একটা ছাগল মাঠ ধরে শুধুই হাঁটছিল , বিজ্ঞানী নিউটন
এটাকে ধরে থামালেন। না থামালে ছাগলটা চলতেই থাকত। আর তখনি নিউটন তার ১ম
সুত্র আবিস্কার করলেন।
“একটি গতিশীল বস্তু কে যতক্ষণ পর্যন্ত থামানো না হয়, ততক্ষন তা চলতেই
থাকে”।
এরপর নিউটন ছাগল টিকে F বল পরিমানে একটা লাথি দিলেন। ছাগলটা বলে উঠলো
“ম্যা” (ma).. তখনি নিউটন বুঝে ফেললেন F বল দিলেই ma করবে।
সাথে সাথে আবিস্কার হল দ্বিতীয় সুত্র :
F=ma .
এরপরই ছাগলটি নিউটন কে দিলো শিং দিয়া একটা গুতা । নিউটন ধরে নিলেন ইট মারলে
পাটকেল খেতে হয়। সাথে সাথে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় সুত্র আবিষ্কার
করলেন।
“সকল ক্রিয়ার সমান ও বিপরীতমুখী
প্রতিক্রিয়া আছে”।
No comments:
Post a Comment