খেতে বসতেন তখন প্রায় প্রতিদিন ই কোন না কোন ঘটনা ঘটাতেন। কোনদিন হয়তো হাত কাঁপার ফলে দুধের গ্লাস ফেলে দিয়ে টেবিল নষ্ট করতেন, আবার কোনদিন ফ্লোরে তরকারী ফেলে দিতেন। প্রতিদিন খাওয়ার সময় এরকম ঝামেলা হওয়ায় ছেলে তার মায়ের জন্য আলাদা একটি টেবিল বানিয়ে দিল। টেবিলটি ঘরের কোণায় সেট করে দিল। বৃদ্ধা মা সেখানে একা বসে খেতেন আর একা একা চোখের পানি ফেলতেন। ছোট্ট নাতীটি এসব নীরবে দেখছিল। একদিন বৃদ্ধা মা কাঁচের প্লেট ভেঙে ফেললেন। বৃদ্ধার ছেলেটি এজন্য তাকে কাঠের প্লেট কিনে দিল। একদিন সন্ধ্যায় বৃদ্ধার ছেলেটি দেখলো তার শিশু বাচ্চা কাঠের টুকরা দিয়ে কি যেন বানাতে চাচ্ছে। বাবা তার ছেলের কাছে গিয়ে বললো, বাবা তুমি কি করছো? তখন শিশুটি বললো, আমি টেবিল ও একটি কাঠের প্লেট বানাচ্ছি। যখন আম্মু বুড়ো হবে তখন কিসে খাবে ! তাই আগে থেকে বানিয়ে রাখছি। ছেলের এরকম কথায় বাবা তার ভুল বুঝতে পারলো। সে তার স্ত্রীকে বললো, এখন থেকে প্রতিদিন আমরা দুজন মাকে খাইয়ে তারপর খাব । কিন্তু হায়, যখন সন্ধ্যার পর তারা দুজন মাকে খাওয়ানোর জন্য গেল তখন দেখলো, তার গর্ভধারিনী মা মারা গেছে ।
শিক্ষা: মা-বাবাকে ভালোবেসো; কষ্ট দিও না তবে সন্তান বাসবে ভালো ভুলে যেও না। রূপ-যৌবন চিরকাল টিকে থাকবে না “যেমন কর্ম তেমন ফল” ব্যত্যয় হবে না।
Colleted
এক বৃদ্ধা মা তার ছেলে, ছেলের বউ ও ছয় বছরের এক নাতীর সাথে বাস করতেন। বৃদ্ধা মা খুব দুর্বল ছিলেন। তিনি ঠিকভাবে হাঁটতে পারতেন না, চোখে কম দেখতেন, বৃদ্ধ হওয়ার কারনে তার হাত কাঁপতো, কিছু ধরতে পারতেন না । যখন বৃদ্ধা মা ছেলে ও ছেলের বউয়ের সাথে রাতে একসাথে খেতে বসতেন তখন প্রায় প্রতিদিন ই কোন না কোন ঘটনা ঘটাতেন। কোনদিন হয়তো হাত কাঁপার ফলে দুধের গ্লাস ফেলে দিয়ে টেবিল নষ্ট করতেন, আবার কোনদিন ফ্লোরে তরকারী ফেলে দিতেন। প্রতিদিন খাওয়ার সময় এরকম ঝামেলা হওয়ায় ছেলে তার মায়ের জন্য আলাদা একটি টেবিল বানিয়ে দিল। টেবিলটি ঘরের কোণায় সেট করে দিল। বৃদ্ধা মা সেখানে একা বসে খেতেন আর একা একা চোখের পানি ফেলতেন। ছোট্ট নাতীটি এসব নীরবে দেখছিল। একদিন বৃদ্ধা মা কাঁচের প্লেট ভেঙে ফেললেন। বৃদ্ধার ছেলেটি এজন্য তাকে কাঠের প্লেট কিনে দিল। একদিন সন্ধ্যায় বৃদ্ধার ছেলেটি দেখলো তার শিশু বাচ্চা কাঠের টুকরা দিয়ে কি যেন বানাতে চাচ্ছে। বাবা তার ছেলের কাছে গিয়ে বললো, বাবা তুমি কি করছো? তখন শিশুটি বললো, আমি টেবিল ও একটি কাঠের প্লেট বানাচ্ছি। যখন আম্মু বুড়ো হবে তখন কিসে খাবে ! তাই আগে থেকে বানিয়ে রাখছি। ছেলের এরকম কথায় বাবা তার ভুল বুঝতে পারলো। সে তার স্ত্রীকে বললো, এখন থেকে প্রতিদিন আমরা দুজন মাকে খাইয়ে তারপর খাব । কিন্তু হায়, যখন সন্ধ্যার পর তারা দুজন মাকে খাওয়ানোর জন্য গেল তখন দেখলো, তার গর্ভধারিনী মা মারা গেছে ।
শিক্ষা: মা-বাবাকে ভালোবেসো; কষ্ট দিও না তবে সন্তান বাসবে ভালো ভুলে যেও না। রূপ-যৌবন চিরকাল টিকে থাকবে না “যেমন কর্ম তেমন ফল” ব্যত্যয় হবে না।
Colleted
Saturday, April 28, 2012
ছেলের স্কুলের প্রধান শিক্ষকের নিকট আব্রহাম লিংকনের চিঠি।
ছেলের স্কুলের প্রধান শিক্ষকের নিকট আব্রহাম লিংকনের চিঠি।
মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি।
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন- সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এ-ও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যোক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে। আমি জানি এটা শিখতে তার সময় লাগবে, তবুও যদি পারেন তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এ-ও তাকে শেখাবেন, কীভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কীভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগ-ভাগেই এ কথা বুঝতে শেখে যারা পীড়নকরী তাদেরই সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তা-ও তাকে বুঝতে শেখাবেন।
আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে- এ শিক্ষাও তাকে দেবেন সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে যে লজ্জা নেই-এ কথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না। কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানবজাতির প্রতি।
সশ্রদ্ধ সালাম,
আব্রহাম লিংকন।
Any Question.........? !! !! !!
