রাহুরপ্রেম
রবি ঠাকুর
হেরো অন্ধকার মরুময়ী নিশা —
আমার পরান হারায়েছে দিশা ,
অনন্ত এ ক্ষুধা অনন্ত এ তৃষা করিতেছে হাহাকার ।
আজিকে যখন পেয়েছি রে তোরে এ চিরযামিনী ছাড়িব কী করে ।
এ ঘোর পিপাসা যুগ-যুগান্তরে মিটিবে কি কভু আর ।
বুকের ভিতরে ছুরির মতন ,
মনের মাঝারে বিষের মতন , রোগের মতন ,
শোকের মতন রব আমি অনিবার ।
জীবনের পিছে মরণ দাঁড়ায়ে , আশার পশ্চাতে ভয় —
ডাকিনীর মতো রজনী ভ্রমিছে চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরণীময় ।
যেথায় আলোক সেইখানে ছায়া এই তো নিয়ম ভবে ,
ও রূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগিয়া রবে!"
No comments:
Post a Comment