তুমি একটু কেবল বসতে দিও কাছে ,
আমায় সুধু ক্ষণেক তরে ,
আজি হাতে আমার যা কিছু কাজ আছে ,
আমি সাঙ্গ করবো পরে !
না চাহিলে তোমার মুখপানে ,
হৃদয় আমার বিরাম নাহি জানে ,
কাজের মাঝে ঘুরে বেড়ায় ,
যতই ফিরি কূলহারা সাগরে ।।
বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে ,
এলো আমার বাতায়ণে ,
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ,
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে ।
আজকে শুধু একান্তে আসি ,
চোকে চোখে চেয়ে থাকার দিন,
আজকে জীবন সমর্পণের ,
গান গাবো নীরব আবসরে ।।
আমায় সুধু ক্ষণেক তরে ,
আজি হাতে আমার যা কিছু কাজ আছে ,
আমি সাঙ্গ করবো পরে !
না চাহিলে তোমার মুখপানে ,
হৃদয় আমার বিরাম নাহি জানে ,
কাজের মাঝে ঘুরে বেড়ায় ,
যতই ফিরি কূলহারা সাগরে ।।
বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে ,
এলো আমার বাতায়ণে ,
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ,
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে ।
আজকে শুধু একান্তে আসি ,
চোকে চোখে চেয়ে থাকার দিন,
আজকে জীবন সমর্পণের ,
গান গাবো নীরব আবসরে ।।
No comments:
Post a Comment