Sunday, April 22, 2012

ইংরেজি শব্দের মজার তথ্য :

                                      ইংরেজি শব্দের মজার তথ্য: 

☞☞ Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
  ☞☞ vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি)।
☞☞ vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল by.
 ☞☞ গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা- আমি-জাতি।
☞☞ Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
 ☞☞ University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
 ☞☞ “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে ।
 ☞☞ “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই। 
☞☞ “study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩টি অক্ষর ক্রমানুসারে আছে। 
☞☞ “Executive ও Future" এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে

No comments:

Post a Comment