Friday, April 27, 2012
Short Key
Ctrl+A=সিলেক্ট অল
Ctrl+B=টেক্সট বোল্ড
Ctrl+C=কপি
Ctrl+D= ফন্ট পরিবর্তনের ডায়লগ বক্স প্রদর্শন
Ctrl+E=সেন্টার এলাইনমেন্ট
Ctrl+F=নির্দিষ্ট কিছু টেক্সট খুজে বের করা (find/replace)
Ctrl+G=Go to. Ctrl+H=রিপ্লেস কমান্ড
Ctrl+I=টেক্সট ইটালিক
Ctrl+J=টেক্সট জাষ্টিফাইড এলাইনমেন্ট করা
Ctrl+K= হাইপারলিংক তৈরী করা
Ctrl+L=টেক্সট লেফট এলাইনমেন্ট করা
Ctrl+M=ইনভেন্ট দেওয়া
Ctrl+N=নতুন ফাইল ওপেন করা
Ctrl+O= পুরাতন ফাইল ওপেন করা
Ctrl+P= প্রিন্ট ডকুমেন্ট
Ctrl+Q=প্যারাগ্রাফের মাঝে স্পেস দেওয়ার জন্য
Ctrl+R=টেক্সট রাইট এলাইনমেন্ট করা
Ctrl+S=ফাইল সেভ করা
Ctrl+T=ইনডেন্ট পরিবর্তন করা
Ctrl+U=টেক্সট আন্ডারলাইন করা
Ctrl+V=কপি করা ডুকুমেন্ট অথবা টেক্সট পেষ্ট করা
Ctrl+W=ফাইল বন্ধ করা
Ctrl+X= ডকুমেন্ট অথবা টেক্সট কাট করা
Ctrl+Y=টেক্সট কপি না করেই পেষ্ট করা
Ctrl+Z=আন ডু করা
Ctrl+F1 Help Contents
Ctrl+F2 Copy Column
Ctrl+F3 Find Next
Ctrl+F4 Repeat Last Command
Ctrl+F5 Data Display
Ctrl+F6 Change Directory
Ctrl+F7 Delete current row
Ctrl+F8 Edit cell
Ctrl+F9 Edit Column Attributes
Ctrl+F10 Update Data
Ctrl+F11 Fill Column
Ctrl+F12 Copy RTF table
Ctrl+B=টেক্সট বোল্ড
Ctrl+C=কপি
Ctrl+D= ফন্ট পরিবর্তনের ডায়লগ বক্স প্রদর্শন
Ctrl+E=সেন্টার এলাইনমেন্ট
Ctrl+F=নির্দিষ্ট কিছু টেক্সট খুজে বের করা (find/replace)
Ctrl+G=Go to. Ctrl+H=রিপ্লেস কমান্ড
Ctrl+I=টেক্সট ইটালিক
Ctrl+J=টেক্সট জাষ্টিফাইড এলাইনমেন্ট করা
Ctrl+K= হাইপারলিংক তৈরী করা
Ctrl+L=টেক্সট লেফট এলাইনমেন্ট করা
Ctrl+M=ইনভেন্ট দেওয়া
Ctrl+N=নতুন ফাইল ওপেন করা
Ctrl+O= পুরাতন ফাইল ওপেন করা
Ctrl+P= প্রিন্ট ডকুমেন্ট
Ctrl+Q=প্যারাগ্রাফের মাঝে স্পেস দেওয়ার জন্য
Ctrl+R=টেক্সট রাইট এলাইনমেন্ট করা
Ctrl+S=ফাইল সেভ করা
Ctrl+T=ইনডেন্ট পরিবর্তন করা
Ctrl+U=টেক্সট আন্ডারলাইন করা
Ctrl+V=কপি করা ডুকুমেন্ট অথবা টেক্সট পেষ্ট করা
Ctrl+W=ফাইল বন্ধ করা
Ctrl+X= ডকুমেন্ট অথবা টেক্সট কাট করা
Ctrl+Y=টেক্সট কপি না করেই পেষ্ট করা
Ctrl+Z=আন ডু করা
Ctrl+F1 Help Contents
Ctrl+F2 Copy Column
Ctrl+F3 Find Next
Ctrl+F4 Repeat Last Command
Ctrl+F5 Data Display
Ctrl+F6 Change Directory
Ctrl+F7 Delete current row
Ctrl+F8 Edit cell
Ctrl+F9 Edit Column Attributes
Ctrl+F10 Update Data
Ctrl+F11 Fill Column
Ctrl+F12 Copy RTF table
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥
যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়--
তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ॥
যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, য
দি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়--
তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে ॥
যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে--
তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে ॥
রাগ: বাউল তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312 রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
ডাউনলোড লিংক: http:// www.bengali-mp3.com/
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥
যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়--
তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ॥
যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, য
দি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়--
তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে ॥
যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে--
তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে ॥
রাগ: বাউল তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312 রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
ডাউনলোড লিংক: http:// www.bengali-mp3.com/
একটি মেয়ে যখন
► একটি মেয়ে যখন আপনার বোন,তখন আপনি তার "দায়িত্ববোধ" অনুভব করতে পারেন ।
► একটি মেয়ে যখন আপনার বন্ধু, তখন আপনি তার "আবেগ" অনুভব করতে পারেন ।
► একটি মেয়ে যখন আপনার প্রেমিকা, তখন আপনি তার "প্রবল অনুরাগ" অনুভব করতে পারেন ।
► একটি মেয়ে যখন আপনার স্ত্রী, তখন আপনি তার "ত্যাগ ও ধৈর্য" অনুভব করতে পারেন ।
► একটি মেয়ে যখন আপনার সন্তান, তখন আপনি তার "নিষ্পাপতা" অনুভব করতে পারেন ।
► একটি মেয়ে যখন আপনার মা, তখন আপনি তাঁর "প্রকৃত ভালোবাসা" অনুভব করতে পারেন ।
Thursday, April 26, 2012
গিটারের নোট
গিটারের নোট বলতে মূলত সুর কে বুঝানো হয় । বাংলায় আমরা
যেটাকে সা, রে, গা, মা, পা, ধা , নি দিয়ে সম্বোধন করি , ইংরেজিতে সেটাকে C D
E F G A B এভাবে সম্বোধন করা হয়। গিটার যেহেতু একটি বিদেশী বাদ্যযন্ত্র ,
তাই এর ইংরেজি গ্রামার ব্যাবহার করলেই শিখতে সুবিধা হয়।
সাইন গুলোর পাশাপাশি নিচের নোট সিরিয়ালটিও মুখস্থ করে নিন। এটি অবশ্যই কাজে
লাগবে।
A–A#–B–C–C#–D–D#–E–F–F#–G–G#–A
[B এবং E এর কোন # (শার্প) নোট হয়না]
টিউনিং হচ্ছে একটি নির্দিষ্ট মাত্রায় গিটারের স্ট্রিং (তার) গুলোকে টাইট
করা। যাতে সঠিক সুর টি আসে। টিউনিং ছাড়া গিটার দিয়ে কখন কোন সঠিক সুর তোলা
সম্ভব নয়। টিউনিং হলো মিউসিক সেন্স এর ব্যপার। এবার আপনার গিটারের তার
গুলোকে হেডস্টক এর টিউনারগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড ঠিক করতে হবে।
