Friday, April 27, 2012

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥
 যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, 
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়-- 
তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ॥ 
যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, য
দি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়-- 
তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে ॥ 
যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, 
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে-- 
তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে ॥
 রাগ: বাউল তাল: দাদরা 
রচনাকাল (বঙ্গাব্দ): 1312 রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
 স্বরলিপিকার: ইন্দিরা দেবী 
ডাউনলোড লিংক:        http:// www.bengali-mp3.com/ 

No comments:

Post a Comment