গিটারের ফিঙ্গার বোর্ডের বিভিন্ন ফ্রেটস এ আঙ্গুল রেখে বাজালে কোন সুর
(note) টি বাজবে সেটি মনে রাখতে হবে। যখন ফিঙ্গার বোর্ডে কোনরুপ আঙ্গুল না
দিয়ে বাজালে তখন ওপেন নোটগুলো বাজবে।
গিটার শেখার সময় পিক দিয়ে এবং পিক ছাড়া উভয় ভাবে বাজানোর প্রাক্টিস করতে
হবে। পিক হচ্ছে ছোট্ট একটি প্লাস্টিকের ত্রিভুজ আকৃতির খণ্ড, যা দিয়ে গিটার
বাজানো হয়। প্র্যাকটিসের সময় চিন্তা করতে হবে – কি বাজানো হচ্ছে, কেমন
সাউন্ড হচ্ছে এবং তা আপনার পছন্দ হচ্ছে কি না? যখন বিরক্ত লাগবে, তখন হালকা
রেস্ট নিয়ে আবার শুরু করতে হবে। ভাল গিটারিস্ট হতে হলে অবশ্যই প্রচুর
প্র্যাকটিস করতে হবে।
ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মিউজিকাল সিস্টেমে ইংলিশ অ্যালফাবেট এর প্রথম সাতটি
বর্ণ নোট অথবা সাউন্ড এর পিচ রূপে ব্যবহৃত হয়। বর্ণগুলি হল – A B C D E F G
। ঐতিহাসিক কারণে বর্ণ গুলো কীবোর্ড অথবা হারমোনিয়ামে শুরু হয় C থেকে।
অর্থাৎ এভাবে- CDEFGABC. তাই বেশি ভাগ ক্ষেত্রেই গিটারেও এই রুলটি ব্যবহার
করা হয়।
নোটঃ
নিদিষ্ট সাউন্ড বা স্বরকে নোট বলে । নোট মোট ১২টি যথা—
C-C#-D-D#-E-F-F#-G-G#- A- A#-B
অথবা এভাবে বলা যায় –
A#-B -C-C#-D-D#-E-F-F#-G-G#
অকটেভঃ
একটি নোট থেকে একই নামের আরেকটি নোট এর দূরত্বকে অকটেভ বলা হয়। যেমন- A B C
D E F G A – দেখুন এখানে A টি সব নোট শেষে করে আবার A কে টাচ করেছে। এটি
একটি অকটেভ।
Wednesday, April 25, 2012
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-- তোমার মনের মন্দিরে।
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-- তোমার মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-- তোমার চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি-- তোমার প্রাসাদপ্রাঙ্গণে॥
মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী-- তোমার কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে একটি বিন্দু এঁকো-- তোমার ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ টুটিয়া লুটিয়া নিয়ো-- তোমার অতুল গৌরবে॥
Tuesday, April 24, 2012
জ্ঞান,অনুধাবন ও প্রয়োগ মূলক প্রশ্ন চেনার বা করার কৌশল :
জ্ঞান,অনুধাবন ও প্রয়োগ মূলক
প্রশ্ন চেনার বা করার কৌশল
(ক)জ্ঞান মূলকঃ কে,কি,কখন,কোথায় ,কোনটি,নাম কর,তালিকা কর,মনে কর,সঙ্গা দাও,সনাক্ত কর,স্মরণ কর,স্বীকৃতি দাও ইত্যাদি।(খ) অনুধাবন মূলকঃ প্রার্থক্য নির্ণয় কর,ব্যাখ্যা কর,কারণ দর্শাও,দৃষ্টান্ত দাও,প্রদর্শন কর,তুলনা কর,মতামত দাও,প্রমান কর,পূথক কর,উদারণ সহ ব্যাখ্যা কর,নিজের ভাষায় লেখ,অনুবাদ কর,পূর্ণবিন্যাস কর, মন্তব্য কর ইত্যাদি।(গ)প্রয়োগ মূলকঃ তৈরি কর,নির্মান কর,পরীক্ষা কর,কাজ দেখাও,বাচাই কর,প্রয়োগ কর,সম্প্রসারণ কর,উন্নয়ন কর,সম্পর্ক নির্ণয় কর,পূর্ণগঠন কর,ব্যবহার কর ইত্যাদি।
(ক)জ্ঞান মূলকঃ কে,কি,কখন,কোথায় ,কোনটি,নাম কর,তালিকা কর,মনে কর,সঙ্গা দাও,সনাক্ত কর,স্মরণ কর,স্বীকৃতি দাও ইত্যাদি।(খ) অনুধাবন মূলকঃ প্রার্থক্য নির্ণয় কর,ব্যাখ্যা কর,কারণ দর্শাও,দৃষ্টান্ত দাও,প্রদর্শন কর,তুলনা কর,মতামত দাও,প্রমান কর,পূথক কর,উদারণ সহ ব্যাখ্যা কর,নিজের ভাষায় লেখ,অনুবাদ কর,পূর্ণবিন্যাস কর, মন্তব্য কর ইত্যাদি।(গ)প্রয়োগ মূলকঃ তৈরি কর,নির্মান কর,পরীক্ষা কর,কাজ দেখাও,বাচাই কর,প্রয়োগ কর,সম্প্রসারণ কর,উন্নয়ন কর,সম্পর্ক নির্ণয় কর,পূর্ণগঠন কর,ব্যবহার কর ইত্যাদি।
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম।
আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
ঝরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে
বিরহী কুহু কেকা গাহিবে নীপ শাঁখে
যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দ্বীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
__ কাজী নজরুল ইসলাম
ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম।
আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
ঝরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে
বিরহী কুহু কেকা গাহিবে নীপ শাঁখে
যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দ্বীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
__ কাজী নজরুল ইসলাম
Monday, April 23, 2012
ও মন রমজানের ঐ রোজার শেষে
ও মন রমজানের ঐ রোজার
শেষে
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো
খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।।
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ।।
তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
যারা জীবন ভরে রাখছে রোজা নিত- উপবাসী সেই গরীব মিস্কিন দে যা কিছু মফিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনী তৌহিদের, তোর দওত করবুল করবেন হযরত, হয় মনে উমিদ।।
তোরে মারল ছুঁড়ে জুড়ে ইঁট পাথর যারা সেই পাথর দিয়ে তোলরে গ’ড়ে প্রেমেরি মসজিদ।।
-কাজী নজরুল ইসলাম-
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।।
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ।।
তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
যারা জীবন ভরে রাখছে রোজা নিত- উপবাসী সেই গরীব মিস্কিন দে যা কিছু মফিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনী তৌহিদের, তোর দওত করবুল করবেন হযরত, হয় মনে উমিদ।।
তোরে মারল ছুঁড়ে জুড়ে ইঁট পাথর যারা সেই পাথর দিয়ে তোলরে গ’ড়ে প্রেমেরি মসজিদ।।
-কাজী নজরুল ইসলাম-
৬৪টি সংক্ষিপ্ত শব্দের পুর্ন রুপ :
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication
System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate
Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application
Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic
Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network
Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Doc**ent (Microsoft
Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Doc**ent Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup
Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup
Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control
Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power
Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for
GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio
Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless
Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business
Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency
Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area
Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,
আহা, ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে,
আহা, ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি--
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি--
আহা, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে॥
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,
আহা, ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে,
আহা, ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি--
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি--
আহা, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে॥
আবদুল কালামের ১০টি উক্তি
আবদুল কালামের ১০টি উক্তি
১.'স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।'
২. 'সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়।'
৩.'যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।'
৪. 'যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।'
৫. প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :
* আমি সেরা।
*আমি করতে পারি
* সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
* আমি জয়ী
*আজ দিনটা আমার
৬. 'ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।'
৭. 'জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।'
৮. 'আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।'
৯ 'উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।'
১০. 'যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।'
কান্ডারী হুশিয়ার - কাজী নজরুল ইসলাম
কান্ডারী হুশিয়ার
কাজী নজরুল ইসলাম
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
Collection Tongue Twisters
- Best Tongue Twisters to Perfect Your English Pronunciation1. Short tongue twistersBefore trying the English tongue twisters for champions that talk fast, let’s warm-up your speech muscles with some short and fairly easy tongue twisters for beginners.Eleven benevolent elephants.She sees cheese.Six sticky skeletons.Truly rural.Pad kid poured curd pulled cod.Which witch is which?Willy’s real rear wheel.Six sleek swans swam swiftly southwards.Scissors sizzle, thistles sizzle.A happy hippo hopped and hiccupped.Cooks cook cupcakes quickly.Really leery, rarely Larry.Twelve twins twirled twelve twigs.A snake sneaks to seek a snack.Six Czech cricket critics.2. Tongue twisters for kidsTongue twisters for kids are all sweet, fun and games until you increase the speed. If you haven’t had enough training, even they can tie your tongue into a Gordian knot. Literally.Take a little brother, sister or your own kid and let’s see who wins the challenge!“Hello!” by Todd Trapani©Blue bluebird.Red lorry, yellow lorry.Daddy Draws Doors.Three free throws.The big bug bit the little beetle.Friendly fleas and fireflies.Fresh fried fish.Specific Pacific.Fred fed Ted bread and Ted fed Fred bread.Betty’s big bunny bobbled by the blueberry bush.Six sticky skeletons.Green glass globes glow greenly.Fuzzy Wuzzy was a bear. Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy wasn’t very fuzzy, was he?If a dog chews shoes, whose shoes does he choose?Rubber baby buggy bumpers.3. Funny tongue twistersOur all-time favorite: funny tongue twisters! You’d think all tongue twisters are funny, but nothing compares to this exclusive selection. In fact, you probably heard these ones before.Everybody calls them „funny” for a reason, so let’s see if you are fast enough to beat Eminem.“Stick your tongue out!” by Mona Eendra©Don’t forget to challenge your friends!Peter Piper picked a peck of pickled peppers;
A peck of pickled peppers Peter Piper picked;
If Peter Piper picked a peck of pickled peppers,
Where’s the peck of pickled peppers Peter Piper pickedHow much wood would a woodchuck chuck
if a woodchuck could chuck wood?
He would chuck, he would, as much as he could,
and chuck as much wood as a woodchuck would
if a woodchuck could chuck wood.I scream, you scream,
We all scream for ice cream.Betty Botter bought some butter but, said she, the butter’s bitter.
If I put it in my batter, it will make my batter bitter.
But a bit of better butter will make my bitter batter better.
So she bought some better butter, better than the bitter butter,
put it in her bitter batter, made her bitter batter better.
So ‘t was better Betty Botter bought some better butter.She sells seashells on the seashore.
The shells she sells are seashells, I’m sure.
And if she sells seashells on the seashore,
Then I’m sure she sells seashore shells.Yally Bally had a jolly golliwog. Feeling folly, Yally Bally Bought his jolly golli’ a dollie made of holly! The golli’, feeling jolly, named the holly dollie, Polly. So Yally Bally’s jolly golli’s holly dollie Polly’s also jolly!Birdie birdie in the sky laid a turdie in my eye.
If cows could fly I’d have a cow pie in my eye.How much ground would a groundhog hog, if a groundhog could hog ground? A groundhog would hog all the ground he could hog, if a groundhog could hog ground.Yellow butter, purple jelly, red jam, black bread.
Spread it thick, say it quick!
Yellow butter, purple jelly, red jam, black bread.
Spread it thicker, say it quicker!
Yellow butter, purple jelly, red jam, black bread.
Don’t eat with your mouth full!I slit the sheet, the sheet I slit, and on the slitted sheet I sit.“Sad tongue twister :4. Tongue twisters with “s”, “r”, “l” and “th”As we already mentioned, tongue twisters can be extremely helpful for speech therapy. If you are having problems pronouncing certain sounds like “s”, “r”, “l” or “th”, practicing with the right tongue twisters can ameliorate your speech impediment. Here are a few examples:Tongue twisters with “s”She sells seashells by the seashore of Seychelles.“Surely Sylvia swims!” shrieked Sammy surprised. “Someone should show Sylvia some strokes so she shall not sink.”Selfish shellfish. (repeat it several times)Tongue twisters with “r” and “l”Red lorry, yellow lorry.A really leery Larry rolls readily to the road.Rory’s lawn rake rarely rakes really right.Lucky rabbits like to cause a ruckus.I looked right at Larry’s rally and left in a hurry.Round and round the rugged rocks the ragged rascal ran.Tongue twisters with “th”The thirty-three thieves thought that they thrilled the throne throughout Thursday.I thought a thought.
But the thought I thought
Wasn’t the thought I thought I thought.
If the thought I thought I thought,
Had been the thought I thought,
I wouldn’t have thought I thought.Something in a thirty-acre thermal thicket of thorns and thistles thumped and thundered threatening the three-D thoughts of Matthew the thug – although, theatrically, it was only the thirteen-thousand thistles and thorns through the underneath of his thigh that the thirty-year-old thug thought of that morning.Thirty-three thousand feathers on a thrushes throat.5. Hardest tongue twister: Supercalifragilisticexpialidocious?When it comes to tongue twisters and talking fast, we can’t help but think about Eminem. Did you know that he manages to rap with a whopping speed of 11.4 syllables per second in his song “Rap God”? We don’t know much about rap, but that sure sounds like something only the God of Rap could do.Now back to supercalifragilisticexpialidocious – as it turns out, this is not the hardest tongue twister in existence. Neither the longest word in the world.At some point, “the sixth sick sheikh’s sixth sheep’s sick” held the Guinness World Record for the toughest twister, but since the category no longer exists, the title was probably revoked.“Hardest tongue twister” by Daniel Sandoval©Don’t worry though! We are not running out of challenges. In 2013, MIT researchers have concluded that “pad kid poured curd pulled cod” (previously mentioned in the “funny tongue twisters” category) is the hardest tongue twister in the world. In fact, Stefanie Shattuck-Hufnagel, an MIT psychologist, says you will get a prize if you manage to say that 10 times quickly. And not any kind of “quickly”. We’re talking super-sonic-Eminem-quickly!To sit in solemn silence in a dull, dark dock,
In a pestilential prison, with a life-long lock,
Awaiting the sensation of a short, sharp shock,
From a cheap and chippy chopper on a big black block!
To sit in solemn silence in a dull, dark dock,
In a pestilential prison, with a life-long lock,
Awaiting the sensation of a short, sharp shock,
From a cheap and chippy chopper on a big black block!
A dull, dark dock, a life-long lock,
A short, sharp shock, a big black block!
To sit in solemn silence in a pestilential prison,
And awaiting the sensation
From a cheap and chippy chopper on a big black block!If you must cross a course cross cow across a crowded cow crossing, cross the cross coarse cow across the crowded cow crossing carefully.Brisk brave brigadiers brandished broad bright blades, blunderbusses, and bludgeons — balancing them badly.Six sick hicks nick six slick bricks with picks and sticks.Can you can a canned can into an un-canned can like a canner can can a canned can into an un-canned can?Imagine an imaginary menagerie manager managing an imaginary menagerie.Rory the warrior and Roger the worrier were reared wrongly in a rural brewery.Send toast to ten tense stout saints’ ten tall tents.Bonus: Tongue twisters in Spanish & FrenchIf you are ready to go even further and surpass your own performance with English tongue twisters, here are a few tongue twisters in Spanish and French. Careful though! They may open up your appetite for language learning!Tongue twisters in SpanishÑoño Yáñez come ñame en las mañanas con el niño. – “Silly Yañez eats yams in the morning with the boy.”Erre con erre guitarra, erre con erre barril. Rápido corren los carros, cargados de azúcar del ferrocarril. – “R and r guitar, r and r barrel. The carts roll along quickly, laden with sugar from the train.”Cuando cuentes cuentos, cuenta cuantos cuentos cuentas cuando cuentes cuentos. – “When you tell stories, say how many stories you tell when you tell stories.”Tres tristes tigres tragaban trigo en un trigal. – “Three sad tigers were eating wheat in a field.”Hoy ya es ayer y ayer ya es hoy, ya llegó el día, y hoy es hoy. – “Today is already yesterday, and yesterday is already today, the day’s here, and today is today.”“Giraffe” by David Clode©Tongue twisters in FrenchCinq chiens chassent six chats. – “Five dogs hunt six cats.”Ces six saucissons-secs-ci sont si secs qu’on ne sait si s’en sont. – These six dried sausages are so dry that we don’t know if they are (dried sausages).Si mon tonton tond ton tonton, ton tonton sera tonu. – “If my uncle chaves your uncle, your uncle will be shaved.”Je suis ce que je suis, et si je suis ce que je suis, qu’est ce que je suis. – “I am what I am, and if I am what I am, what am I?”Si six scies scient six cyprès, six cent scies scient six cent cyprès. – “If six saw saw six cypress, six hundred saw saw six hundred cypress.” Collected
- Peter Piper picked a peck of pickled peppers
A peck of pickled peppers Peter Piper picked
If Peter Piper picked a peck of pickled peppers
Where’s the peck of pickled peppers Peter Piper picked? - Betty Botter bought some butter
But she said the butter’s bitter
If I put it in my batter, it will make my batter bitter
But a bit of better butter will make my batter better
So ‘twas better Betty Botter bought a bit of better butter - How much wood would a woodchuck chuck if a woodchuck could chuck wood?
He would chuck, he would, as much as he could, and chuck as much wood
As a woodchuck would if a woodchuck could chuck wood - She sells seashells by the seashore
- How can a clam cram in a clean cream can?
- I scream, you scream, we all scream for ice cream
- I saw Susie sitting in a shoeshine shop
- Susie works in a shoeshine shop. Where she shines she sits, and where she sits she shines
- Fuzzy Wuzzy was a bear. Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy wasn’t fuzzy, was he?
- Can you can a can as a canner can can a can?
- I have got a date at a quarter to eight; I’ll see you at the gate, so don’t be late
- You know New York, you need New York, you know you need unique New York
- I saw a kitten eating chicken in the kitchen
- If a dog chews shoes, whose shoes does he choose?
- I thought I thought of thinking of thanking you
- I wish to wash my Irish wristwatch
- Near an ear, a nearer ear, a nearly eerie ear
- Eddie edited it
- Willie’s really weary
- A big black bear sat on a big black rug
- Tom threw Tim three thumbtacks
- He threw three free throws
- Nine nice night nurses nursing nicely
- So, this is the sushi chef
- Four fine fresh fish for you
- Wayne went to wales to watch walruses
- Six sticky skeletons (x3)
- Which witch is which? (x3)
- Snap crackle pop (x3)
- Flash message (x3)
- Red Buick, blue Buick (x3)
- Red lorry, yellow lorry (x3)
- Thin sticks, thick bricks (x3)
- Stupid superstition (x3)
- Eleven benevolent elephants (x3)
- Two tried and true tridents (x3)
- Rolling red wagons (x3)
- Black back bat (x3)
- She sees cheese (x3)
- Truly rural (x3)
- Good blood, bad blood (x3)
- Pre-shrunk silk shirts (x3)
- Ed had edited it. (x3)
- We surely shall see the sun shine soon
- Which wristwatches are Swiss wristwatches?
- Fred fed Ted bread, and Ted fed Fred bread
- I slit the sheet, the sheet I slit, and on the slitted sheet I sit
- A skunk sat on a stump and thunk the stump stunk, but the stump thunk the skunk stunk
- Lesser leather never weathered wetter weather better
- Peter Piper picked a peck of pickled peppers
ফেসবুক : নতুন সেটিংসের পয়লা পাঁচ
সম্প্রতি ফেসবুকের সকল প্রাইভেসি সেটিংস আবারো আপডেট করা হয়েছে। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আপডেটেড প্রাইভেসিতে যোগ করা হয়েছে বেশকিছু নতুন অপশন। ফেসবুক জানিয়েছে, ব্যক্তিগত তথ্যাদির উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতেই মূলত নতুন অপশনগুলো যোগ করা হয়। তবে প্রাইভেসি সেটিংস আপগ্রেড করার পর থেকেই প্রযুক্তি বিশেষজ্ঞদের সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। খবর অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে, নতুন প্রাইভেসি সেটিংসের ভালো-খারাপ উভয় দিকই রয়েছে। তারা জানিয়েছেন- অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ব্যক্তিগত তথ্য এবং পোস্ট সবার সামনে উন্মুক্ত রাখার জন্য ফেসবুক পরোক্ষভাবে ব্যবহারকারীদের উদ্বুদ্ধই করছে।
আসুন, নতুন পরিস্থিতিতে ফেসবুকের নতুন নিরাপত্তা পদ্ধতির গুরুত্বপূর্ণ পাঁচটি দিক জেনে নেয়া যাক।
সার্চ সেটিংস
নতুন সেটিংসে আপনার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ের অন্তর্ভূক্ত হয়ে যেতে পারে। অনেকেই বলছেন, বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ে অন্তর্ভূক্ত না হওয়ার অপশন চালু রাখার পরও নতুন প্রাইভেসি সেটিংসের সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইলও জনসম্মুখে প্রকাশ হয়ে যাচ্ছে; যা ব্যক্তিগত গোপনীয়তার নীতি বিরুদ্ধ।
তবে আপনি চাইলে সার্চ সেটিংস এর পরিবর্তন করতে পারেন। প্রাইভেসি সেটিংস অপশন থেকে ‘অ্যালাউ ইনডেক্সিং’ চেকবক্স থেকে টিক চিহ্ন উঠিয়ে দিলেই আপনার প্রোফাইল বাইরের কেউ খুঁজে পাবে না।
প্রাইভেসি সেটিংসে পাসওয়ার্ড বলয়
ফেসবুক জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংসের আওতায় আপনি প্রাইভেসি সংক্রান্ত যে কোনো কিছু আপডেট করার সময় প্রথমে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ, আপনি লগইন থাকাকালীন অন্য কেউ যাতে আপনার প্রাইভেসি সেটিংস বদলে দিতে না পারেন, সে জন্যই নিরাপত্তার এই বাড়তি স্তর। এতে করে পুনরায় পাসওয়ার্ড ব্যবহার না করে প্রাইভেসি সেটিংসে কোনো পরিবর্তন আনা যাবে না।
তবে অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র প্রতিবেদক জানিয়েছেন, তিনি বারবার পাসওয়ার্ড দেয়া ছাড়াই প্রাইভেসি সেটিংসে পরিবর্তন করতে পেরেছেন। তিনি আরো জানান, প্রাইভেসি সেটিংসে বিভিন্ন বিষয় কোনোরকম নিরাপত্তা বলয় ছাড়াই তিনি পরিবর্তন করতে পেরেছিলেন। অর্থাৎ, তার বেলায় এভাবে বারবার পাসওয়ার্ড চাওয়া হয়নি।
পরে অবশ্য তিনি জানিয়েছেন যে, প্রাইভেসি আপডেটের প্রায় আধা ঘণ্টা পর পাসওয়ার্ডের এই বাড়তি বলয়টি কার্যকরী হয়। আগে ঘোষণা দিয়ে পরে সুবিধা সক্রিয় করার তীব্র সমালোচনা করেন তিনি।
পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন
ফেসবুকের পরিবর্তিত প্রাইভেসি সেটিংসে রয়েছে পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন, সংক্ষেপে পিএআই। এর অধীনে আপনার প্রোফাইলের ছবি, আপনি যেসব পেজের ফ্যান সেসব পেজের তালিকা, জেন্ডার, ধর্ম, নেটওয়ার্ক ইত্যাদি তথ্যাদি সবার প্রতি উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ, চাইলেই যে কেউ আপনার সম্পর্কে এসব তথ্য সার্চ ফলাফল পাতা থেকে জানতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সার্চ পাতায় নিজের প্রোফাইল উন্মুক্ত রাখছেন। প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে, এইসব তথ্য মুছে ফেলার কোনো উপায় নেই বললেই চলে। সার্চ পাতায় নিজেকে দৃশ্যমান রাখতে হলে উপরোক্ত তথ্যগুলোও প্রকাশ করতে হবে; যা ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে খানিকটা অস্বস্তিকরই বটে।
উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি এমন কোনো সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজের ফ্যান হয়ে থাকেন যার সম্পর্কে আপনার ফেসবুক বন্ধু বা অন্য কাউকে জানাতে চান না, তাহলে নতুন এই পদ্ধতির আওতায় তা সম্ভব নয়। কেননা, সার্চ ফলাফলে আপনি নিজেকে দৃশ্যমান রাখতে গেলে স্বয়ংক্রিয়ভাবেই এসব তথ্য সবার সামনে চলে আসবে, যা ফেসবুকের নতুন এই প্রাইভেসি আপডেট সমালোচিত হওয়ার অন্যতম মূল কারণ।
বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা
পিএআই ফেসবুক প্রাইভেসির একটি বিতর্কিত দিক হলেও ফেসবুকে আপনার অন্যান্য কর্মকান্ডের উপর আপনি পাচ্ছেন পূর্ণ নিয়ন্ত্রণ। এমনকি আপনি যখন প্রতিবার স্ট্যাটাস আপডেট করেন, তখনই ঠিক করে দিতে পারবেন কে কে এই পোস্ট বা স্ট্যাটাস দেখতে পারবেন এবং কে কে এই পোস্ট দেখতে পারবেন না। একইভাবে আপলোড করা ছবির বেলাতেও আপনি প্রাইভেসি লেভেল নির্দিষ্ট করে দিতে পারবেন।
ফেসবুকের নতুন এই প্রাইভেসি সেটিংস একইসঙ্গে প্রশংসা এবং সমালোচনা দুইই কুড়াচ্ছে। কিছু কিছু আপডেট সত্যিকার অর্থেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কার্যকর। অন্যদিকে কিছু ব্যাপার আবার মোটেই সন্তোষজনক নয়।
ফেসবুক প্রাইভেসি আপডেটে ব্যবহারকারীদের তথ্য সবার প্রতি উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে আহ্বান করা হয় বলে দাবি করেছেন একাধিক প্রযুক্তিবিদ। তাদের মতে, গুগলের রিয়েল-টাইম সার্চ রেজাল্টের মাধ্যমে বাড়তি হিট পাওয়ার আশায়ই ফেসবুক ব্যবহারকারীদের প্রাইভেসি আপডেট করতে বলছে, যদিও সোজা-সাপ্টা ভাষায় ফেসবুক তেমন কিছু বলেনি। অন্যদিকে অনেক প্রযুক্তিবিদদের ধারণা, ফেসবুক নকল করতে চাচ্ছে টুইটারের আইডিয়া, যা সম্ভব নয় বলেই মনে করেন তারা।
বঙ্গবাণী – আব্দুল হাকিম
বঙ্গবাণী
আব্দুল হাকিম
কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।
সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।
আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ।
দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।।
আরবি ফারসি হিন্দে নাই দুই মত।
এসো হে বৈশাখ এসো এসো – রবীন্দ্রনাথ ঠাকুর
এসো হে বৈশাখ এসো এসো
রবীন্দ্রনাথ ঠাকুর
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।
www.fb.com/jrliton77
অবস্থান - শিমুল মুস্তাফা
অবস্থান
শিমুল মুস্তাফা
এখন আমার ভীষণ খরা।
এখন আমার ভীষণ খরা
হাতের মুঠোয় লক্ষ তারা
একটি তারাও যায়না ধরা
কেউ বলে না, কেউ টলে না
কেমন আছ? কোথায় আছ?
কোন পাতাতে ফুল গুঁজেছ
কেউ বলে না, কেউ বলে না।
কোন বারুদে অগ্নি বেশি, কোন ফাগুনে ফুল
কোন কথাটা শুদ্ধ বেশি, কোন কথাটা ভুল
কেউ বলে না, কেউ বলে না।
কোন পাখিটা দুঃখী ভীষণ, কোন পাখিটা সুখী
কোন আঁখিটা সুখী ভীষণ, কোন নদীটা দুঃখী
কেউ বলে না, কেউ বলে না।
বুকের কাছে আলতো এসে
লাজুক চোখে ভালোবেসে
একটি বারও কেউ বলে না
যেমন ছিলে তেমন থেকো
তেমন থেকো যেমন ছিলে
তোমার জীবন সুখের হবে
কেউ বলে না, কেউ চলে না
কেউ বলে না।
এখন আমায় কেউ বলে না!
অষ্ট প্রহর কেমন থাক?
স্বপন মাঝে কোথায় থাক?
কোন তারাটা নিশিত রাতে
আমার জাগার সাক্ষী থাকে?
কেউ জানে না, কেউ জানে না।
কেউ জানে না, কেউ বোঝে না
কেউ বোঝে না, কেউ খোঁজে না
কোন পুকুরের পদ্ম গুলো
ভোর না হতে নিখোঁজ হতো
কোন বাগানের বোধ গুলো সব
সারা দুপুর রোদ পোহাত
একটি যুগল আসবে বলে
সারা দুপুর সন্ধ্যা হলো
কেউ এলো না, কেউ এলো না
কেউ এলো না।
www.fb.com/jrliton77
Let's a ঢুঁ Let's Know সংশোধক বর্ণ কোণগুলো ?
সংশোধক বর্ণ
|
||
চিহ্ন
|
চিহ্নের নাম
|
কাজ
|
খণ্ড ত
|
"ত" এর খণ্ড রূপ
|
|
ং
|
"ঙ" এর খণ্ড রূপ
|
|
ঃ
|
"হ্" এর আরেকটি রূপ, র এবং স বিলুপ্ত হয়ে বানানে বিসর্গ আসতে পারে, যেমন পুনর>পুনঃ, নমস> নমঃ
|
|
ঁ
|
অনুনাসিক স্বর
|
|
্
|
ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে পূর্বনির্ধারিত সহজাত স্বর "অ" উচ্চারিত হয় না
|
|
ঽ
|
স্বরবর্ণের শব্দ দীর্ঘ করার জন্য ব্যবহৃত
উদাহরণ ১: শুনঽঽঽ (এইখানে "ন"-র পূর্বনির্ধারিত সহজাত স্বর "অ" দীর্ঘ করা হচ্ছে) উদাহরণ ২: কিঽঽঽ? (এইখানে "ক" এর সাথে যুক্ত স্বর "ই" দীর্ঘ করা হচ্ছে)
উদাহরণ ২: AvnŸvb
|
|
্য
|
||
্র
|
যুক্তাক্ষরের র-কারান্ত রূপ
|
|
র্
|
যুক্তাক্ষরের র-কারাদি রূপ
|
|
্ব
|
||
৺
|
স্বর্গীয় অথবা মৃত ব্যক্তির নামের আগে এই চিহ্ন ব্যবহৃত
|
|
আহাবন
|
অবগ্রহ:
অবগ্রহ বাংলা বর্ণমালার একটি বিশেষ বর্ণ বা চিহ্ন যা "ঽ"
দ্বারা প্রকাশ করা হয়। সংস্কৃতে "অ"
স্বরের বিলোপ চিহ্নিত করার জন্য ব্যবহৃত হতো, যেমন "শিবোঽহম্"
(শিব+অহম) অর্থাৎ "আমি শিব"।
ব্যবহার :
বর্তমানে এই চিহ্ন আহ্বান বা চিৎকারের সুরে স্বরবর্ণের শব্দ দীর্ঘ করার জন্য ব্যবহৃত হয়।
বৈশিষ্ট্য :
অবগ্রহ চিহ্নটি দেখতে অর্ধেক মাত্রা ওলা "হ"
মত। তবে এর উৎস সংস্কৃত ভাষা ও ব্রাহ্মী লিপি থেকে তাই এ চিহ্ন ইংরেজি "এস"
(S)-এর মত দেবনাগরী "ऽ"
হিসেবেই বেশি পরিচিত।
·
উদাহরণ ১: শুনঽঽঽ (এইখানে "ন"-র পূর্বনির্ধারিত সহজাত স্বর "অ"
দীর্ঘ করা হচ্ছে)
·
উদাহরণ ২: কিঽঽঽ? (এইখানে
"ক" এর সাথে যুক্ত স্বর "ই"
দীর্ঘ করা হচ্ছে)
Subscribe to:
Posts (Atom)